
অদ্ভূত নাকি মজা! ট্য়াকটিক্যাল মুভ! অনেক কিছুই বলা যায়। তবে আরব আমির শাহি মহিলা ক্রিকেট দল বিরল রেকর্ড তৈরি করল। টি-টোয়েন্টি বিশ্বকাপের যোগ্যতা অর্জনের আঞ্চলিক পর্বে এমন ঘটনাই দেখা গেল। যে রেকর্ড কোনও দিন হয়নি, আগামীতেও হবে কি না, সন্দেহ রয়েছে। ১০ জনকেই রিটায়ার্ড আউট! হ্যাঁ, ঠিকই পড়েছেন। আরব আমির শাহি ক্রিকেট দল এমনই করেছে। কাতারের বিরুদ্ধে ম্যাচটি তারা জিতেছে ১৬৩ রানের বিশাল ব্যবধানে।
টি-টোয়েন্টি ম্যাচ। প্রথমে ব্যাট করে আরব আমির শাহি। ১৬ ওভারে ওপেনিং জুটিতেই ১৯২ রান তোলে আরব আমির শাহি। এরপরই বিরল ঘটনা। হিসেব মতো ২০ ওভার ব্যাট করার কথা তাদের। কিন্তু ১৬ ওভারে সকল প্লেয়ারকে রিটায়ার্ড আউট করে আরব আমির শাহি। প্রতিপক্ষ কাতারের জন্য ১৯৩ রানের বিশাল টার্গেট সেট করে তারা। টি-টোয়েন্টি কেরিয়ারের চতুর্থ সেঞ্চুরি করেন এশা ওজা।
টি-টোয়েন্টি ম্যাচ শেষ ২৭.১ ওভারেই! ১৬ ওভার আরব আমির শাহি ব্যাট করে। কাতারকে মাত্র ২৯ রানেই অলআউট করে আরব আমির শাহি। তাদের ওপেনার রিজ়পা বানো এমানুয়েল সর্বাধিক ২০ রান করেন। আর দু-জন মাত্র রানের খাতা খুলতে পেরেছেন। বাকি ৭ জনই ডাক। অর্থাৎ আরব আমির শাহির ব্যাটারদের মিলিয়ে ম্যাচে ১৫ জন ডাক! পুরুষ ও মহিলাদের ক্রিকেটে এখনও অবধি ম্যাচে ২ জনের বেশি ক্রিকেটারকে রিটায়ার্ড আউট করানো হয়নি।