T20 World Cup: ক্যাচ মিসের ফুলঝুরি, ওয়ার্ম আপ ম্যাচে ইংল্যান্ডের কাছে হার পাকিস্তানের

Pakistan vs England: বৃষ্টিতে এই ম্যাচে এক ওভার কমেছিল। বোলিংয়ে অবশ্য নজর কাড়লেন তরুণ বাঁ হাতি পেসার শাহিন আফ্রিদি।

T20 World Cup: ক্যাচ মিসের ফুলঝুরি, ওয়ার্ম আপ ম্যাচে ইংল্যান্ডের কাছে হার পাকিস্তানের
Image Credit source: twitter
Follow Us:
| Edited By: | Updated on: Oct 17, 2022 | 6:14 PM

ব্রিসবেন : নিউজিল্যান্ডের মাটিতে সদ্য ত্রিদেশীয় সিরিজ জিতেছে পাকিস্তান (Pakistan)। আয়োজক নিউজিল্যান্ড ছাড়াও ছিল বাংলাদেশ। অনেকটা আত্মবিশ্বাস সঙ্গী করেই অস্ট্রেলিয়ায় পা রেখেছিল বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান। বিশ্বকাপের সুপার ১২ (T20 World Cup 2022) পর্বে খেলবেন বাবররা। তবে অস্ট্রেলিয়ায় টি২০ বিশ্বকাপে শুরুতেই ধাক্কা। সুপার ১২ পর্বে পাকিস্তানের প্রথম ম্যাচ ভারতের বিরুদ্ধে (India vs Pakistan)। এমসিজি-তে ২৩ অক্টোবর বিশ্ব ক্রিকেটের মহারণ। তার আগে এদিন অফিসিয়াল ওয়ার্ম আপ ম্যাচে ইংল্যান্ডের কাছে হারল পাকিস্তান। ব্যাটিংয়ের পাশাপাশি মূলত ফিল্ডিংই ডোবাল তাদের। এক ঝাঁক ক্যাচ মিস। সেখান থেকে ম্যাচ জেতা কঠিন। বৃষ্টিতে এই ম্যাচে এক ওভার কমেছিল। বোলিংয়ে অবশ্য নজর কাড়লেন তরুণ বাঁ হাতি পেসার শাহিন আফ্রিদি। ম্যাচের বিস্তারিত তুলে ধরল TV9Bangla

টসে জিতে রান তাড়ার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার বড় মাঠে বাউন্ডারি মারা সহজ নয়। রানিং বিটউইন দ্য উইকেট খুবই গুরুত্বপূর্ণ। পাকিস্তানের ব্যাটিং লাইন আপ পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারল না। ওপেনার শান মাসুদ ২২ বলে ৩৯ রানে ফেরেন। শুরু ভালো না হওয়ায় রানিং বিটউইন দ্য উইকেটে জোর দেওয়ার চেষ্টা করেন। সেখানেও ভুল বোঝাবুঝি। পাকিস্তান ইনিংসে জোড়া রান আউট। শান মাসুদের ৩৯ রানই ইনিংসের সর্বাধিক। নির্ধারিত ১৯ ওভারে ৮ উইকেটে ১৬০ রান করে পাকিস্তান। ইংল্যান্ডের হয়ে দুটি উইকেট ডেভিড উইলির। পার্টটাইম স্পিনার লিয়াম লিভিংস্টন ২ ওভারে মাত্র ৮ রান দিয়ে ১ উইকেট নেন। শাহিন আফ্রিদি ২ ওভারে মাত্র ৭ রান দেন।

রান তাড়ায় শুরুতেই হোঁচট খায় ইংল্যান্ড। দুই ওপেনার ফিল সল্ট ১ রানে ফেরেন। অ্যালেক্স হেলস ডট বলের চাপে পড়েন। লেগ স্পিনার শাদাব খানের বোলিংয়ে ১৩ বলে ৯ রানে ফেরেন। ইংল্যান্ডের ব্যাটিং গভীরতা প্রশ্নাতীত। তিনে নামা বেন স্টোকস ১৮ বলে ৩৬, লিয়াম লিভিংস্টন ১৬ বলে ২৮ রান করেন। শেষ দিকে তরুণ ব্যাটার হ্যারি ব্রুক ২৪ বলে ৪৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। যোগ্য সঙ্গ দেন অলরাউন্ডার স্যাম কারান। ১৪ বলে ৩৩ রানের ইনিংস। এই অবিচ্ছিন্ন জুটির সৌজন্যে ২৬ বল বাকি থাকতেই ৬ উইকেটে জয়।