অনেকেই ভাগ্য মানেন, কেউ বা মানেন না। তবে এই আউট দেখে দুটো জিনিস বলা যায়, প্রথমত সচেতনতার অভাব, অসতর্কতা কিংবা ভাগ্য! কাউন্টি চ্যাম্পিয়নশিপে একটি আউট এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। হবে নাই বা কেন! একজন ব্যাটার অনবদ্য একটা ছয় মারলেন। বল উড়ে গেল গ্যালারিতে। আম্পায়ার ছয়ের সিগন্যালও দিলেন। কিন্তু তিনি আউট হয়ে গেলেন। বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে মিডলসেক্স বনাম ওয়ারউইকশায়ারের ম্যাচ। মিডলসেক্স অধিনায়ক টবি রোল্যান্ড-জোন্স ব্যাট করছিলেন। বার্মিংহ্যামে কাউন্টি চ্যাম্পিয়নশিপের প্রথম ডিভিশনের ম্যাচ। মিডলসেক্স অধিনায়ক টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন। তাঁর এই সিদ্ধান্ত কাজে লাগে। প্রথম ইনিংসে ওয়ারউইকশায়ারকে মাত্র ৬০ রানে অলআউট করে মিডলসেক্স। যদিও প্রথম ইনিংসে ব্যাপক সমস্যায় পড়ে মিডলসেক্সও। মাত্র ৭৭ রানেই ছয় উইকেট হারায় তারা।
কঠিন পরিস্থিতিতে অর্ধশতরান করেন মিডলসেক্সের রায়ান হিগিন্স। দলের স্কোর ১০০ পেরিয়ে যায়। নয় নম্বরে ব্যাট করতে আসেন অধিনায়ক টবি রোল্যান্ড জোন্স। বিধ্বংসী মেজাজে ব্যাট করতে শুরু করেন তিনি। প্রথম ১৪ বলে ২১ রান করেন। মাল্টি-ডে ম্যাচে এরকম ব্যাটিং সাধারণত হয় না। তবে ১৫তম ডেলিভারির সামনা করার সময়ই মারাত্মক ভুল হল। এ বার সেটাকে অসচেতনতা, অসতর্কতা কিংবা দুর্ভাগ্য, অনেক কিছুই বলা যেতে পারে।
Out hit wicket?!
Toby Roland-Jones thinks he has planted the ball for six but knocks the bails off in his follow-through #LVCountyChamp pic.twitter.com/c0tJoutjr3
— LV= Insurance County Championship (@CountyChamp) July 25, 2023
বিধ্বংসী ব্যাটিং চালিয়ে যাওয়াই লক্ষ্য ছিল টবি রোল্যান্ড জোন্সের। ১৫ তম ডেলিভারিতে বিশাল ছয় মারেন। বল গ্যালারিতে। আম্পায়ার ছয়ের সিগন্যালের জন্য দু-হাত উঁচু করে দাঁড়িয়ে। এমন সময় ওয়ারউইকশায়ার কিপার এবং ক্লোজ ইন ফিল্ডাররা আম্পায়ারের দৃষ্টি আকর্ষণ করেন। দেখা যায় লেগ ও মিডল স্টাম্পের বেল পড়ে গিয়েছে।
রিপ্লে-তে ধরা পড়ে আসল ঘটনা। টবি ছয় মারার পর পিছিয়ে ছিলেন। ব্যাটের ফলো থ্রু-তে উইকেটের কথা ভুলেই গিয়েছিলেন। ব্যাটে লেগে বেলও পড়ে। হিট উইকেট হন মিডলসেক্স ক্যাপ্টেন টবি রোল্যান্ড জোন্স। কাউন্টি চ্যাম্পিয়নশিপের সোশ্যাল মিডিয়া পেজে সেই ভিডিয়ো শেয়ার করা হয়। এরপরই সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ছড়িয়ে পড়ে ভিডিয়োটি।