AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Vaibhav Suryavanshi: ৩২ বলে ঝোড়ো সেঞ্চুরি, শিশু দিবসে ফের ‘ছোটা প্যাকেট বড়া ধামাকা’ বৈভব সূর্যবংশী

IND vs UAE, Rising Stars Asia Cup: ম্যাচ প্রসঙ্গে বলতে গেলে টস জিতে ভারত অধিনায়ক জীতেশ শর্মা ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। বৈভবেব ১৪৪ রান ছাড়া ভারতের হয়ে দ্বিতীয় সর্বাধিক রান ক্যাপ্টেন জীতেশের। ৮৩ রানে অপরাজিত থাকেন তিনি। এ ছাড়া নমন ধীর করেন ৩৪ রান। ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ভারত তোলে ২৯৭ রান।

Vaibhav Suryavanshi: ৩২ বলে ঝোড়ো সেঞ্চুরি, শিশু দিবসে ফের 'ছোটা প্যাকেট বড়া ধামাকা' বৈভব সূর্যবংশী
৩২ বলে ঝোড়ো সেঞ্চুরি, শিশু দিবসে ফের 'ছোটা প্যাকেট বড়া ধামাকা' বৈভব!Image Credit: MB Media/Getty Images
| Updated on: Nov 14, 2025 | 6:53 PM
Share

কলকাতা: ১৪ বছর তাঁর বয়স। আর আজ ১৪ নভেম্বর দোহায় তিনি ব্যাট হাতে তুললেন ঝড়। কথা হচ্ছে ভারতের রাইজিং স্টার বৈভব সূর্যবংশীকে (Vaibhav Suryavanshi) নিয়ে। বর্তমানে তিনি ব্যস্ত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এশিয়া কাপ (Asia Cup) রাইজিং স্টার্স টুর্নামেন্টে। সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে খেলছে ভারত। সেই ম্যাচে মাত্র ৩২ বলে সেঞ্চুরি হাঁকিয়েছেন। সেইসঙ্গে জোড়া রেকর্ডের মালিকও হয়েছেন বৈভব।

১৫ ছক্কা, ১১ বাউন্ডারিতে দোহায় তাণ্ডব বৈভবের

প্রিয়াংশ আর্যর সঙ্গে ওপেনিংয়ে নেমেছিলেন বৈভব। শুরু থেকেই ছিলেন মারকুটে মেজাজে। কুড়ি-বিশের ক্রিকেটে টুপটাপ ৪-৬ মারতে দেখা যায় ক্রিকেটারদের। সেই সংখ্যাটা যখন দ্রুত বাড়তে থাকে, ম্যাচ হয় আরও রোমাঞ্চকর। মাত্র ৩২ বলে তিন অঙ্কের রানে পৌঁছে যান বৈভব। সেখানে অবশ্য থেমে থাকেননি। শেষ অবধি ৪২ বলে ১৪৪ রান করে আউট হন। এই অনবদ্য ইনিংসের পথে তাঁর ব্যাটে ১৫টি ছক্কা যেমন এসেছে, তেমনই তিনি মেরেছেন ১১টি চারও। ১২.৩ ওভারে আহমেদ তারিক যদি বৈভবের উইকেট না নিতেন, আর তিনি যদি শেষ ওভার অবধি থাকতেন, এই ১৪৪ যে ২০০ রানে পৌঁছে যেত না, কে বলতে পারে!

বৈভব কোন জোড়া রেকর্ডের অধিকারী হয়েছেন?

প্রথমত, পুরুষদের জাতীয় দলের প্রতিনিধিত্ব করে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি করলেন বৈভব। আজ তাঁর বয়স ১৪ বছর ২৩২ দিন।

দ্বিতীয়ত, পুরুষদের যে কোনও টি-টোয়েন্টি ম্যাচে সেঞ্চুরি করেছেন, এমন ব্যাটারদের মধ্যে চতুর্থ সর্বাধিক স্ট্রাইকরেট বৈভবের ঝুলিতে। UAE-র বিরুদ্ধে বৈভবের স্ট্রাইকরেট ৩৪২.৮৫।

ম্যাচ প্রসঙ্গে বলতে গেলে টস জিতে ভারত অধিনায়ক জীতেশ শর্মা ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। বৈভবেব ১৪৪ রান ছাড়া ভারতের হয়ে দ্বিতীয় সর্বাধিক রান ক্যাপ্টেন জীতেশের। ৮৩ রানে অপরাজিত থাকেন তিনি। এ ছাড়া নমন ধীর করেন ৩৪ রান। ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ভারত তোলে ২৯৭ রান।

গত আইপিএলে রাজস্থান রয়্যালসের জার্সিতে খেলে নজর কেড়েছিলেন বিহারের ছেলে বৈভব। শুভমন গিলের গুজরাট টাইটান্সের বিরুদ্ধে সেঞ্চুরিও করেছিলেন। এ বার রাইজিং স্টার্স এশিয়া কাপেও ঝকঝকে সেঞ্চুরি তাঁর ব্যাটে। সেখানেই শেষ নয়। যুব ওডিআইতে সেঞ্চুরি করেছেন। যুব টেস্টেও সেঞ্চুরি আছে বৈভবের নামে। এবং ভারত-এ দলের হয়েও ১৪ বছরের বৈভব শতরান করেছেন। ক্রিকেটমহলে আলোচনা চলছে, তিনি যে লম্বা রেসের ঘোড়া, তা সুযোগ পেলেই প্রমাণ করছেন বৈভব।