Cricket World Cup: ওডিআই বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক রান করেছে কোন দল জানেন?
ICC World Cup: ৫ অক্টোবর শুরু হতে চলেছে ২০২৩ সালের ওডিআই বিশ্বকাপ। টি-২০ ক্রিকেটে আজকাল প্রায়শই দু'শোর বেশি রান উঠছে। ওডিআই ক্রিকেটেও একাধিক ম্যাচে প্রচুর রান উঠেছে। দেখে নিন ওডিআই বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি রান করা ১০ দলের তালিকা...

কলকাতা: দেখতে দেখতে আরও একটা ওডিআই বিশ্বকাপের (Cricket World Cup) সাক্ষী হতে চলেছে ক্রিকেট প্রেমীরা। ৫ অক্টোবর শুরু হতে চলেছে ২০২৩ সালের ওডিআই বিশ্বকাপ। টি-২০ ক্রিকেটে আজকাল প্রায়শই দু’শোর বেশি রান উঠছে। ওডিআই ক্রিকেটেও একাধিক ম্যাচে প্রচুর রান উঠেছে। ওডিআই ম্যাচে এখনও অবধি সর্বাধিক রান করা দল ইংল্যান্ড। ২০২২ সালের ১৭ জুন নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৪৯৮-৪ রান করেছিল ইংল্যান্ড। এ তো গেল আন্তর্জাতিক ওডিআই ম্যাচের সর্বাধিক রান করা দলের কথা। আর ওডিআই বিশ্বকাপের (ICC World Cup) ইতিহাসে সবচেয়ে বেশি রান করেছিল কোন দল জানেন? TV9Bangla Sports এর এই প্রতিবেদনে জেনে নিন বিস্তারিত।
ওডিআই বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি রান করা ১০ দলের তালিকা —
১. সালটা ছিল ২০১৫। তারিখ ৪ মার্চ। পারথে ওডিআই বিশ্বকাপের ম্যাচে অস্ট্রেলিয়া করেছিল ৪১৭-৬ রান। প্রতিপক্ষ ছিল আফগানিস্তান।
২. ওডিআই বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সর্বাধিক দলগত রান রয়েছে টিম ইন্ডিয়ার। ২০০৭ সালের ১৯ মার্চ ভারত ৪১৩-৫ রান করেছিল। প্রতিপক্ষ ছিল বারমুডা।
৩. এই তালিকায় তিন নম্বরে থাকা দল দক্ষিণ আফ্রিকা। ২০১৫ সালের ৩ মার্চ প্রোটিয়ারা ওডিআই বিশ্বকাপের ম্যাচে ৪১১-৪ রান করেছিল। প্রতিপক্ষ ছিল আয়ার্ল্যান্ড।
৪. এই তালিকায় ৪ নম্বরেও রয়েছে দক্ষিণ আফ্রিকা। ২০১৫ সালের ২৭ ফেব্রুয়ারি প্রোটিয়ারা করেছিল ৪০৮-৫ রান। আর প্রতিপক্ষ ছিল ওয়েস্ট ইন্ডিজ।
৫. ১৯৯৬ সালের ৬ মার্চ ওডিআই বিশ্বকাপের ম্যাচে শ্রীলঙ্কা করেছিল ৩৯৮-৫ রান। সে বার শ্রীলঙ্কার প্রতিপক্ষ ছিল কেনিয়া।
৬. ২০১৯ সালের ১৮ জুন ইংল্যান্ড আইসিসি ওডিআই বিশ্বকাপের ম্যাচে ৩৯৭-৬ রান করেছিল। প্রতিপক্ষ ছিল আফগানিস্তান।
৭. ওডিআই বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি রান করা দলের তালিকায় সাত নম্বরে রয়েছে নিউজিল্যান্ড। কিউয়িরা ২০১৫ সালের ২১ মার্চ ৩৯৩-৬ রান করেছিলাম। প্রতিপক্ষ ছিল ওয়েস্ট ইন্ডিজ।
৮. ২০১৯ সালের ৮ জুন ইংল্যান্ড ওডিআই বিশ্বকাপের ম্যাচে ৩৮৬-৬ রান করেছিল। তাদের প্রতিপক্ষ ছিল বাংলাদেশ।
৯. ২০১৯ সালের ক্রিকেট বিশ্বকাপে ২০ জুন অস্ট্রেলিয়া ৩৮১-৫ রান করেছিল। সে বার অজিদের প্রতিপক্ষ ছিল বাংলাদেশ।
১০. ওডিআই বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি রান করা দলের তালিকায় ১০ নম্বরে রয়েছেন অস্ট্রেলিয়া। সে বার অজিরা ৩৭৭-৬ রান করেছিল। প্রতিপক্ষ ছিল দক্ষিণ আফ্রিকা।
