ICC World Cup 2023: বিশ্বকাপের পয়েন্ট টেবল থেকে শুরু করে ব্যাটে-বলেও শাসন জারি অস্ট্রেলিয়ার

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Oct 26, 2023 | 9:55 AM

ICC ODI World Cup 2023: চলতি ওডিআই বিশ্বকাপে অস্ট্রেলিয়া জোড়া ম্যাচ হারার পর জয়ের হ্যাটট্রিক করল। এই নিয়ে টানা ৩ জিতে পয়েন্ট টেবলেও উন্নতি করেছে প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া। আজ চিন্নাস্বামীতে বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি জস বাটলারের ইংল্যান্ড এবং কুশল মেন্ডিসের শ্রীলঙ্কা। দুই দলই সেমিফাইনালের লড়াইয়ের জন্য আজকের ম্যাচ জিততে চায়।

ICC World Cup 2023: বিশ্বকাপের পয়েন্ট টেবল থেকে শুরু করে ব্যাটে-বলেও শাসন জারি অস্ট্রেলিয়ার
বিশ্বকাপের পয়েন্ট টেবল থেকে শুরু করে ব্যাটে-বলেও শাসন জারি অস্ট্রেলিয়ার
Image Credit source: PTI

Follow Us

কলকাতা: বিশ্বকাপের (ICC World Cup 2023) আসর জমে উঠেছে। সেমিফাইনালে জায়গা পাকা করতে উঠে পড়ে লেগেছে সব দলগুলি। টানা ৫ জয়ে পয়েন্ট টেবলের শীর্ষস্থান ধরে রেখেছে ভারত। সেমিফাইনালের জন্য প্রথম চার দল হবে কারা, তার জন্য প্রতি ম্যাচের পরই পয়েন্ট টেবলে ওঠানামা হচ্ছে। দিল্লিতে নেদারল্যান্ডসকে রেকর্ড ব্যবধানে অস্ট্রেলিয়া (Australia) হারানোর পর পয়েন্ট টেবলে উন্নতি হয়েছে প্যাট কামিন্সের দলের। তবে শুধু পয়েন্ট টেবলেই নয়। ব্যাটে-বলেও শাসন করা শুরু করেছেন ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন দলের ক্রিকেটাররা। যে কারণে বিশ্বকাপের পয়েন্ট টেবল থেকে শুরু করে ব্যাটে-বলেও শাসন জারি অস্ট্রেলিয়ার। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

ডাচদের ৩০৯ রানের বিরাট ব্যবধানে হারানোর পর চলতি বিশ্বকাপের পয়েন্ট টেবলের চার নম্বরে উঠেছে অস্ট্রেলিয়া। ৫ ম্যাচে ৩টি জয় ও ২টি হারের পর ৬ পয়েন্ট রয়েছে অজিদের ঝুলিতে। আপাতত বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করা ক্রিকেটারদের তালিকায় শীর্ষে রয়েছেন দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি’কক। কিন্তু এই তালিকায় উন্নতি করেছেন অজি ওপেনার ডেভিড ওয়ার্নার। পরপর ২ ম্যাচে জোড়া সেঞ্চুরি করে সবচেয়ে বেশি রান করা ব্যাটারদের তালিকায় তিন নম্বরে পৌঁছে গিয়েছেন ওয়ার্নার। ৫ ম্যাচে তিনি করেছেন ৩৩২ রান। এই তালিকায় শীর্ষে থাকা ডি’কক করেছেন ৪০৭ রান। দ্বিতীয় স্থানে থাকা বিরাট কোহলি করেছেন ৩৫৪ রান। এবং ৪ নম্বরে থাকা ভারত অধিনায়ক রোহিত শর্মা ৫ ম্যাচে করেছেন ৩১১ রান। ৫ ম্যাচে ৩০২ রান করে পাঁচ নম্বরে রয়েছেন পাকিস্তানের উইকেট কিপার ব্যাটার মহম্মদ রিজওয়ান।

ডাচদের বিরুদ্ধে ৪ উইকেট নেওয়ার পর বিশ্বকাপে এখনও অবধি সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলারদের তালিকায় শীর্ষে উঠে এসেছেন অজি স্পিনার অ্যাডাম জাম্পা। বিশ্বকাপে ৫ ম্যাচে তাঁর ঝুলিতে এসেছে ১৩টি উইকেট। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনার। ৫ ম্যাচে তিনি নিয়েছেন ১২টি উইকেট। তৃতীয় স্থানে রয়েছেন শ্রীলঙ্কার দিলশান মধুশঙ্কা। ৪ ম্যাচে তাঁর প্রাপ্তি ১১ উইকেট। ভারতের তারকা পেসার জসপ্রীত বুমরা এই তালিকার চার নম্বরে রয়েছেন। ৫ ম্যাচে বুমরা নিয়েছেন ১১ উইকেট। মিচেল স্যান্টনারের সতীর্থ ম্যাট হেনরি ১০ উইকেট নিয়ে বিশ্বকাপে এখনও অবধি সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলারদের তালিকায় পাঁচ নম্বরে রয়েছেন।

Next Article