কলকাতা : আইপিএলের ইতিহাসে সর্বাধিক স্কোরের রেকর্ড এখনও অবধি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের দখলেই। ২৬৩ রানের বিশাল স্কোর গড়েছিল তারা। পুনে ওয়ারিয়র্সের বিরুদ্ধে সেই ম্যাচে ১৭৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন ক্রিস গেইল। তেমনই আইপিএলের ইতিহাসে সর্বনিম্ন স্কোরের রেকর্ডও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের দখলেই। রবিবার ডাবল হেডারে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল রাজস্থান রয়্যালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। অল্পের জন্য সর্বনিম্ন স্কোরের ‘রেকর্ড’ রক্ষা পেল। ঘরের মাঠে আরসিবির কাছে ১১২ রানের বিশাল ব্যবধানে হার রাজস্থান রয়্যালসের। প্রথমে ব্যাট করে রাজস্থান রয়্যালসকে ১৭২ রানের লক্ষ্য দেয় আরসিবি। এর আগের ম্যাচে ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে দাপুটে জয় ছিনিয়ে নিয়েছিল রাজস্থান। যদিও আরসিবির ১৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে রাজস্থান ইনিংস শেষ মাত্র ৫৯ রানেই। একটা সময় মনে হচ্ছিল, আরসিবির রেকর্ডও ভেঙে যেতে পারে। আইপিএলের ইতিহাসে সেরা পাঁচ সর্বনিম্ন স্কোর কাদের! TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে রইল বিস্তারিত।
আইপিএল শুরু হয়েছিল ২০০৮ সালে। আর আইপিএলের ইতিহাসে সর্বনিম্ন স্কোরের নজির হয়েছে ২০১৭ সালে। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে মাত্র ৪৯ রানে অলআউট হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ২০১৭ সালের ২৩ এপ্রিল এই স্কোর গড়েছিল আরসিবি।
আইপিএলের ইতিহাসে দ্বিতীয় ও তৃতীয় সর্বনিম্ন স্কোর রাজস্থান রয়্যালসের দখলে। ২০০৯ সালের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ৫৮ রানে অলআউট হয়েছিল রাজস্থান রয়্যালস। তেমনই এ দিন তৃতীয় সর্বনিম্ন স্কোরও গড়ল রাজস্থান। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে রান তাড়ায় ১০.৩ ওভারে ৫৯ রানেই অলআউট রাজস্থান রয়্যালস।
আইপিএলের ইতিহাসে চতুর্থ সর্বনিম্ন স্কোর দিল্লি ডেয়ারডেভিলসের নামে। বর্তমানে এই দল দিল্লি ক্যাপিটালস নামে খেলে। ২০১৭ সালের ৬ মে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ১৭.১ ওভারে মাত্র ৬৬ রানেই অলআউট হয়েছিল তারা। সর্বনিম্ন স্কোরের নিরিখে পঞ্চম স্থানও দিল্লির দখলেই। একই বছর কিংস ইলেভেন পঞ্জাবের (বর্তমানে পঞ্জাব কিংস) বিরুদ্ধে ৬৭ রানে অলআউট হয়েছিল দিল্লি ক্যাপিটালস।