
ধরমশালা: ভারতে আইপিএল (IPL) খেলার সুবাদে একাধিক বিদেশি ক্রিকেটার এখানকার পরিবেশের সঙ্গে পরিচিত। আইপিএলে খেলার জন্য চলতি বিশ্বকাপে তাই বেশ সুবিধে পাচ্ছেন এমন ক্রিকেটারদের তালিকায় রয়েছেন অনেকেই। কিউয়ি ক্রিকেটার মিচেল স্যান্টনার (Mitchell Santner) আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেন। সেই সুবাধে ভারতের একাধিক মাঠ সম্পর্কে অবগত তিনি। যে কারণে চলতি বিশ্বকাপে (ICC World Cup 2023) কিউয়ি স্পিনার দাপট দেখাচ্ছেন। ৪ ম্যাচে ১১টি উইকেট ঝুলিতে ভরেছেন স্যান্টনার। কেন উইলিয়ামসনের অনুপস্থিতিতে কিউয়ি দলের ভারপ্রাপ্ত অধিনায়ক টম ল্যাথাম যে কারণে স্যান্টনারের ভারতের পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার ব্যাপারে বলেছেন। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
মিচেল স্যান্টনার এ বারের ওডিআই বিশ্বকাপে এখনও অবধি সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন। টম ল্যাথাম ভারতের বিরুদ্ধে ম্যাচের আগে স্যান্টনারকে নিয়ে বলেছেন, ‘অনেক বছর ধরে ও আমাদের দলের গুরুত্বপূর্ণ সদস্য। ভারতে ও আইপিএলে খেলেছে অনেক গুলো বছর। তাই এই পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে ওর সমস্যা হয় না। দীর্ঘদিন ধরে চেন্নাই সুপার কিংসের সদস্য ও। আমরা সকলেই তাই ওকে দেখেছি কী ভাবে এই পরিবেশের সঙ্গে ও মানিয়ে নেয়। এই পরিবেশে টার্ন, বাউন্স সবই রয়েছে ওর বলে। যা ওকে ভয়ংকর করে তুলেছে। এই টুর্নামেন্টে ও দারুণ ছন্দে রয়েছে। ভারতের বিরুদ্ধেও আশা করি আমরা ওকে এই ফর্মেই দেখতে পাব।’
টম ল্যাথাম জানান, কিউয়িরা ধীরে ধীরে ভারতের পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়েছে। নয়নাভিরাম ধরমশালায় কিউয়িরা খুব একটা খেলেনি। এই নিয়ে টম ল্যাথাম বলেন, ‘আমরা ধরমশালায় খুব বেশি ক্রিকেট খেলিনি। তাই ওখানকার পরিবেশের সঙ্গে যত দ্রুত সম্ভব মানিয়ে নেওয়া যায়, সেটাই আমাদের জন্য ভালো। ভারতের পরিবেশ অনুযায়ী আমাদের পরিকল্পনাও সাজাচ্ছি।’
আইসিসি ইভেন্টে, বিশেষ করে ওডিআই বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে পাল্লা ভারী নিউজিল্যান্ডের। বিশ্বকাপের মঞ্চে মোট ৯ বারের সাক্ষাতে নিউজিল্যান্ড জিতেছে ৫ বার আর ভারত ৩ বার। ১টি অমীমাংসিত। এই পরিসংখ্যান প্রসঙ্গে ল্যাথাম বলেন, ‘সত্যি বলতে কী এই বিষয়ে কিছু বলা যায় না। ওরা অসাধারণ একটা দল। একটা দীর্ঘ সময় ধরে দারুণ ক্রিকেট খেলছে ওরা। আইসিসি ইভেন্টে আমরা বেশ কয়েকটা দারুণ ম্যাচে মুখোমুখি হয়েছি। দ্বিপাক্ষিক সিরিজেও হোম ও অ্যাওয়ে ম্যাচে আমাদের সাক্ষাৎ হয়েছে। অতীতের পরিসংখ্যান যাই হোক না কেন, দুই দলই এগিয়ে যেতে চাইবে।’