Vaibhav Sooryavanshi: বাংলাদেশের বিরুদ্ধে হাফ সেঞ্চুরি, বিশ্বকাপে এবার লাইমলাইটে বৈভব!
India Vs Bangladesh, U19 World Cup: মাত্র ৩০ বলে ৫০ রান করে এক রেকর্ড ভেঙে দিয়েছেন বৈভব। মাত্র ১৪ বছর ২৯৬ দিন বয়সী বৈভবই এখন কনিষ্ঠতম ক্রিকেটার যিনি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে হাফ সেঞ্চুরি করেছেন। আগে এই রেকর্ড ছিল আফগানিস্তানের শহিদুল্লা কামালের নামে। যিনি মাত্র ১৫ বছর ১৯ দিন বয়সে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হাফ সেঞ্চুরি করেছিলেন।

কলকাতা: চলতি বছরের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে দারুণ ছন্দে শুরু করল ভারত। শনিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নামে ‘বয়েজ ইন ব্লু’। প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অবিশ্বাস্য় জয়ের পর, এই ম্যাচেও দারুণ ছন্দে আয়ুষ মাথরের ভারত। বাংলাদেশের বিরুদ্ধে এই ম্যাচে আবারও নজর কাড়লেন ভারতীয় ক্রিকেটের ‘বস বেবি’। ওপেন করতে নেমে মাত্র ৩০ বলে হাফ সেঞ্চুরি করে ভারতের ইনিংসের স্বাভাবিক গতি বজায় রাখেন বৈভব। শেষ পর্যন্ত ৬৭ বলে ৭২ রানের এক ঝকঝকে ইনিংস খেলে ইকবাল হোসেন ইমনের বলে আউটও হয়ে যান বৈভব।
দুরন্ত ছন্দে ব্যাট করে আইপিএল থেকে বিজয় হাজারে, সব ক্ষেত্রেই দলের হয়ে মাঠ মাতিয়েছেন তিনি। আর সেই একই ধারা যেন বজায় রাখলেন দেশের জার্সি গায়েও। যদিও আগের ম্যাচে অর্থাৎ আমেরিকার বিরুদ্ধে এই পার্ফরম্যান্স তিনি দেখাতে পারেননি। সেই ম্যাচে ৪ বলে মাত্র ২ রান করে আউট হয়ে যাব সূর্যবংশী। কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে যেন আগের ম্যাচে রান না পাওয়ার আক্ষেপ কিছুটা হলেও পুষিয়ে নিলেন তিনি।
এই ম্যাচে মাত্র ৩০ বলে ৫০ রান করে এক রেকর্ড ভেঙে দিয়েছেন বৈভব। মাত্র ১৪ বছর ২৯৬ দিন বয়সী বৈভবই এখন কনিষ্ঠতম ক্রিকেটার যিনি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে হাফ সেঞ্চুরি করেছেন। আগে এই রেকর্ড ছিল আফগানিস্তানের শহিদুল্লা কামালের নামে। যিনি মাত্র ১৫ বছর ১৯ দিন বয়সে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হাফ সেঞ্চুরি করেছিলেন। আর আর বৈভবের এই রেকর্ডের পর এই তালিকায় তৃতীয় স্থানে নেমে গেলেন পাকিস্তানের বাবর আজম। যিনি ২০১০ সালে ১৫ বছর ৯২ দিন বয়সে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই হাফ সেঞ্চুরি করেছিলেন।
ইতিমধ্যেই বৈভব বিরাট কোহলির একটি রেকর্ড ভেঙে ফেলেছেন। কোহলি ভারতের যুব দলের হয়ে ২৮টি ম্যাচে করেছিলেন ৯৭৮ রান। আর বৈভব ২০ ম্যাচ খেলে ইতিমধ্যেই করে ফেলেছেন ১ হাজার ৪৭ রান। এই তালিকায় সবচেয়ে উপরের দিকে থাকা ভারতীয় ক্রিকেটার হলেন বিজয় জোল। যিনি ৩৬ ম্যাচ খেলে করেছিলেন ১ হাজার ৪০৪ রান। অন্যদিকে, এই তালিকার শীর্ষে রয়েছেন বাংলাদেশের নিজামুল হোসেন শান্ত। তিনি করেছিলেন ১ হাজার ৮২০ রান।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ৫ বারের চ্যাম্পিয়ন ভারত। আর ভারতই এই টুর্নামেন্টের সবচেয়ে সফল দল। চলতি টুর্নামেন্টে ভারতের ফর্মও দুর্দান্ত। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভারতের ওই জয় ছিল শেষ ১৭ ম্যাচের ১৪তম জয়। সব মিলিয়ে বৈভবের এই আক্রমণাত্মক ব্যাটিং ভারত-বাংলাদেশের লড়াইকে আরও জমিয়ে তুলেছে বলাই যায়।
