UPW vs DC Highlights, WPL 2023 : ক্যাপসির অলরাউন্ড পারফরম্যান্স, ৫ উইকেটে জিতে ফাইনালে দিল্লি

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Mar 21, 2023 | 11:07 PM

UP Warriorz vs Delhi Capitals Live Score in Bengali: উইমেন্স প্রিমিয়ার লিগের প্রথম সংস্করণের গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ মুখোমুখি ইউপি ওয়ারিয়র্স ও দিল্লি ক্যাপিটালস। ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট দেখুন।

UPW vs DC Highlights, WPL 2023 : ক্যাপসির অলরাউন্ড পারফরম্যান্স, ৫ উইকেটে জিতে ফাইনালে দিল্লি
Image Credit source: TV9 Bangla Graphics

Follow Us

মুম্বই: উইমেন্স প্রিমিয়ার লিগে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল ইউপি ওয়ারিয়র্স ও দিল্লি ক্যাপিটালস। শেষ দিকে দারুণ জমে উঠেছিল লড়াই। ইউপি ওয়ারিয়র্স পর পর দু-ম্যাচ জিতে প্লে-অফ নিশ্চিত করেছে। তাদের কাছে সরাসরি ফাইনাল নিশ্চিতের সুযোগ ছিল না। তবে ইউপি ওয়ারিয়র্স অনবদ্য পারফরম্যান্সে চাপে ফেলতে পারত দিল্লি ক্যাপিটালসকে। দু-দলই ছন্দে ছিল। সমানে সমানে টক্কর হলেও শেষ অবধি দিল্লির জয়। দর্শকদের জন্য একটা আকর্ষণীয় ম্যাচও হল। প্রথম ম্যাচে মুম্বই জিতলেও নেট রান রেটে ছাপিয়ে যেতে পারেনি দিল্লি ক্য়াপিটালসকে। ফলে দিল্লির কাছে সহজ হিসেব ছিল, জিতলেই সরাসরি ফাইনাল খেলবে। ৫ উইকেটে জিতে ফাইনাল নিশ্চিত করল দিল্লি। WPL এ ইউপি ওয়ারিয়র্স বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচের লাইভ আপডেটের জন্য নজর রাখুন TV9Bangla-র এই পেজে।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 21 Mar 2023 11:02 PM (IST)

    এক নজরে

    • প্রথম ফাইনালিস্ট পেল WPL
    • ইউপি ওয়ারিয়র্সের বিরুদ্ধে জয়ে সরাসরি ফাইনালে দিল্লি।
    • ১৩৯ রান তাড়া করতে নেমে ওপেনিংয়ে অনবদ্য শেফালি ভার্মা- মেগ ল্যানিং।
    • সপ্তম ওভারে জোড়া উইকেট হারিয়ে সাময়িক চাপ।
    • অ্যালিস ক্যাপসির ৩ উইকেট ও ৩৪ রান। অলরাউন্ড পারফরম্যান্স।
    • ৫ উইকেটে জয় দিল্লি ক্যাপিটালসের।
  • 21 Mar 2023 09:53 PM (IST)

    পাওয়ার প্লে-র পর বিপর্যয়!

    পাওয়ার প্লেতে শেফালি ভার্মার উইকেট হারালেও ৬৭ রান তুলেছিল দিল্লি ক্যাপিটালস। যদিও সপ্তম ওভারে জেমাইমা এবং অধিনায়ক মেগ ল্যানিংয়ের উইকেট হারিয়ে চাপে দিল্লি ক্যাপিটালস।


  • 21 Mar 2023 09:02 PM (IST)

    এক নজরে

    • টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল দিল্লি ক্যাপিটালস।
    • স্পিনারদের দাপট, রাশ ছিল দিল্লির হাতেই।
    • চারটি ক্য়াচ ফেলে চাপ বাড়ায় দিল্লি।
    • তাহিলা ম্যাকগ্রার অপরাজিত অর্ধশতরানের ইনিংস।
    • দিল্লিকে ১৩৯ রানের লক্ষ্য দিল ওয়ারিয়র্স।
    • জিতলে সরাসরি ফাইনালে যাবে দিল্লি ক্যাপিটালস।
  • 21 Mar 2023 08:43 PM (IST)

    ফিল্ডিংয়ে হতাশা

    স্পিন দাপটে ম্যাচের রাশ দিল্লির হাতেই। তবে তিনটে ক্যাচ মিস রাশ কিছুটা হলেও আলগা করেছে।

  • 21 Mar 2023 07:54 PM (IST)

    পাওয়ার প্লে আপডেট

    বিধ্বংসী শুরু করেছিল ইউপি ওয়ারিয়র্স। যদিও দারুণ ভাবে ঘুরে দাঁড়াল দিল্লি। পাওয়ার প্লে শেষে ইউপির স্কোর ৩৮-১।

  • 21 Mar 2023 07:05 PM (IST)

    একাদশ আপডেট

    ইউপি ওয়ারিয়র্স একাদশ-অ্যালিসা হিলি, কিরণপ্রভু নবগীরে, তাহিলা ম্যাকগ্রা, দীপ্তি শর্মা, যসশ্রী, সিমরন শেখ, শ্বেতা শেরাওয়াত, পার্শ্ববী চোপড়া, সোফি এক্লেস্টন, অঞ্জলী সর্বাণী, শবনিম ইসমাইল

     

    দিল্লি ক্যাপিটালস একাদশ : মেগ ল্যানিং, শেফালি ভার্মা, অ্যালিস ক্য়াপসি, জেমাইমা রডরিগজ, মারিজানে কাপ, জেস জোনাসন, অরুন্ধতী রেড্ডি, তানিয়া ভাটিয়া, শিখা পান্ডে, রাধা যাদব, পুনম যাদব

  • 21 Mar 2023 07:01 PM (IST)

    টস আপডেট

    টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত দিল্লি ক্যাপিটালসের

  • 21 Mar 2023 07:01 PM (IST)

    হেরে বিদায় আরসিবির

    মেয়েদের প্রিমিয়র লিগের প্রথম সংস্করণটা যত তাড়াতাড়ি সম্ভব ভুল যেতে চাইবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তারকা খচিত দল গড়েও টুর্নামেন্টে মাত্র দুটি ম্যাচে জয় পেয়েছেন স্মৃতি মান্ধানারা। নিজেদের শেষ ম্যাচেও মুম্বইয়ের কাছে ৪ উইকেটে হার হজম করতে হল। প্লে অফের দৌড় থেকে আগেই ছিটকে গিয়েছিল। আজ অফিশিয়ালি বিদায় আরসিবির।

  • 21 Mar 2023 06:58 PM (IST)

    মুম্বই তাকিয়ে দিল্লির দিকে

    মুম্বইয়ের সরাসরি ফাইনালে যাওয়ার অঙ্কটা কীরকম?

    পড়ুন বিস্তারিত: সরাসরি ফাইনাল নাকি এলিমিনেটর? জিতেও অপেক্ষায় মুম্বই

  • 21 Mar 2023 06:47 PM (IST)

    জয় এবং ফাইনাল!

    দিনের প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স জিতেছে। পয়েন্ট টেবলে ফের শীর্ষস্থানে মুম্বই ইন্ডিয়ান্স। যদিও সরাসরি ফাইনাল নাকি এলিমিনেটর খেলতে হবে, এর জন্য অপেক্ষা ইউপি বনাম দিল্লি ম্যাচের। দিল্লি এই ম্য়াচে কোনওরকমে জিতলেও সরাসরি ফাইনালে চলে যাবে। কেন না, নেট রান রেটে এগিয়ে রয়েছে তারা।