নয়াদিল্লি: জনা পাঁচেক লোক একে অপরকে মাটিতে, চেয়ারে ফেলে কিল-ঘুষি মারছে। কেউ ধরছে চুলের মুঠি। আশপাশের লোকেরা হাঁ হয়ে দেখছে। কেউ মোবাইলে ভিডিয়ো তুলতে ব্যস্ত। এমনই দৃশ্য দেখা গেল আইপিএল (IPL 2023) ম্যাচে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে শনিবার ছিল দিল্লি ক্যাপিটালস বনাম সানরাইজার্স হায়দরাবাদ (DC vs SRH) ম্যাচ। ঘরের মাঠে সানরাইজার্সের কাছে হেরে গিয়েছে দিল্লি। ম্যাচ চলাকালীন গ্যালারিতে মারামারিতে জড়িয়ে পড়ে দুই দলের সমর্থকরা। দুই দলের সমর্থকদের মধ্যে তর্কাতর্কি সাধারণ ব্যাপার। কিন্তু স্টেডিয়ামের মধ্যে মারামারিতে জড়িয়ে পড়ায় ছিছিকার চারিদিকে। মনে করা হচ্ছে দিল্লি ক্যাপিটালস ৯ রানে হেরে যাওয়ায় হায়দরাবাদ সমর্থকদের কটাক্ষ শুনতে হয়। তবে আসল সত্যিটা জানা যায়নি। মারামারির ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। বিস্তারিত রইল TV9 Bangla Sports–এর এই প্রতিবেদনে।
গত মরসুম থেকে সানরাইজার্সকে টানা হারিয়ে এসেছে দিল্লি ক্য়াপিটালস। এ বারও প্রথম ম্য়াচে জিতেছিল। অবশেষে শনিবার ধাক্কা। মাত্র ৯ রানের জন্য় জেতা হল না। সানরাইজার্স শিবিরে অভিষেক শর্মা ৩৬ বলে ৬৭ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। হেনরিখ ক্লাসেন হাফসেঞ্চুরি পেয়েছেন। দিল্লির হয়ে মিচেল মার্শ ৪ ওভারে একটি মেডেন সহ ২৭ রান দিয়ে ৪ উইকেট নেন!দিল্লির ব্য়াটিংয়েও মার্শের অবদান অনস্বীকার্য। ফিল সল্টের সঙ্গে শতরানের জুটি গড়েন। ৩৯ বলে ৬৩ রানের ইনিংস মার্শের। ফিল সল্ট করেন ৩৫ বলে ৫৯ রান। শেষ পর্যন্ত জয়ের হাসি নিয়েই মাঠ ছাড়ে সানরাইজার্স হায়দরাবাদ। প্রথমে ব্যাট করে ১৯৭ রান তুলেছিল হায়দরাবাদ। জবাবে ৬ উইকেট হারিয়ে ১৮৮ রানে থমকে যায় দিল্লির ইনিংস।
রান তাড়ায় ইনিংসের দ্বিতীয় বলেই অধিনায়ক ডেভিড ওয়ার্নারের উইকেট হারায় দিল্লি। ম্যাচের রাশ ধরে নিয়েছিলেন মার্শ- সল্টরা। কিন্তু শেষ পর্যন্ত ৯ রানে হার। এসবের মাঝে গ্যালারিতেও চলল অন্য ‘খেলা’। তবে দর্শকরা কখন মারামারিতে জড়িয়ে পড়েছিলেন তা জানা যায়নি। দেখুন ভিডিয়ো-
A fight took place between fans in Delhi during their match against SRH. pic.twitter.com/MYPj6dqejb
— Mufaddal Vohra (@mufaddal_vohra) April 30, 2023