
দীপঙ্কর ঘোষাল : গত বারের রানার্স রাজস্থান রয়্যালস। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের উদ্বোধনী সংস্করণে চ্য়াম্পিয়ন হয়েছিল রাজস্থান। এর পর গত মরসুমে ফাইনাল অবধি পৌঁছোয়। যদিও ফাইনালে গুজরাট টাইটান্সের কাছে হার। এ বার শুরুটা দারুণ হলেও ক্রমশ খেই হারিয়েছে রাজস্থান রয়্য়ালস। বিশেষ করে হারের হ্য়াটট্রিক করা। বেশ কিছু ম্য়াচ তাদের নিয়ন্ত্রণ থাকলেও শেষ অবধি হার। ২০০ প্লাস রান করেও ডিফেন্ড করতে না পারা রাজস্থান শিবিরে হতাশা এনেছে। এ বার সামনে কলকাতা নাইট রাইডার্স। বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে কে বেশি আতঙ্ক তৈরি করতে পারেন কেকেআর শিবিরের! রাজস্থান রয়্যালসের বাঁ হাতি পেসার ট্রেন্ট বোল্ট সাংবাদিক সম্মেলনে জানালেন নানা বিষয়েই। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
বোর্ডে ২০০ রান নিয়েও ডিফেন্ড করতে না পারা প্রসঙ্গে ট্রেন্ট বোল্ট বলছেন, ‘এতেই বোঝা যায় আইপিএলের কোয়ালিটি কতটা ভালো। কোনও স্কোরই যথেষ্ঠ নয়। ৯০ শতাংশ ম্য়াচেরই ফয়সালা হয়েছে শেষ ওভারে। হাই কোয়ালিটি ক্রিকেট। প্রতিপক্ষ প্লেয়ারকেও সম্মান জানাতে হবে। রুদ্ধশ্বাস ক্রিকেট হচ্ছে, এটুকু বলতে পারি।’ ইডেন গার্ডেন্সেও গত ম্য়াচটি শেষ বলে রেজাল্ট হয়েছে। ২ রান প্রয়োজন ছিল কলকাতা নাইট রাইডার্সের। রিঙ্কু সিংয়ের বাউন্ডারিতে জয়। নীতীশ রানা এবং আন্দ্রে রাসেলও দুর্দান্ত খেলেছেন। রাজস্থান শিবিরেও ভাবনা রয়েছে রাসেলকে নিয়ে।
শুধুই কি রাসেল? ট্রেন্ট বোল্ট বলছেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেটে অন্য়তম বিধ্বংসী ব্য়াটার রাসেল। এই ফর্ম্যাটে ৬০০-র মতো ছয় মেরেছে। ওকে বোলিং করার সময় নিজের পরিকল্পনা সম্পর্কে স্বচ্ছ হতে হবে। ওকে কয়েক বার আউটও করেছি। ওর বিরুদ্ধে বোলিংয়ের সময় লাইন-লেন্থ মেনে চলতে হয়। কেকেআরের বড় প্লেয়ার রাসেল। তবে ভুললে চলবে না রিঙ্কু সিংয়ের কথাও। ও দারুণ ভাবে সাহায্য করছে। ডেথ ওভারে অনবদ্য ব্যাটার হয়ে উঠছে রিঙ্কু।’ শুধু গত ম্য়াচেই নয়, এ মরসুমে সেরা জয় এসেছিল রিঙ্কুর ব্য়াটেই। আমেদাবাদে শেষ পাঁচ বলে ছয় মেরে জিতিয়েছিলেন রিঙ্কু।