Thailand Spinner creates history : টানা চার বলে চার উইকেট! মালিঙ্গা, রশিদদের বিরল ক্লাবে থাই টিনএজার বোলার

থাইল্যান্ডের ১৯ বছরের স্পিনার যা করে দেখিয়েছেন, আন্তর্জাতিক ক্রিকেটে বহু তাবড় তাবড় বোলার তা করে দেখাতে পারেননি।

Thailand Spinner creates history : টানা চার বলে চার উইকেট! মালিঙ্গা, রশিদদের বিরল ক্লাবে থাই টিনএজার বোলার
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Jul 16, 2023 | 8:55 AM

কলকাতা : টি-২০ ক্রিকেটে অবিশ্বাস্য বলে কিছু নেই। সবই সম্ভব। ছয় বলে ছয় ছক্কা এখন বহু পুরনো। সারা বিশ্বজুড়ে টি-২০ ফ্র্যাঞ্চাইজি লিগের রমরমা। সেখানে অনেক অভিনব রেকর্ডের দেখা মেলে। তবে এই রেকর্ড আন্তর্জাতিক টি-২০তে। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে থাইল্যান্ডের মহিলা স্পিনার গড়লেন বিরল কীর্তি। পরপর চার বলে নিলেন চার উইকেট। থাই স্পিনার থিপাচা পুত্থাওংয়ের এই কীর্তি রেকর্ড বুকে জায়গা করে নিয়েছে। তাঁর আগে মেয়েদের ক্রিকেটে দু’জন এবং ছেলেদের ক্রিকেটে এমন নজির গড়েছেন মাত্র চারজন বোলার। সেই বিরল রেকর্ডের তালিকায় জায়গা করে নিয়েছেন থিপাচা। বিস্তারিত রইল TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

টানা চার বলে চার উইকেট। এই কীর্তিকে সাধারণত ‘ডবল হ্যাটট্রিক’ বলে অভিহিত করা হয়। মেয়েদের আন্তর্জাতিক টি-২০তে ডবল হ্যাটট্রিক করে ইতিহাস গড়েছেন থিপাচা। চলতি বছরের মে মাসে আইসিসির প্লেয়ার অব দ্য মান্থ হয়েছিলেন ১৯ বছরের এই স্পিনার। মাত্র আট রান খরচ করে পাঁচটি উইকেট নেন। এ বার চার বলে চার উইকেট নিয়ে মেয়েদের ক্রিকেটে ইতিহাস গড়লেন থাই বোলার।

টি-২০ ম্যাচে মুখোমুখি হয়েছিল থাইল্যান্ড ও নেদারল্যান্ডস। বাঁ হাতি স্পিনার পরপর চার বলে চারজন ডাচ বোলারকে প্যাভিলিয়নে পাঠান। এরই সঙ্গে আন্তর্জাতিক টি-২০তে ডবল হ্যাটট্রিক নেওয়া তৃতীয় মহিলা ক্রিকেটার হয়েছেন তিনি। জার্মানির অনুরাধা ডোডাবল্লাপুর ২০২০ সালে প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে ডবল হ্যাটট্রিক করেছিলেন। বছর খানেক পর একই রেকর্ড গড়েন মোজাম্বিকের বিরুদ্ধে গড়েন বৎসওয়ানার শামিলাহ মোসউইউ। ২০২৩-এ এই বিরল নজিরের ক্লাবের সদস্য হলেন থাই স্পিনার থিপাচা পুত্থাওং।

পুরুষদের আন্তর্জাতিক টি-২০তে  ডবল হ্যাটট্রিকের নজির রয়েছে চারজন ক্রিকেটারের। আফগানিস্তানের রশিদ খান, শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা, আয়ারল্যান্ডের কার্টিস ক্যাম্ফার এবং ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডারের।