Urvashi Rautela meets Sourav Ganguly: সৌরভ গঙ্গোপাধ্যায়ই তো? অস্ট্রেলিয়ায় উর্বশীর ফ্রেমে এ কোন দাদা!

India Tour of Australia: মহারাজের সঙ্গে ইন্সটায় উর্বশীর শেয়ার করা ছবিটি আসল কিনা, তা নিয়ে একদিকে বিরাট প্রশ্ন উঠছে। পাশাপাশি গুঞ্জন ছড়িয়েছে যে, বর্ডার গাভাসকর ট্রফির আগে ঋষভ পন্থের জন্যই অস্ট্রেলিয়ায় পৌঁছে গিয়েছেন উর্বশী।

Urvashi Rautela meets Sourav Ganguly: সৌরভ গঙ্গোপাধ্যায়ই তো? অস্ট্রেলিয়ায় উর্বশীর ফ্রেমে এ কোন দাদা!
Urvashi Rautela meets Sourav Ganguly: সৌরভ গঙ্গোপাধ্যায়ই তো? অস্ট্রেলিয়ায় উর্বশীর ফ্রেমে এ কোন দাদা!
Follow Us:
| Updated on: Nov 14, 2024 | 8:15 PM

কলকাতা: কয়েকদিন আগে অস্ট্রেলিয়ায় গিয়েছেন ভারতের উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্থ। ২২ নভেম্বর বর্ডার-গাভাসকর ট্রফির ঢাকে কাঠি পড়বে। এই মুহূর্তে ডনের দেশে ৫ টেস্টের সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছেন টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা। এর মাঝে বলিউড তারকা উর্বশী রাউতেলা (Urvashi Rautela) পৌঁছে গিয়েছেন পারথে। পন্থের সঙ্গে অতীতে বহুবার উর্বশীর নাম জড়িয়েছে। মাঝে শোনা গিয়েছিল তাঁরা প্রেম করছেন। কিন্তু উর্বশী ও ঋষভ দু’জনই নিজমুখে তা স্বীকার করেননি কখনও। তারপরও তাঁদের অনুরাগীরা মাঝে মাঝেই একসঙ্গে জুড়ে দেন তাঁকে। এ বার বর্ডার গাভাসকর ট্রফি শুরু হওয়ার আগে হঠাৎ করেই ভারতীয় কিংবদন্তি সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) সঙ্গে ইন্সটাগ্রামে এক ছবি শেয়ার করেছেন উর্বশী। তারপর প্রশ্ন উঠছে ওই ছবিতে আসল দাদাই রয়েছেন তো?

ইন্সটাগ্রামে উর্বশী রাউতেলা একদিন আগে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে একটি ছবি শেয়ার করেছিলেন। ক্যাপশনে লেখেন, ‘কোনও ক্যাপশনের প্রয়োজন নেই।’ সেখানে উর্বশী ট্যাগ করেন সৌরভ গঙ্গোপাধ্যায়কে। ওই পোস্টের কমেন্ট সেকশনে ইন্সটা ব্যবহারকারীরা নিজেদের সন্দেহ প্রকাশ করেছেন। তাঁদের মধ্যে অনেকের দাবি, উর্বশীর পাশে থাকা সৌরভের ছবিটি দেখে মনে হচ্ছে এআই প্রযুক্তি ব্যবহার করে বানানো। কেউ আবার লিখেছেন, ‘অতিরিক্ত এডিটিং পরিষ্কার দেখা যাচ্ছে।’ একজন কমেন্টে করেন, ‘সৌরভ গঙ্গোপাধ্যায়কে ভয়ঙ্কর দেখাচ্ছে। খুব খারাপ এডিটিং।’

মহারাজের সঙ্গে ইন্সটায় উর্বশীর শেয়ার করা ছবিটি আসল কিনা, তা নিয়ে একদিকে বিরাট প্রশ্ন উঠছে। পাশাপাশি গুঞ্জন ছড়িয়েছে যে, বর্ডার গাভাসকর ট্রফির আগে ঋষভ পন্থের জন্যই অস্ট্রেলিয়ায় পৌঁছে গিয়েছেন উর্বশী। তাঁর অনুরাগীরা হয়তো ভাবছেন, শীঘ্রই পন্থের সঙ্গে সাক্ষাৎ হতে পারে বলিউড তারকা উর্বশীর। সোশ্যাল মিডিয়ায় তিনি বেশ সক্রিয়। ফলে পন্থের সঙ্গে তাঁর যদি দেখা হয়, তা হলে সেটা প্রকাশ্যে আসতে দেরি হবে না। বলছে ক্রিকেট মহল।