AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Australia: উইকেট ভাঙল, বেল পড়ল না, অস্ট্রেলিয়া ক্রিকেটে আজব কাণ্ড!

Australian Grade Cricket: জিন্নিনডেরা ক্রিকেট ক্লাবের খেলা ছিল ওয়েস্ট ডিস্ট্রিক্টের বিরুদ্ধে। জিন্নিনডেরার পেস বোলার অ্যান্ডি রেনল্ডসের বলে ক্লিন বোল্ড হয়ে যান ওয়েস্ট ডিস্ট্রিক্টের ওপেনার ম্যাথেউ বসোস্টো। অ্যান্ডি এবং তাঁর সতীর্থরা উৎসবও শুরু করে দিয়েছিলেন। হঠাৎই খেয়াল হয়, মিডল স্টাম্প ছিটকে গেলেও বল মাটিতে পড়েনি। মাঝের উইকেট ছাড়াও দুটো বেলই বহাল তবিয়তে খাড়া রয়েছে অফ ও লেগস্টাম্পের মাথায়। এমন অবাক করা ঘটনা ক্রিকেটে এর আগে দেখা যায়নি।

Australia: উইকেট ভাঙল, বেল পড়ল না, অস্ট্রেলিয়া ক্রিকেটে আজব কাণ্ড!
উইকেট ভাঙল, বেল পড়ল না, অস্ট্রেলিয়া ক্রিকেটে আজব কাণ্ড!
| Edited By: | Updated on: Dec 11, 2023 | 2:23 PM
Share

সিডনি: ক্রিকেটে রোজ ঝুড়ি ঝুড়ি রেকর্ড হয়। কিছু রেকর্ড অবাক করে দেয়। সে ভাবেই ক্রিকেট মাঠে কতই না আজব ঘটনা ঘটে। কিন্তু এমন ঘটনাও যে ঘটতে পারে, তা জানা ছিল না। আর তাই নিয়ে পড়ে গিয়েছে হইচই। এসিটি প্রিমিয়ার ক্রিকেট, যাকে অস্ট্রেলিয়ার তৃতীয় ডিভিশন ধরা হয়, সেখানেই ঘটেছে এক অবিশ্বাস্য ঘটনা। বোলারের বলে মিডল স্টাম্প ভেঙে গিয়েছে। কিন্তু বেল পড়েনি মাটিতে। তারপর আম্পায়ার কী সিদ্ধান্ত দিয়েছেন? ক্রিকেট আইনের বই খুলেও যার ব্যাখ্যা মিলছে না। সব মিলিয়ে বেশ হকবাক করার ঘটনা যেমন, তার অভিঘাতে যে এমনটা ঘটতে পারে, কেউই ভাবেননি। ক্রিকেট আইনের খোঁজ রাখেন যাঁরা, তাঁদের মাথায় হাত পড়ে গিয়েছে।

জিন্নিনডেরা ক্রিকেট ক্লাবের খেলা ছিল ওয়েস্ট ডিস্ট্রিক্টের বিরুদ্ধে। জিন্নিনডেরার পেস বোলার অ্যান্ডি রেনল্ডসের বলে ক্লিন বোল্ড হয়ে যান ওয়েস্ট ডিস্ট্রিক্টের ওপেনার ম্যাথেউ বসোস্টো। অ্যান্ডি এবং তাঁর সতীর্থরা উৎসবও শুরু করে দিয়েছিলেন। হঠাৎই খেয়াল হয়, মিডল স্টাম্প ছিটকে গেলেও বল মাটিতে পড়েনি। মাঝের উইকেট ছাড়াও দুটো বেলই বহাল তবিয়তে খাড়া রয়েছে অফ ও লেগস্টাম্পের মাথায়। এমন অবাক করা ঘটনা ক্রিকেটে এর আগে দেখা যায়নি। সাধারণত, দুটো বেলের মাঝে খানিকটা ব্যবধান থাকে। তিনটে উইকেটের মাঝের দূরত্বে বসানো থাকে দুটো বেল। ফলে উইকেট নড়লে কিংবা পড়লে বেলের পতন অনিবার্য হয়। কিন্তু এ ক্ষেত্রে কী ভাবে দুটো বেল অফ ও লেগস্টাম্পের মাথায় অটুট থেকে গেল, তা নিয়েই গবেষণা চলতে পারে। এর পর যা ঘটেছে, তাও বেশ আশ্চর্যের। আম্পায়ার নট আউট দিয়েছেন ম্যাথেউকে। ক্রিকেট আইন আসলে কী, তা নিয়ে তোলপাড় শুরু হয়ে গিয়েছে।

ক্লিন বোল্ড হয়ে যাওয়ার পর ম্যাথেউ কিন্তু প্যাভেলিয়নের দিকে হাঁটা লাগিয়েছিলেন। কিছু দূর গিয়েই বুঝতে পারেন, তিনি আউট হননি। কারণ, বেল মাটিতে পড়েনি। আবার ক্রিজে ফিরে আসেন তিনি। মাঠের দুই আম্পায়ারের সঙ্গে দীর্ঘ কথা বলতে দেখা যায় তাঁকে। তার পর দুই আম্পায়ারই একমত হন। নট আউট দেওয়া হয় ম্যাথেউকে।

আইন কী বলছে? এমসিসির আইনের বাইয়ে লেখা আছে, যখন উইকেট ভেঙে যাবে, অন্তত একটা বেল পড়বে উইকেটের মাথা থেকে, একটা বা দুটো স্টাম্প মাটি থেকে ছিটকে যাবে, তখন ব্যাটারের আউট বলে ধরা হবে। ২৯.২২-এর আইন অনুযায়ী, বেল নিয়ে যদি কোনও সমস্যা থাকে, উইকেটের মাথা থেকে পুরো পুরি যদি না পড়ে, তখন যদি মাঝের উইকেট ভেঙে যায়, তা হলে আউট বলে ধরা হবে।

বোঝাই যাচ্ছে, অফ ও লিগস্টাম্পের উপর দুটো অক্ষত বেল দেখেও মাঠে থাকা দুই আম্পায়ার ক্রিকেট আইন বুঝতে পারেননি। ভুল সিদ্ধান্ত নিয়েছেন। আর তা নিয়েই শুরু হয়ে গিয়েছে বিতর্ক। তবে, অস্বীকার করার উপায় নেই, মিডল স্টাম্প পড়ে গেলেও বেল কী ভাবে অক্ষত থেকে যায়, তা গবেষণারই বিষয়।