Ravi Shastri: হতাশা থাকলেও স্বস্তি পেয়েছে রবি শাস্ত্রী

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Nov 13, 2021 | 8:58 AM

ভারতীয় ক্রিকেটের ইতিহাসে অত্যন্ত সফল কোচ হলেও রবি শাস্ত্রীকে বারবার সমালোচনার মুখে পড়তে হয়েছে। যে কারণে তৃপ্তির পাশাপাশি হতাশাও রয়েছে সদ্য বিদায়ী কোচের।

Ravi Shastri: হতাশা থাকলেও স্বস্তি পেয়েছে রবি শাস্ত্রী
Ravi Shastri: হতাশা থাকলেও স্বস্তি পেয়েছে রবি শাস্ত্রী

Follow Us

মুম্বই: ভারতীয় টিমের (Team India) কোচ (Coach) হিসেবে সাত বছরের যাত্রা শেষ সদ্য শেষ হয়েছে তাঁর। টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) গ্রুপ লিগ থেকে ছিটকে গিয়েছে ভারত। তা নিয়ে কম জলঘোলা হয়নি। দেশে ফিরে সদ্য প্রাক্তন কোচ রবি শাস্ত্রী জানাচ্ছেন, তিনি এক দিকে হতাশ, অন্য দিকে তেমন স্বস্তিও পেয়েছেন। ভারতের কোচ হিসেবে টানা সাত বছরে তাঁকে নিয়ে বিতর্ক কম হয়নি। যাঁরা তাঁকে নিয়ে বিতর্ক তৈরি করেছেন এতদিন, এ বার তাঁদের পাল্টা দেবেন রবি শাস্ত্রী (Ravi Shastri)।

বিরাটদের প্রাক্তন কোচ শাস্ত্রী বলছেন, ‘আমি এই মুহূর্তে ভীষণ স্বস্তিতে রয়েছি। ভারতীয় টিমের কোচের দায়িত্ব যখন নিয়েছিলাম, তখনই ঠিক করেছিলাম, চেষ্টা করব, একটা ফারাক যাতে তৈরি করে দিতে পারি। আজ যে জায়গায় ভারতীয় টিম পৌঁছেছে, সেই স্বপ্ন কিন্তু কেউই দেখেনি। অত্যন্ত তৃপ্তি নিয়েই আমি ভারতীয় কোচের দায়িত্ব শেষ করতে পেরেছি। কোচ হিসেবে ভারতীয় টিমের কাছে আমি যা প্রত্যাশা রেখেছিলাম, ওরা তার থেকেও অনেক বেশি কিছু দিয়েছে।’

গত সাতটা বছর ধরে রবি শাস্ত্রীকে প্রচণ্ড চাপের মধ্যে ফেলে দেওয়া হয়েছে নানা সময়। শুধু তাই নয়, অকারণ বিতর্কও তৈরি করা হয়েছে। যা নিয়ে শাস্ত্রী বলছেন, ‘গত সাত বছর ধরে আমাকে টানা পরীক্ষার মুখে পড়তে হয়েছে। এ বার বিচারকের চেয়ারে বসার সময় হয়েছে আমার। যারা এতদিন আমার বিচার করেছে, এ বার আমি তাদের বিচার করব।’

ভারতীয় ক্রিকেটের ইতিহাসে অত্যন্ত সফল কোচ হলেও রবি শাস্ত্রীকে বারবার সমালোচনার মুখে পড়তে হয়েছে। যে কারণে তৃপ্তির পাশাপাশি হতাশাও রয়েছে সদ্য বিদায়ী কোচের। শাস্ত্রীর কথায়, ‘ভারতের মতো দেশে ক্রিকেট একটা ধর্মের মতো। পাঁচটা ম্যাচ জেতার পর যদি একটা ম্যাচও ভারত হেরেছে, তা হলে পিস্তল, পেন— সব বেরিয়ে পড়েছে। এই রকম পরিস্থিতি যে কোনও টিমের পক্ষে খারাপ। লোকে শুধু ভারতের জয়ই দেখতে চায়। হারের সঙ্গে একেবারেই যেন অভ্যস্ত নয়।’

সেই সঙ্গে শাস্ত্রী এও বলছেন, ‘আমি একটা তরুণ ভারতীয় টিম হাতে পেয়েছিলাম। গত সাত বছর ধরে সেই টিমটাকে তৈরি করেছি। তবে এই জায়গায় পৌঁছেতে পেরেছে। শুরুতে কিন্তু মিডিয়ার ধারণাই ছিল না, এই টিমটা কী করতে পারে। আমি কিন্তু তখনও বলেছিলাম, ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এটা একটা গ্রেট টিম হয়ে উঠতে পারে। তখন কিন্তু মিডিয়া আমার এই মন্তব্য নিয়ে বিস্তর বিস্ফারণ করেছিল। এই গুলিগোলা কিন্তু সাত বছর ধরে সামলে আসছি।’

Next Article