আমেদাবাদ: দুর্গাপুজো, দিওয়ালি সব শেষ হয়ে গেলেও, ক্রিকেটপ্রেমীদের উৎসব কিন্তু এখনও শেষ হয়নি। তাঁদের চোখ এখন ১৯ নভেম্বরের দিকে। এক যুগ পর বিশ্বকাপ ফাইনালে টিম ইন্ডিয়া। ভারতীয়দের উত্তেজনার পারদ এখন তুঙ্গে। বিশ্বকাপ ফাইনালে আমেদাবাদে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া। মেগা ম্যাচ ঘিরে আমেদাবাদে প্রস্তুতি তুঙ্গে। শোনা যাচ্ছে, রবিবারের ফাইনাল ম্য়াচে বায়ুসেনার তরফে থাকছে বিশেষ এয়ার শোয়ের ব্যবস্থা। আর কী চমক থাকছে রবিবার? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
Air show preparation at Narendra Modi Stadium ahead of the World Cup final. 🇮🇳 🏆pic.twitter.com/5vTHkDS580
— Johns. (@CricCrazyJohns) November 17, 2023
বিশ্বকাপ ফাইনাল ঘিরে উন্মাদনার শেষ নেই ক্রিকেটপ্রেমীদের মনে। ভক্তদের উন্মাদনাকে আরও একটু উস্কে দিতে একের পর এক চমক আনতে চলেছে বিসিসিআই। শোনা গিয়েছে বিশ্বকাপের ফাইনালে মাঠ মাতাতে হাজির থাকতে পারেন হলিউড সঙ্গীতশিল্পী ডুয়া লিপা। যদিও বিসিসিআইয়ের তরফে এ ব্যাপারে এখনও কিছু জানানো হয়নি। এখানেই শেষ নয়, পিটিআই সূত্রে খবর, রবিবার আকাশে কামাল দেখাতে চলেছে ভারতীয় বায়ুসেনা। পিটিআই সূত্রে খবর, বায়ু সেনার সূর্য কিরণ অ্যারোবেটিক টিম রবিবার আকাশে তাদের কামাল দেখাতে চলেছে৷ ফাইনালের ঠিক ১০ মিনিট আগে শুরু হবে এই অনুষ্ঠান। গুজরাট প্রতিরক্ষা দফতরের পিআরওয়ের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, অনুষ্ঠানের আগে,নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শুক্র ও শনিবার মহড়ার আয়োজন করা হয়েছে।
Guess What …!!#suryakiran #aerobatic #team #india #iaf #indianairforce #gujarat
#ahmedabad #riverfront #fighterjets #fighteraircraft #hawk #fighterpilot #aviation #aviationlovers #airtoairphotography #aviationphotography #cwc23 #icc #teamindia #blueskies #happylandings pic.twitter.com/asVo8Voqqm— Suryakiran Aerobatic Team (@Suryakiran_IAF) November 16, 2023
মোট ৯ টি বিমান নিয়ে সাধারণত শো করে এই সূর্য কিরণ অ্যারোবেটিক টিম। ভারতের বিভিন্ন জায়গায় নিজেদের সম্ভার নিয়ে হাজির হয় এই দল। আকাশে কখনও ভিক্ট্রি ফরমেশন, কখনও বা ব্যারেল রোল, তুলে ধরে এই দল। রবিবারও থাকছে এমনই কিছু চমক। প্রসঙ্গত, ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ ছাড়া থাকছেন আইসিসি ও বিসিসিআইয়ের শীর্ষকর্তারা।