মুম্বই: উইমেন্স প্রিমিয়ার লিগে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল ইউপি ওয়ারিয়র্স ও দিল্লি ক্যাপিটালস। শেষ দিকে দারুণ জমে উঠেছিল লড়াই। ইউপি ওয়ারিয়র্স পর পর দু-ম্যাচ জিতে প্লে-অফ নিশ্চিত করেছে। তাদের কাছে সরাসরি ফাইনাল নিশ্চিতের সুযোগ ছিল না। তবে ইউপি ওয়ারিয়র্স অনবদ্য পারফরম্যান্সে চাপে ফেলতে পারত দিল্লি ক্যাপিটালসকে। দু-দলই ছন্দে ছিল। সমানে সমানে টক্কর হলেও শেষ অবধি দিল্লির জয়। দর্শকদের জন্য একটা আকর্ষণীয় ম্যাচও হল। প্রথম ম্যাচে মুম্বই জিতলেও নেট রান রেটে ছাপিয়ে যেতে পারেনি দিল্লি ক্য়াপিটালসকে। ফলে দিল্লির কাছে সহজ হিসেব ছিল, জিতলেই সরাসরি ফাইনাল খেলবে। ৫ উইকেটে জিতে ফাইনাল নিশ্চিত করল দিল্লি। WPL এ ইউপি ওয়ারিয়র্স বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচের লাইভ আপডেটের জন্য নজর রাখুন TV9Bangla-র এই পেজে।
পাওয়ার প্লেতে শেফালি ভার্মার উইকেট হারালেও ৬৭ রান তুলেছিল দিল্লি ক্যাপিটালস। যদিও সপ্তম ওভারে জেমাইমা এবং অধিনায়ক মেগ ল্যানিংয়ের উইকেট হারিয়ে চাপে দিল্লি ক্যাপিটালস।
স্পিন দাপটে ম্যাচের রাশ দিল্লির হাতেই। তবে তিনটে ক্যাচ মিস রাশ কিছুটা হলেও আলগা করেছে।
বিধ্বংসী শুরু করেছিল ইউপি ওয়ারিয়র্স। যদিও দারুণ ভাবে ঘুরে দাঁড়াল দিল্লি। পাওয়ার প্লে শেষে ইউপির স্কোর ৩৮-১।
ইউপি ওয়ারিয়র্স একাদশ-অ্যালিসা হিলি, কিরণপ্রভু নবগীরে, তাহিলা ম্যাকগ্রা, দীপ্তি শর্মা, যসশ্রী, সিমরন শেখ, শ্বেতা শেরাওয়াত, পার্শ্ববী চোপড়া, সোফি এক্লেস্টন, অঞ্জলী সর্বাণী, শবনিম ইসমাইল
দিল্লি ক্যাপিটালস একাদশ : মেগ ল্যানিং, শেফালি ভার্মা, অ্যালিস ক্য়াপসি, জেমাইমা রডরিগজ, মারিজানে কাপ, জেস জোনাসন, অরুন্ধতী রেড্ডি, তানিয়া ভাটিয়া, শিখা পান্ডে, রাধা যাদব, পুনম যাদব
টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত দিল্লি ক্যাপিটালসের
মেয়েদের প্রিমিয়র লিগের প্রথম সংস্করণটা যত তাড়াতাড়ি সম্ভব ভুল যেতে চাইবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তারকা খচিত দল গড়েও টুর্নামেন্টে মাত্র দুটি ম্যাচে জয় পেয়েছেন স্মৃতি মান্ধানারা। নিজেদের শেষ ম্যাচেও মুম্বইয়ের কাছে ৪ উইকেটে হার হজম করতে হল। প্লে অফের দৌড় থেকে আগেই ছিটকে গিয়েছিল। আজ অফিশিয়ালি বিদায় আরসিবির।
মুম্বইয়ের সরাসরি ফাইনালে যাওয়ার অঙ্কটা কীরকম?
পড়ুন বিস্তারিত: সরাসরি ফাইনাল নাকি এলিমিনেটর? জিতেও অপেক্ষায় মুম্বই
দিনের প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স জিতেছে। পয়েন্ট টেবলে ফের শীর্ষস্থানে মুম্বই ইন্ডিয়ান্স। যদিও সরাসরি ফাইনাল নাকি এলিমিনেটর খেলতে হবে, এর জন্য অপেক্ষা ইউপি বনাম দিল্লি ম্যাচের। দিল্লি এই ম্য়াচে কোনওরকমে জিতলেও সরাসরি ফাইনালে চলে যাবে। কেন না, নেট রান রেটে এগিয়ে রয়েছে তারা।