আমেদাবাদ: দেখতে দেখতে ২০২৩ আইপিএল (IPL 2023) একেবারে শেষ পর্যায়ে। রবিবার দু’মাসের টি-২০ ক্রিকেট উৎসবের অন্তিম দিন। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রবি-সন্ধ্যায় মেগা ফাইনাল। মুখোমুখি চেন্নাই সুপার কিংস এবং গুজরাট টাইটান্স। গুজরাট (Gujarat Titans) দল পুরো মরসুম জুড়ে শক্তিশালী পারফরম্যান্স করেছে। ফাইনালে সিএসকের সামনে কঠিন চ্যালেঞ্জ। কারণ দলে একাধিক ম্যাচ উইনার। যাঁদের একটি ইনিংস, একটি স্পেল ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। ফাইনালে গুজরাটের এই পাঁচ ক্রিকেটার সিএসকে-র (CSK vs GT) প্রতিটি পরিকল্পনাকে ব্যর্থ করে দিতে তৈরি। বিস্তারিত রইল TV9 Bangla Sports–র এই প্রতিবেদনে।
বিপদের বড় নাম শুভমন গিল
এই তালিকায় প্রথম নাম আসে ওপেনার ব্যাটার শুভমন গিলের। আইপিএলের ১৬ তম আসরে দুর্দান্ত ফর্মে রয়েছেন শুভমন। এই মরসুমে এখনও পর্যন্ত মোট তিনটি সেঞ্চুরি। ২০২৩ আইপিএলে-এ, তিনি দলের হয়ে ১৬টি ম্যাচ খেলেছেন। ১৫৬.৪৩ স্ট্রাইক রেটে ৮৫১ রান। গিল যদি ফাইনালে সিএসকে-র বিরুদ্ধে ব্যাটে ঝড় তোলেন, তাহলে মহেন্দ্র সিং ধোনির পরিকল্পনা অনেকটাই জলে যাবে। ঘরের মাঠে ভয়ঙ্কর গিল। কোনও বোলারকেই রেয়াত করেন না। সিএসকে বোলারদেরও একই দুর্দশা করতে চান গুজরাট ওপেনার।
সেনসেশনাল সামি
বোলিংয়ে গুজরাটের সবচেয়ে বড় অস্ত্র মহম্মদ সামি। চলতি মরসুমে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি উইকেট নেওয়ার নিরিখে প্রথম স্থানে রয়েছেন তিনি। সামি নতুন ও পুরনো বলে উইকেট নিতে পারদর্শী। সিএসকে-র বিরুদ্ধে ফাইনালে সামির জাদু চললে সিএসকের কপালে দুঃখ আছে। সামির ঝুলিতে এখনও পর্যন্ত রয়েছে ২৮টি উইকেট।
রশিদের ‘ঘূর্ণি’ঝড়
আফগান স্পিনার রশিদ খানের স্পিনের জাদু দেখেছে গোটা বিশ্ব। নকআউটে আরও বিপজ্জনক হয়ে ওঠেন রশিদ। এই মরসুমে রশিদ খানের মোট উইকেট ২৭টি। এমনকী সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিও রশিদের সামনে প্যাঁচে পড়ে যান। ফাইনালে রশিদ খানের জাদু চলতে থাকলে চেন্নাই শিবিরে অন্ধকার নেমে আসা নিশ্চিত। রশিদ শুধু বোলিং নয়, ব্যাটিংয়েও দাপট দেখাতে পারেন। এর প্রমাণ মিলেছে।
মোহিতে মোহিত
২০২৩ আইপিএলে মোহিত শর্মা গুজরাটের হয়ে তাঁর কেরিয়ারের দ্বিতীয় সুযোগ পেয়েছেন। বিস্মৃতিতে হারিয়ে যাওয়া মোহিতের দুর্দান্ত কামব্যাক। দলকে ফাইনালে নিয়ে যেতে তাঁর ভূমিকা অনবদ্য। ফাইনালের আগে পর্যন্ত মোহিতের উইকেট সংখ্যা ২৪টি । দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে ১০ রানের বিনিময়ে ৫ উইকেট তুলে নেন। মোহিত ভয় ধরাচ্ছেন চেন্নাই শিবিরে।
ক্যাপ্টেন হার্দিক
হার্দিকের ঠান্ডা মাথার নেতৃত্ব সুপারহিট। অনেকে তাঁর ক্যাপ্টেন্সির সঙ্গে মহেন্দ্র সিং ধোনির ছায়া খুঁজে পান। গত মরসুমে নেতা হার্দিকের হাত ধরে গুজরাট অভিষেকেই চ্যাম্পিয়ন হয়েছিল আইপিএলের। এ বারও দলকে ফাইনালে নিয়ে গিয়েছেন। দুই অধিনায়কের কুল কুল মস্তিষ্কের লড়াইয়ে কে বাজিমাত করেন সেদিকেই থাকবে চোখ।