ICC Best XI: অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের সেরা একাদশ ঘোষিত, ভারতের কারা সুযোগ পেলেন, দেখে নিন…

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Jan 30, 2023 | 4:48 PM

U19 T20 World Cup Team of the Tournament: টুর্নামেন্টের সেরা দলে ভারতের তৃতীয় সদস্য লেগ স্পিনার পার্শ্ববী চোপড়া। ৬ ম্যাচে ১১ উইকেট নিয়ে টুর্নামেন্টে দ্বিতীয় সর্বাধিক উইকেট শিকারি পার্শ্ববী। সুপার সিক্সের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে মাত্র ৫ রান দিয়ে ৪ উইকেট নিয়েছিলেন পার্শ্ববী। ফাইনালেও ২ উইকেট নিয়েছেন।

ICC Best XI: অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের সেরা একাদশ ঘোষিত, ভারতের কারা সুযোগ পেলেন, দেখে নিন...
Image Credit source: ICC

Follow Us

দুবাই : প্রথম বার অনুষ্ঠিত হল মেয়েদের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ। উদ্বোধনী সংস্করণ হল টি-টোয়েন্টি ফরম্য়াটে। প্রথম বারই সেরার শিরোপা জিতে নিয়েছে ভারত। ফাইনালে ইংল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছে ভারতের মেয়েরা। এর আগে মেয়েদের ক্রিকেটে সিনিয়র বিশ্বকাপে সব মিলিয়ে তিনটি ফাইনাল খেলেছে ভারত। ওয়ান ডে ফরম্য়াটে দু-বার এবং টি-টোয়েন্টিতে এক বারই। ট্রফি জিততে পারেনি সিনিয়র দল। জুনিয়র দল প্রথম সুযোগেই চ্যাম্পিয়ন। ভারতে মেয়েদের ক্রিকেটে প্রথম আইসিসি ট্রফি এল শেফালি-রিচাদের হাত ধরে। এ দিন আইসিসির তরফে টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করা হল। কারা সুযোগ পেলেন এই সেরা দলে? বিস্তারিত TV9Bangla-য়।

মেয়েদের উদ্বোধনী অনূর্ধ্ব ১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে নেতৃত্ব দিয়েছেন শেফালি ভার্মা। তিনি ছাড়াও ভারতের সিনিয়র টিমের সদস্য রিচা ঘোষও খেলেছেন অনূর্ধ্ব বিশ্বকাপে। এই দুই পাওয়ার হিটার সিনিয়র দলের হয়ে নিয়মিত নজর কাড়ছেন। তাদের মাঝে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে অনবদ্য পারফরম্য়ান্স শ্বেতা শেরাওয়াতের। আইসিসির অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের সেরা টিমে অবশ্য জায়গা হয়নি রিচা ঘোষের। সেভাবে ব্য়াটিংয়েরই সুযোগই পাননি রিচা। না হলে হয়তো পরিস্থিতি অন্যরকম হতে পারতো। তবে উইকেটের পিছনে তাঁর অবদান অনস্বীকার্য। টুর্নামেন্টের সেরা দলে জায়গা পেয়েছেন ভারতের তিন ক্রিকেটার। অধিনায়ক শেফালি ভার্মা, সহ অধিনায়ক শ্বেতা শেরাওয়াত এবং লেগ স্পিনার পার্শ্ববী চোপড়া। টুর্নামেন্টের সেরা দলের নেতৃত্বে ইংল্য়ান্ড অধিনায়ক গ্রেস স্ক্রাইভেনস।

ভারত অধিনায়ক শেফালি ভার্মা ব্যাটিং, বোলিং, নেতৃত্ব সব বিভাগেই নজর কেড়েছেন বিশ্বকাপে। প্রায় ১৯৪ স্ট্রাইকরেটে বিশ্বকাপে শেফালি রান করেছেন ১৭২। বল হাতেও দলকে ভরসা দিয়েছেন। ৫.০৪ ইকোনমিতে নিয়েছেন ৪ উইকেট। শেফালির ডেপুটি বিশ্বকাপে সবচেয়ে ধারাবাহিক ছিলেন। টুর্নামেন্টের শুরুতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অপরাজিত ৯২ রানের ইনিংস খেলেছেন। এ ছাড়াও আরও দুটি অর্ধশতরানের ইনিংস এসেছে তাঁর ব্যাটে। টুর্নামেন্টে সর্বাধিক রান স্কোরার শ্বেতাই। ৯৯ গড় এবং প্রায় ১৪০ স্ট্রাইকরেটে ২৯৭ রান করেছেন শ্বেতা শেরাওয়াত। টুর্নামেন্টের সেরা দলে ভারতের তৃতীয় সদস্য লেগ স্পিনার পার্শ্ববী চোপড়া। ৬ ম্যাচে ১১ উইকেট নিয়ে টুর্নামেন্টে দ্বিতীয় সর্বাধিক উইকেট শিকারি পার্শ্ববী। সুপার সিক্সের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে মাত্র ৫ রান দিয়ে ৪ উইকেট নিয়েছিলেন পার্শ্ববী। ফাইনালেও ২ উইকেট নিয়েছেন।

 

অনূর্ধ্ব ১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা দল- শ্বেতা শেরাওয়াত (ভারত), গ্রেস স্ক্রাইভেনস (ইংল্য়ান্ড), শেফালি ভার্মা (ভারত), জর্জিয়া প্লিমার (নিউজিল্যান্ড), দেওমি বিহঙ্গা (শ্রীলঙ্কা), স্বর্ণা আখতার (বাংলাদেশ), কারাবো মিসো (দক্ষিণ আফ্রিকা), পার্শ্ববী চোপড়া (ভারত), হানা বেকার (ইংল্য়ান্ড), এলি অ্যান্ডারসন (ইংল্যান্ড), ম্যাগি ক্লার্ক (অস্ট্রেলিয়া)।

Next Article