WTC Team: সেরা টেস্ট একাদশে ভারতের তিন, নেই পাকিস্তানের কেউ!

TeamIndia: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের এই একাদশে ঠাই হয়নি পাকিস্তানের কোনও ক্রিকেটারের।

WTC Team: সেরা টেস্ট একাদশে ভারতের তিন, নেই পাকিস্তানের কেউ!
Image Credit source: twitter
Follow Us:
| Edited By: | Updated on: Mar 21, 2023 | 4:18 PM

নয়াদিল্লি : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগেই সেরা একাদশ ঘোষণা করল উইজডেন। ২০২১ সাল থেকে শুরু হয় দ্বিতীয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় পর্ব। উদ্বোধনী টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল নিউজিল্যান্ড। টানা দ্বিতীয় বার বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপের ফাইনালে উঠেছে ভারতীয় দল। সোমবারই শেষ হয়েছে শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড টেস্ট সিরিজ। এরপরই সেরা একাদশ বেছে নিল উইজডেন। ৭ জুন থেকে ওভালে শুরু ভারত-অস্ট্রেলিয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। এ বছর টেবিলের এক নম্বরে শেষ করেছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় স্থানে ছিল ভারত। ফাইনালের প্রায় তিন মাস আগেই টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করল উইজডেন। এগারো জনের সেই দলে রয়েছেন ভারতের তিন ক্রিকেটার। যদিও বিরাট কোহলি, রোহিত শর্মা, কেএল রাহুলরা সেই দলে সুযোগ পাননি। বিস্তারিত TV9Bangla-য়।

উইজডেনের ঘোষিত সেরা একাদশে ভারতীয় দল থেকে রয়েছেন ঋষভ পন্থ, জসপ্রীত বুমরা এবং রবীন্দ্র জাডেজা। এর মধ্যে পন্থ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে পারবেন না। কয়েক মাস আগেই ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েন ভারতীয় তরুণ কিপার-ব্যাটার। ফিরে আসার প্রবল চেষ্টা চালাচ্ছেন পন্থ। ধীরে ধীরে হাঁটাচলাও শুরু করেছেন ঋষভ। টুর্নামেন্টে ১২ ম্যাচে ৮৬৮ রান করেন পন্থ। ব্যাটিং গড় ৪৩.৪। ২টো সেঞ্চুরি আর ৫টা হাফসেঞ্চুরি করেছেন বাঁ-হাতি কিপার-ব্যাটার। স্ট্রাইক রেট ৮১। ভারতীয় পেসার জসপ্রীত বুমরাও রয়েছেন একাদশে। তবে দীর্ঘ কয়েক মাস ধরেই মাঠের বাইরে তিনি। কোমরের চোটে ভুগছেন বুমরা। অস্ত্রোপচারও হয়েছে। ১০ ম্যাচে ৪৫ উইকেট নেন ভারতীয় পেসার। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পাওয়া যাবে না বুমরাকেও।

এ ছাড়াও উইজডেনের সেরা একাদশে ভারতীয়দের মধ্যে রয়েছেন অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা। ১২ ম্যাচে ৬৭৩ রান করেন বাঁ-হাতি অলরাউন্ডার। ব্যাটিং গড় ৩৭.৩৮। বল হাতে নিয়েছেন ৪৩ উইকেট।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের এই একাদশে ঠাই হয়নি পাকিস্তানের কোনও ক্রিকেটারের। প্রথম ফাইনালিস্ট অস্ট্রেলিয়ার ৪ ক্রিকেটার জায়গা পেয়েছেন এগারো জনের দলে। একনজরে দেখে নেওয়া যাক উইজডেনের বিচারে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সেরা একাদশ : উসমান খোয়াজা (অস্ট্রেলিয়া), দিমুথ করুণারত্নে (শ্রীলঙ্কা), মার্নাস লাবুশেন (অস্ট্রেলিয়া), দীনেশ চণ্ডীমল (শ্রীলঙ্কা), জনি বেয়ারস্টো (ইংল্যান্ড), ঋষভ পন্থ (ভারত), রবীন্দ্র জাডেজা (ভারত), প্যাট কামিন্স (অস্ট্রেলিয়া), কাগিসো রাবাডা (দঃ আফ্রিকা), নাথান লিয়ঁ (অস্ট্রেলিয়া), জসপ্রীত বুমরা (ভারত)।