কেপটাউন: আর মাত্র একটা রাত। সোমবার হতে চলেছে উইমেন্স প্রিমিয়ার লিগ (WPL) এর নিলাম। চলছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। নিলামের আগে অবধি টুর্নামেন্টে নজর রাখছে পাঁচ ফ্র্যাঞ্চাইজি। উইমেন্স প্রিমিয়ার লিগের নিলামে উঠতে চলেছেন ৪০৯ জন ক্রিকেটার। এর মধ্যে বিভিন্ন দেশ মিলিয়ে ১০৫ জন টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে রয়েছেন। কিন্তু পাকিস্তান? তাদের কাছে সুযোগ নেই উইমেন্স প্রিমিয়ার লিগে খেলার। বিশ্বকাপেও তাদের সম্ভাবনা বিশাল তা নয়। অন্তত পরিসংখ্যান তাদের পক্ষে নয়। স্বাভাবিক ভাবেই হতাশ পাক পেসার ফাতিমা সানা। ভারতের বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরুর আগে হতাশা চেপে রাখতে পারলেন না পাক পেসার। বিস্তারিত TV9Bangla-য়।
পুরুষদের আইপিএল শুরুর বছরে (২০০৮) খেলেছিলেন পাকিস্তানের ক্রিকেটাররা। ফাতিমাদের কাছে সেই সুযোগ নেই। সার্বিক ভাবে পাকিস্তানের ক্রিকেট নিয়েই বেশ হতাশ ফাতিমা সানা। বলেন, ‘চুক্তিবদ্ধ ক্রিকেটারদের জন্য সবরকম সুযোগ সুবিধা রয়েছে। কিন্তু বোর্ডের চুক্তিতে না থাকা ক্রিকেটারদের তেমন কিছুই নেই। আছে শুধুমাত্র স্কুল ক্রিকেট এবং কলেজ ক্রিকেটের মতো টুর্নামেন্ট!’ নিউজিল্য়ান্ড, ভারতের মতো ক্রিকেট বোর্ড ম্যাচ ফি-র ক্ষেত্রে লিঙ্গ বৈষম্য় দূর করেছে। পাকিস্তানের মতো অনেক দেশেই মহিলা ক্রিকেটারদের এখনও বৈষম্য়েই রাখা হয়েছে। পাকিস্তানে মেয়েদের ক্রিকেটের পরিকাঠামোও নেই। পারফরম্য়ান্সেও তার প্রভাব পড়ে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ মুখোমুখি ভারত-পাকিস্তান। দু-দেশের রাজনৈতিক টানাপোড়েনের জেরে আইসিসি কিংবা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের টুর্নামেন্টেই খেলা হয় এখন। গত বছর বার্মিংহ্য়াম কমনওয়েলথ গেমসে শেষ বার মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান মহিলা দল। বিশ্বকাপে ২৮ ম্যাচের মধ্যে এখনও অবধি পাকিস্তান জিতেছে মাত্র ৭ ম্য়াচ। পরিসংখ্য়ান খুবই হতাশাজন। একবারও প্রথম রাউন্ডের বাধা পার করতে পারেনি পাকিস্তান। দেশে মেয়েদের ক্রিকেটের জন্য় সঠিক পরিকাঠামো থাকলে তাঁরা আরও উন্নতি করতে পারতেন, এমনটাই মনে করেন ফাতিমা। বিশ্বকাপের প্রস্তুতিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলেছে পাকিস্তান। ৩টি ওডিআই এবং ২টি টি-টোয়েন্টির প্রত্যেকটিতেই বড় ব্যবধানে হেরেছে তারা। এই হারেও একেবারেই বিচলিত নন ফাতিমা। তাঁর ব্য়ক্তিগত প্রাপ্তি ছিল মেয়েদের ক্রিকেটে কিংবদন্তি অজি অলরাউন্ডার এলিস পেরির থেকে মূল্যবান পরামর্শ। উইমেন্স প্রিমিয়ার লিগে সুযোগ হবে না, বিশ্বকাপে অন্তত ছাপ ফেলার মতো পারফরম্য়ান্স করতে মুখিয়ে পাকিস্তান মহিলা ক্রিকেট দল। সেই প্রত্য়াশা করছেন ফাতিমাও।