নয়াদিল্লি: আগামী দুটো মাস ভারতীয় টিমের কাছে খুব গুরুত্বপূর্ণ। ঘরের মাঠে বিশ্বকাপে (World Cup 2023) ভারতীয় টিম ২০১১ সালে চ্যাম্পিয়ন হয়েছিল। কিন্তু তার পর বদলে গিয়েছে অনেক কিছু। আইসিসি টুর্নামেন্টে ভারতের পর পর ব্যর্থতা নিয়ে আলোচনা হয়েছে, সমালোচনা হয়েছে, তৈরি হয়েছে বিতর্ক। এ বার কি বিবর্ণ অতীত পাল্টে দিতে পারবে রোহিত শর্মার (Rohit Sharma) টিম? বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মাদের উপর যেমন নির্ভর করবে সাফল্য, তেমনই টিমের ভারসাম্যের উপর দাঁড়িয়ে থাকবে অনেক কিছু। এশিয়া কাপে (Asia Cup 2023) সেই ব্যালান্সই খুঁজে নিতে চাইছে ভারত। ৫ অক্টেবর শুরু বিশ্বকাপ। তার আগে রোহিত কী বলছেন? TV9Bangla Sports তুলে ধরল এই প্রতিবেদনে।
বিশ্বকাপ নিয়ে কী ভাবছেন রোহিত? ভারতীয় টিমের ক্যাপ্টেনের কথায়, ‘নিজেকে কতটা রিল্যাক্সড রাখছি, সেটা গুরুত্বপূর্ণ। সেই সঙ্গে ইতিবাচক বা নেতিবাচক বিষয়— যেগুলো অনেক সময় গুরুত্বপূর্ণ হয়, সেগুলো নিয়ে ভাবতে চাই না। সোজা কথায়, সব কিছু বন্ধ রাখতে চাইছি। এই রকম পরিস্থিতির মধ্যে দিয়ে ২০১৯ সালেও গিয়েছিলাম।’
আপাতত এশিয়া কাপের শিবির চলছে বেঙ্গালুরুতে। জাতীয় শিবিরে নিজেদের ফিটনেস ও স্কিল ঝালিয়ে নিতে চাইছেন রোহিতরা। গত বারের বিশ্বকাপে দুরন্ত ফর্মে ছিলেন রোহিত। ৫টা সেঞ্চুরি সহ ৬৪৮ রান করেছিলেন। সেখান থেকেই পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে রোহিত বলেছেন, ‘গত বার মানসিক ভাবে দারুণ জায়গায় ছিলাম। প্রস্তুতিও চমৎকার নিয়েছিলাম। ওই ব্যাপারটা আবার ফিরিয়ে আনতে চাইছি। তার জন্য অবশ্য সময় রয়েছে। ২০১৯ সালের বিশ্বকাপে কী কী ঠিক করেছিলাম, সেটা ফিরিয়ে মনে করার চেষ্টা করছি।’
বিশ্বকাপে সাফল্যের খোঁজে নামবেন রোহিত এবং তাঁর টিম। ব্যর্থ হলেও ক্রিকেটার রোহিতের বিরাট কিছু বদলাবে না। বলছেনও, ‘সাফল্য কিংবা ব্যর্থতা দিয়ে একটা মানুষ রাতারাতি বদলায় না। আমার মনে হয় না, একটা ম্যাচ কিংবা একটা টুর্নামেন্টে জয় মানুষ হিসেবে আমাকে পাল্টে দিতে পারে। গত ১৬ বছরে আমি মানুষ হিসেবে যা ছিলাম, তাই আছি। মনে হয় না, নিজেকে বদলানোর কোনও দরকার আছে। ফোকাস থাকবে, আগামী দু’মাসে নিজের লক্ষ্যে কী ভাবে পৌঁছতে পারি।’
নেতা হিসেবে পাঁচবার আইপিএল জিতেছেন রোহিত। ২০১৮ সালে ভারতের ক্যাপ্টেন হিসেবে জিতেছেন এশিয়া কাপ। বিশ্ব টেস্ট ফাইনালে তাঁর নেতৃত্বেই খেলেছে ভারতীয় টিম। তবে জয় আসেনি। ব্যাটার হিসেবে রোহিত যথেষ্ট সফল। ৩০টা ওয়ান ডে সেঞ্চুরি, ১০টা টেস্ট, ৪টে টি-টোয়েন্টি সেঞ্চুরিও রয়েছে। ১৭ হাজারেরও বেশি রান করেছেন তিনি। রোহিত কিন্তু বলছেন, ‘তথ্য আমি বিশ্বাস করি না। কতটা উপভোগ করলাম, করাতে পারলাম, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কোন জিনিসটা আমাকে খুশি করল, সেটাই বেশি ভাবি। টিমকে নিয়ে সুখস্মৃতি তৈরি করাটাই তো আসল।’
বিশ্বকাপের জন্য যে মনে মনে তৈরি হচ্ছেন ভারতের ক্য়াপ্টেন, বোঝাই যাচ্ছে। যদি কাপ জেতাতে পারেন, কপিল দেব, মহেন্দ্র সিং ধোনির পর তিনিও চিরস্মরণীয় থেকে যাবেন ভারতীয় ক্রিকেটে।