আম্পায়ার আটকে লিফ্টে, তা শুনে এমসিজিতে যা করলেন ওয়ার্নার…

AUS vs PAK, Boxing Day Test: ক্রিকেট ম্যাচ বিভিন্ন কারণে একাধিকবার থমকে যেতে দেখেছেন অনেকেই। তবে এমসিজিতে যা ঘটল, তা কখনও কেউ দেখেছেন কিনা বলা মুশকিল। এমসিজিতে চলছে অস্ট্রেলিয়া ও পাকিস্তানের (Australia vs Pakistan) বক্সিং ডে টেস্ট। এই টেস্টের তৃতীয় দিন প্রায় ৬ মিনিটের মতো ম্যাচ বন্ধ রাখতে হয়। কারণ জানলে যে কেউ চমকে যাবেন।

আম্পায়ার আটকে লিফ্টে, তা শুনে এমসিজিতে যা করলেন ওয়ার্নার...
আম্পায়ার আটকে লিফ্টে, তা শুনে এমসিজিতে যা করলেন ওয়ার্নার...

Dec 28, 2023 | 6:00 PM

মেলবোর্ন: ক্রিকেট ম্যাচ বিভিন্ন কারণে একাধিকবার থমকে যেতে দেখেছেন অনেকেই। তবে এমসিজিতে যা ঘটল, তা কখনও কেউ দেখেছেন কিনা বলা মুশকিল। এমসিজিতে চলছে অস্ট্রেলিয়া ও পাকিস্তানের (Australia vs Pakistan) বক্সিং ডে টেস্ট। এই টেস্টের তৃতীয় দিন প্রায় ৬ মিনিটের মতো ম্যাচ বন্ধ রাখতে হয়। কারণ জানলে যে কেউ চমকে যাবেন। আবার অনেকেই অজি ওপেনার ডেভিড ওয়ার্নারের মতো হাসিতে ফেটে পড়তেও পারেন। আসলে আম্পায়ার (Umpire) লিফ্টে আটকে পড়েন বলে এমসিজিতে অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান টেস্টের তৃতীয় দিনের ম্যাচ কিছুক্ষণের জন্য বন্ধ রাখা হয়।

মেলবোর্ন টেস্টের তৃতীয় দিন মধ্যাহ্নভোজের বিরতির পর ঘটনাটি ঘটে। তৃতীয় আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ লিফ্টে আটকে পড়েন। এরপর সম্প্রচারকারী চ্যানেলের পক্ষ থেকে তৃতীয় আম্পায়ারের ফাঁকা আসন দেখানো হয়। মাঠে ওই সময় ক্রিকেটারেরা নেমে পড়েছিলেন। কিন্তু খেলা শুরু হচ্ছিল না। স্বাভাবিকভাবেই মাঠে উপস্থিত দর্শকরা খেলা শুরু হওয়ার আসল কারণ বুঝতে পারছিলেন না।

এরপর ধারাভাষ্যকারদের দৌলতে এমসিজিতে খেলা বন্ধ হওয়ার আসল কারণ প্রকাশ্যে আসে। তাঁরাই জানান, লিফ্টে আটকে পড়েছেন তৃতীয় আম্পায়ার ইলিংওয়ার্থ। এরপর দুই অন ফিল্ড আম্পায়ার মাইকেল গফ ও জোয়েল উইলসন ক্রিকেটারদের পুরো ঘটনাটি জানান। যা শুনে হাসি চেপে রাখতে পারেননি ডেভিড ওয়ার্নার। এমসিজির পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া সাইট X এ বিষয়টি জানানো হয়। এরপর ইলিংওয়ার্থ আবার তৃতীয় আম্পায়ারের আসনে ফিরলে, সেই ভিডিয়োও সোশ্যাল মিডিয়া সাইট X এ তুলে ধরেছে এমসিজি। ইলিংওয়ার্থ নিজের জায়গায় ফেরার পর ফের ম্যাচ শুরু হয়।

সোশ্যাল মিডিয়ায় এই অদ্ভুত ঘটনা নিয়ে জোর চর্চা চলছে। এরই মাঝে Xএ একজন লিখেছেন, ‘যদি কোনও আম্পায়ার লাহোর বা রাওয়ালপিন্ডিতে কোনও লিফ্টে আটকে যেতেন, তা হলে হয়তো বলা হত পাকিস্তান থেকে ক্রিকেট খেলা সরিয়ে নিয়ে যাওয়া হোক। কিন্তু এটা যেহেতু মেলবোর্নে হয়েছে, তাই অনেকে বিষয়টা নিয়ে মজা করছে। কপটতার চূড়ান্ত।’