India vs West Indies: ক্যারিবিয়ানদের প্রথম ওডিআইতে নাকানিচোবানি খাওয়াতে তৈরি সূর্য-উমরানরা

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jul 27, 2023 | 9:00 AM

IND vs WI, 1st ODI: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে গত আট এডিআই ম্যাচের একটিতেও হারেনি ভারত। ক্যারিবিয়ান টিমের কাছে ভারত শেষ বার হেরেছিল ২০১৯ সালের ডিসেম্বরে। এ বার দেখার রোহিত শর্মার ভারতকে প্রথম ওডিআইতে হোপ-হেটমায়াররা হারাতে পারেন কিনা।

India vs West Indies: ক্যারিবিয়ানদের প্রথম ওডিআইতে নাকানিচোবানি খাওয়াতে তৈরি সূর্য-উমরানরা
India vs West Indies: ক্যারিবিয়ানদের প্রথম ওডিআইতে নাকানিচোবানি খাওয়াতে তৈরি সূর্য-উমরানরা
Image Credit source: Twitter

Follow Us

বার্বাডোজ: ক্যারিবিয়ানদের বিরুদ্ধে এ বার অ্যাকশনে মেন ইন ব্লু। সাদা জার্সি গুটিয়ে রেখে দিয়েছেন বিরাট কোহলিরা। এ বার নীল জার্সিতে মাঠে নামবেন ভারতের ক্রিকেটাররা। আজ, ২৭ জুলাই থেকে শুরু ভারত-ওয়েস্ট ইন্ডিজ ওডিআই সিরিজ। টেস্ট সিরিজ জিততে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। এ বার দেখার ওডিআই সিরিজে কী করেন শেই হোপরা। এই ওডিআই সিরিজ থেকে ভারত আইসিসি ক্রিকেট বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দেবে। আর এ বারের বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ফলে তারা এই সিরিজে নিজেদের যোগ্যতা প্রমাণ করার চেষ্টা করবে। ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের (India vs West Indies) প্রথম ওডিআইতে শিমরন হেটমায়ার, শেই হোপদের কাছে কাঁটা হয়ে উঠতে পারেন যে ৫ ক্রিকেটার, বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে গত আট এডিআই ম্যাচের একটিতেও হারেনি ভারত। ক্যারিবিয়ান টিমের কাছে ভারত শেষ বার হেরেছিল ২০১৯ সালের ডিসেম্বরে। এ বার দেখার রোহিত শর্মার ভারতকে প্রথম ওডিআইতে হোপ-হেটমায়াররা হারাতে পারেন কিনা। তার আগে জেনে নিন ভারত-ওয়েস্ট ইন্ডিজ প্রথম ওডিআইতে হোপদের সামনে কাঁটা হতে পারেন যে ৫ ভারতীয় ক্রিকেটার, তাঁরা হলেন —

  1. বিরাট কোহলি – ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে সেঞ্চুরি করেছিলে বিরাট কোহলি। তিনি দুরন্ত ছন্দে রয়েছেন। ফলে ওডিআই সিরিজেও কোহলির সেই তেজ দেখতে পাওয়া যেতে পারে। তিনি একা হাতে ভারতকে ম্যাচ জেতানোর ক্ষমতাও রাখেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৪২টি ওডিআই ম্যাচে বিরাট কোহলি করেছেন ২২৬১ রান। এ বার দেখার তিনি এই সিরিজে কেমন পারফর্ম করেন।
  2. হার্দিক পান্ডিয়া – ওডিআই সিরিজে রোহিত শর্মার ডেপুটি হার্দিক পান্ডিয়া। তাঁর অলরাউন্ড দক্ষতা ভারতকে কঠিন পরিস্থিতি থেকে বের করতে পারে। প্রয়োজনে বোলিং দিয়ে ম্যাচ নিয়ন্ত্রণ করতে পারেন হার্দিক। আবার ব্যাটিংয়েও পারদর্শী তিনি। দলের প্রয়োজনে তাঁর ক্যামিও ইনিংও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
  3. সূর্যকুমার যাদব – ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ওডিআইতে সূর্যকুমার যাদবের দিকেও নজর রাখতে হবে। তাঁর ৩৬০ ডিগ্রি ব্যাটিং শৈলি ওয়েস্ট ইন্ডিজের বোলারদের জন্য সমস্যা তৈরি করতে পারে।
  4. উমরান মালিক – ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ওডিআইতে ভারতীয় পেসার উমরান মালিকের দিকেও বিশেষ নজর থাকবে। এই ওডিআই সিরিজে সুযোগ পেলে গতির ঝড় তোলা উমরান যদি কাজে লাগাতে পারেন তা হলে তিনি ওডিআই বিশ্বকাপের জন্য নির্বাচকদের নজরে চলে আসতে পারেন। এ বারের আইপিএলে উমরানের নজরকাড়া পারফর্ম্যান্স দেখা যায়নি। কিন্তু তার পরও তিনি নিজেকে প্রমাণ করার সুযোগ পাচ্ছেন। এ বার তাঁর আসল পরীক্ষা। এখনও অবধি ভারতের হয়ে ৮টি ওডিআই ম্যাচে খেলেছেন তিনি। উইকেট প্রাপ্তি ১৩টি। সেরা বোলিং ৩/৫৭। ইকোনমি রেট – ৬.৪৫।
  5. মহম্মদ সিরাজ – নিঃসন্দেহ বলা যায় মহম্মদ সিরাজই এখন টিম ইন্ডিয়ার বোলিং আক্রমণের নেতা। সিরাজ তাঁর বোলিংয়ে ধারাবাহিকভাবে গত কয়েক বছর ধরে উন্নতি করেছেন। তাঁর বাউন্সার এবং ফাস্ট বোলিং ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইন আপের জন্য বড় মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়াতে পারে। এখনও অবধি তিনি ভারতের হয়ে ২৪টি ওডিআই ম্যাচে খেলেছেন। তাতে ১১১৮ বল করে ৪৩টি উইকেট নিয়েছেন। সেরা বোলিং ৪/৩২। ইকোনমি : ৪.৭৮।
Next Article