Virat Kohli: কোহলিকে প্রণাম করে থানায়, ছাড়া পেতেই পেলেন ফুলের মালা!

নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে ইন্দোরের মাঠে প্রবেশ করেছিলেন এক ব্যক্তি। তিনি সটান পৌঁছে গিয়েছিলেন বিরাট কোহলির (Virat Kohli) কাছে। লুটিয়ে পড়েছিলেন তাঁর পায়ে। তারপর উঠে দাঁড়িয়েই জড়িয়ে ধরেছিলেন কোহলিকে। ততক্ষণে বিরাটের কাছে পৌঁছে যান নিরাপত্তাকর্মীরা। সঙ্গে সঙ্গে মাঠে নিয়ম ভেঙে ঢুকে পড়া ব্যক্তিতে ধরে ফেলেন তাঁরা। এই ঘটনা ঘটেছিল ভারত-আফগানিস্তানের দ্বিতীয় টি-২০ ম্যাচের সময়।

Virat Kohli: কোহলিকে প্রণাম করে থানায়, ছাড়া পেতেই পেলেন ফুলের মালা!
Virat Kohli: কোহলিকে প্রণাম করে থানায়, ছাড়া পেতেই পেলেন ফুলের মালা!Image Credit source: PTI
Follow Us:
| Updated on: Jan 17, 2024 | 3:31 PM

কলকাতা: নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে ইন্দোরের মাঠে প্রবেশ করেছিলেন এক ব্যক্তি। তিনি সটান পৌঁছে গিয়েছিলেন বিরাট কোহলির (Virat Kohli) কাছে। লুটিয়ে পড়েছিলেন তাঁর পায়ে। তারপর উঠে দাঁড়িয়েই জড়িয়ে ধরেছিলেন কোহলিকে। ততক্ষণে বিরাটের কাছে পৌঁছে যান নিরাপত্তাকর্মীরা। সঙ্গে সঙ্গে মাঠে নিয়ম ভেঙে ঢুকে পড়া ব্যক্তিতে ধরে ফেলেন তাঁরা। এই ঘটনা ঘটেছিল ভারত-আফগানিস্তানের দ্বিতীয় টি-২০ ম্যাচের সময়। এত কিছুর মাঝে কোহলিকে এক্কেবারে সামনে থেকে দেখার এবং তাঁকে স্পর্শ করার স্বপ্নপূরণ হয় তাঁর ভক্তর। এরপর পুলিশ ওই ব্যক্তিকে আটকও করে। তারপরই খবরের শিরোনামে আসেন কোহলির ভক্ত। এ বার ফের ওই ভক্ত লাইমলাইটে। তিনি পুলিশের কাছ থেকে ছাড়া পাওয়ার পর ঘটেছে আরও অবাক করা এক কাণ্ড।

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছিল, পুলিশ মারফত জানা গিয়েছে ওই ব্যক্তি নিজেকে বিরাট কোহলির বড় ভক্ত বলে দাবি করেছেন। তাঁর কাথে মধ্যপ্রদেশের ইন্দোরের হোলকার স্টেডিয়ামে ভারত বনাম আফগানদের দ্বিতীয় টি-২০ ম্যাচের টিকিট ছিল। তা দেখতে তিনি হোলকার স্টেডিয়ামের নরেন্দ্র হিরওয়ানি গেট দিয়ে প্রবেশ করেছিলেন। তারপর সুযোগ বুঝে বিরাটকে ফিল্ডিং করতে দেখে এক সময় ফেন্স টপকে মাঠে ঢুকে গিয়ে পৌঁছে যান বিরাটের কাছে। কোহলির ওই ভক্তকে পুলিশ আটক করে এবং তুকোগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয়। এ বার সোশ্যাল মিডিয়ায় বিরাটের ওই ভক্তর আর এক ভিডিয়ো ভাইরাল।

আসলে, পুলিশের পক্ষ থেকে কোহলির ওই অনুরাগীকে ছেড়ে দেওয়া হয়েছে। তিনি পুলিশ স্টেশন থেকে বেরোনোর পর তাঁর বন্ধুবান্ধব ও পরিবারের সদস্যরা তাঁকে সাদর অভ্যর্থনা জানিয়েছেন। ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, তাঁকে ফুলের মালা পরিয়ে স্বাগত জানাচ্ছেন ওই যুবকের পরিচিতরা।

আজ, বুধবার বেঙ্গালুরুতে আফগানদের বিরুদ্ধে রয়েছে ভারতের তৃতীয় টি-২০ ম্যাচ। তাতে খেলতে দেখা যাবে বিরাট কোহলিকে। সিরিজের প্রথম ম্যাচ কোহলি খেলেননি ব্যক্তিগত কারণে। দ্বিতীয় ম্যাচে তিনি ফেরেন। দীর্ঘদিন পর তাঁর টি-২০ ক্রিকেটে কামব্যাক হয়েছে। এ বার দেখার বেঙ্গালুরুতে আজ রাতে কোহলির ব্যাটে কী ম্যাজিক দেখা যায়।