নয়াদিল্লি: এক বন্ধু অপর বন্ধুর আনন্দে খুশি আর দুঃখে কষ্ট পায়। এই ছবি সকলের পরিচিত। বন্ধুত্বের বন্ধন কোনও বাঁধা মানে না। ভারতের তরুণ তুর্কি তিলক ভার্মা (Tilak Verma) এবং দক্ষিণ আফ্রিকার রাইজিং স্টার ডিওয়াল্ড ব্রেভিসের (Dewald Brevis) বন্ধুত্ব বিরাট গভীর। আইপিএল ফ্র্যাঞ্চাইজি মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলতে গিয়ে দু’জনের বন্ধুত্ব। এ বার তা দিন দিন গাঢ় হচ্ছে। চলতি অগস্টে ভারতের হয়ে টি-২০ ক্রিকেটে ডেবিউ হয়েছিল তিলকের। এরপর বন্ধু তিলককে ভিডিয়ো কল করে শুভেচ্ছা জানিয়েছিলেন ব্রেভিস। শুধু তাই নয়, অজিদের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার টি-২০ সিরিজের দলে ডাক পান ব্রেভিস। এর পর বন্ধুকে শুভেচ্ছা জানাতে ভোলেননি তিলক। এ বার প্রোটিয়া দলে ব্রেভিসের ডেবিউ হতেই উচ্ছ্বাসে মাততে দেখা গেল তিলককে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
এশিয়া কাপের জন্য বর্তমানে শ্রীলঙ্কায় তিলক ভার্মা। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ভারতের জার্সিতে টি-২০ ডেবিউ ম্যাচ খেলেছেন তিলক। এ বার এশিয়া কাপে তাঁর ওডিআই ডেবিউ হওয়ার পথে। তার আগে অবশ্য বন্ধু ব্রেভিসের দক্ষিণ আফ্রিকা টিমে ডেবিউ হওয়ায় বিরাট উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গিয়েছে তিলক ভার্মাকে। ভারতীয় তারকা ক্রিকেটার সূর্যকুমার যাদব ইন্সটাগ্রামে তিলকের প্রতিক্রিয়ার ভিডিয়ো শেয়ার করেছেন। যেখানে দেখা গিয়েছে, যে সময় ডেবিউ ক্যাপ হাতে তুলে নিয়েছেন ব্রেভিস তখন টেলিভিশনের সামনে এক গাল হাসিমুখে বন্ধুকে শুভেচ্ছা জানাচ্ছেন তিলক।
The reaction of Tilak Varma when Dewald Brevis announced to be making his debut.
– The super bond of Tilak and Brevis! pic.twitter.com/UshiTsyGnp
— Mufaddal Vohra (@mufaddal_vohra) August 30, 2023
জাতীয় দলে ডেবিউ ম্যাচে অবশ্য খুব বেশি রান করতে পারেননি ডিওয়াল্ড ব্রেভিস। ৬ বলে মাত্র ৫ রান করেন ব্রেভিস। দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়ার তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচ প্রসঙ্গে বলতে গেলে, টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় প্রোটিয়ারা। প্রথমে ব্যাটিং করে ৬ উইকেট হারিয়ে ২২৬ রান করে অজিরা। রান তাড়া করতে গিয়ে ১৫.৩ ওভারে ১১৫ রান তুলে অল আউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। ১১১ রানের বিরাট ব্যবধানে জিতে সিরিজে ১-০ এগিয়ে গিয়েছে অজিরা।