IPL 2021: কথা কাটাকাটিতে জড়ালেন মর্গ্যান-অশ্বিন

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Sep 29, 2021 | 10:46 AM

ঠিক কী হয়েছিল? আউট হওয়ার সময় পিচের উপর দিয়েই দৌড়ে চলে যান অশ্বিন। যা নিয়ে প্রথমে প্রতিবাদ করেন টিম সাউদি। এরপর ইয়ন মর্গ্যান এগিয়ে এলে তাঁর সঙ্গে ঝামেলায় জড়ান দিল্লির অফস্পিনার। নাইট উইকেটরক্ষক দীনেশ কার্তিক এসে পরিস্থিতি সামলান।

IPL 2021: কথা কাটাকাটিতে জড়ালেন মর্গ্যান-অশ্বিন
মর্গ্যান ও অশ্বিন। ছবি: টুইটার

Follow Us

শারজা: দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) বিজয়রথ থামিয়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। প্লে অফের (Play Off) আশা জিইয়ে রেখেছেন মর্গ্যানরা (Eoin Morgan)। কিন্তু দিল্লির বিরুদ্ধে ম্যাচেই বাকবিতণ্ডায় জড়ালেন রবিচন্দ্রন অশ্বিন আর ইয়ন মর্গ্যান। উত্তপ্ত বাক্য বিনিময় চলল দু’জনের মধ্যেই। শুরুতে টিম সাউদির সঙ্গে ঝামেলায় জড়ান অশ্বিন (Ravichandran Ashwin)। এরপর ক্যাপ্টেন মর্গ্যানের সঙ্গে।

ঠিক কী হয়েছিল? আউট হওয়ার সময় পিচের উপর দিয়েই দৌড়ে চলে যান অশ্বিন। যা নিয়ে প্রথমে প্রতিবাদ করেন টিম সাউদি। এরপর ইওন মর্গ্যান এগিয়ে এলে তাঁর সঙ্গে ঝামেলায় জড়ান দিল্লির অফস্পিনার। নাইট উইকেটরক্ষক দীনেশ কার্তিক এসে পরিস্থিতি সামলান। বিরতির সময় এ বিষয়ে আম্পায়ার নীতীন মেননের সঙ্গেও অনেকক্ষণ কথা বলেন দিল্লি কোচ রিকি পন্টিং। ম্যাচে যদিও দিল্লি ক্যাপিটালসকে ৩ উইকেটে হারিয়ে দেয় কলকাতা নাইট রাইডার্স।

ভেঙ্কটেশ আইয়ার এবং সুনীল নারিন ও লকি ফার্গুসনের দুরন্ত বোলিংয়ের জোরে দিল্লিকে উড়িয়ে আইপিএলের প্লে অফের আশা আবার জাগিয়ে তুলল কলকাতা নাইট রাইডার্স। ১১ ম্যাচে ১০ পয়েন্ট ইওন মর্গ্যানের টিমের। পঞ্জাব, হায়দরাবাদ, রাজস্থানকে হারাতে পারলে প্লে-অফের অঙ্কটা আরও সহজ হয়ে যাবে নাইটদের কাছে।

১২০ বলের ম্যাচে ১২৮ রানের টার্গেট কিছুই নয়। এই রকম ম্যাচ জিততে হলে দারুণ বোলিং দরকার পড়ে। তার উপর টি-টোয়েন্টি ম্যাচ পরতে পরতে পাল্টে যায়। মর্গ্যানের টিম অবশ্য কোনও ভাবেই দিল্লি ম্যাচ হাতছাড়া করতে চায়নি। শুভমন গিল ৩০ রানের ইনিংস খেলেন। নীতীশ রানা ২৭ বলে ৩৬ নট আউট থেকে বাকি কাজটা শেষ করেন। মাত্র ১০ বলে ঝড় বইয়ে দিয়ে যান নারিন। ২টো ছয় ও একটা চার সহকারে ২১ রান করেন তিনি। আবেশ খানের ৩ উইকেটের পাশাপাশি অশ্বিন, রাবাডা, নর্টজে ১টি করে উইকেট নিলেন।

 

আরও পড়ুন: IPL 2021: দুরন্ত বোলিংয়ে দিল্লি বধ কেকেআরের

Next Article