Umpire Killed: নো বল ডেকেছিলেন আম্পায়ার, মাঠেই হলেন খুন!

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Apr 03, 2023 | 6:03 PM

আইপিএল-২০২৩ এর মাঝে ওড়িশার এক স্থানীয় ক্রিকেট ম্যাচে ঘটে গেল অনভিপ্রেত ঘটনা।

Umpire Killed: নো বল ডেকেছিলেন আম্পায়ার, মাঠেই হলেন খুন!
Umpire Killed: নো বল ডেকেছিলেন আম্পায়ার, মাঠেই হলেন খুন!
Image Credit source: Graphics - TV9Bangla

Follow Us

ওড়িশা: ভারতে চলছে আইপিএলের (IPL) মরসুম। তারই মাঝে ওড়িশার এক স্থানীয় ক্রিকেট ম্যাচে ঘটে গেল অনভিপ্রেত ঘটনা। অনেক সময় ক্রিকেট ম্যাচ চলাকালীন আম্পায়ারের (Umpire) সিদ্ধান্ত দলের ক্রিকেটারদের পছন্দ হয় না। তা নিয়ে অনেকেই প্রতিবাদ জানান। কিন্তু ম্যাচ চলাকালীন মাঠের মধ্যে আম্পায়ারকেই কুপিয়ে খুন করার মতো ঘটনা আজ অবধি ঘটেনি। সম্প্রতি ওড়িশার এক স্থানীয় ক্রিকেট ম্যাচে এমন ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, ম্যাচ চলাকালীন আম্পায়ার একটি নো বল ডাকেন। যা পছন্দ হয়নি বলে প্রথমে কথা কাটাকাটি হয়, তারপর হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুই দলের ক্রিকেটাররা। তেমন সময় এক ব্যক্তি আম্পায়ারকে ছুরি দিয়ে কুপিয়ে দেন। বিস্তারিত জেনে নিন TV9Bangla-র এই প্রতিবেদনে।

রবিবার ওড়িশার কটক জেলার মহিশালন্দ গ্রামে শঙ্করপুর এবং বেরহামপুরের মধ্যে একটি ক্রিকেট টুর্নামেন্ট চলছিল। সেই ম্যাচে আম্পায়ারিং করছিলেন লাকি রাউত নামের এক ২২ বছর বয়সী যুবক। সেখানে লাকি একটি নো বল ডাকেন। যা পছন্দ হয়নি ফিল্ডিংকারী দলের। এরপর বেরহামপুরের স্মৃতি রঞ্জন রাউত ওরফে মুন্না নামের এক ক্রিকেটার ছুরির কোপ বসান লাকির শরীরে। পাশাপাশি লাকিকে ব্যাট দিয়েও মারা হয়।

স্থানীয় বাসিন্দাদের একজন বলেন, ‘আমরা জানতে পারি ম্যাচ চলাকালীন আমাদের গ্রামের লাকি নামের একটি ছেলেকে ছুরি ও ব্যাট দিয়ে আঘাত করে বেরহামপুরের দুই যুবক।’ স্থানীয় বাসিন্দারাই উদ্ধার করেন লাকিকে। তারপর তাঁকে কটকের এসসিবি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ায় হয়। সেখানে পৌঁছনোর পর তাঁকে মৃত বলে ঘোষণা করে দেন চিকিৎসকরা।

লাকির ওপর ছুরির আঘাত করা দু’জনের মধ্যে ঘটনাস্থল থেকে মুন্না পালিয়ে যায়। তাঁর আর এক বন্ধুকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। সেই ম্যাচের আর এক আম্পায়ার প্রীতিরঞ্জন সামল বলেন, ‘মুগুনি রাউত ও জগা রাউত আমার ভাইকে ঘিরে ধরে এবং স্মৃতি রঞ্জন রাউত আমার ভাইকে ছুরি দিয়ে আঘাত করে। তারপর জগা আমার ভাইয়ের মাথায় ব্যাট দিয়ে মারে। সঙ্গে সঙ্গে আমার ভাই মাটিতে লুটিয়ে পড়ে।’

কটকের জোন-১ এর এসিপি অরুণ সাওয়াইন বলেন, ‘এই ঘটনার সঙ্গে চারজন জড়িত। ব্যাট দিয়ে যে আঘাত করেছিল আমরা তাঁকে জিজ্ঞাসাবাদ করছি।’

 

Next Article