লখনউ : বিশ্বের সবথেকে বড় আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম রয়েছে ভারতে। ওই স্টেডিয়ামটির নাম নরেন্দ্র মোদী স্টেডিয়াম (Narendra Modi Stadium)। সেটি রয়েছে আমেদাবাদে। এ বার উত্তরপ্রদেশে আরও এক নতুন স্টেডিয়াম হওয়ার পথে। ৩৫০ কোটি টাকা ব্যয় হবে এই স্টেডিয়াম গড়তে। বারাণসীতে তৈরি হচ্ছে ওই ক্রিকেট স্টেডিয়ামটি (Varanasi Cricket Stadium)। ২০২৪ সালের শেষে তা সম্পূর্ণ হওয়ার কথা। উত্তরপ্রদেশ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই স্টেডিয়ামটির জন্য জমি অধিগ্রহণ সম্পন্ন হয়েছে। বারাণসী স্টেডিয়ামে কতজন একসঙ্গে বসে খেলা দেখতে পারবেন? এখন এই প্রশ্ন উঠছে ক্রিকেট প্রেমীদের মনে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
২০১৯ সালে নরেন্দ্র মোদী বারাণসী থেকে ভোটে জিতেছিলেন। নতুন স্টেডিয়ামটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংসদীয় এলাকা, সেই বারাণসীতে তৈরি হচ্ছে। এই স্টেডিয়ামে দর্শক আসন সংখ্যা থাকছে ৩০ হাজার। এক বিবৃতিতে বলা হয়েছে, প্রায় ৩১ একর জমির উপর এই স্টেডিয়ামটি তৈরি হচ্ছে।
২০২২ সালের সেপ্টেম্বরে ওই স্টেডিয়ামটির জন্য জমি অধিগ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছিল। ৩১ জন জমির মালিকদের যার জন্য ১২০ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। এই স্টেডিয়ামটি পরিচালনা করবে বিসিসিআই। যার জন্য একটি দীর্ঘমেয়াদি লিজ নিয়েছে বিসিসিআই। সরকারকে বোর্ড এর জন্য বার্ষিক একটি নির্দিষ্ট অর্থ প্রদান করবে।
ক্রীড়া ও যুব কল্যাণের অতিরিক্ত মুখ্য সচিব নবনীত সেহগাল জানান যে, জমিটি উত্তরপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনকে (ইউপিসিএ) হস্তান্তরিত করা হয়েছে। লার্সেন অ্যান্ড টুব্রোকে এর নোডাল এজেন্সি করা হয়েছে। বর্তমানে স্টেডিয়ামের নকশা চূড়ান্ত করার কাজ চলছে। নকশা ও মানচিত্রর অনুমোদন হলেই নির্মাণকাজ শুরু হবে বলে জানিয়েছেন তিনি।
তিনি আরও বলেন, “উত্তরপ্রদেশে প্রতিভাবান ক্রিকেটাররা রয়েছেন। সুরেশ রায়না, কুলদীপ যাদব, লেগ-স্পিনার পীযুষ চাওলা, জোরে বোলার প্রবীণ কুমার এবং দুরন্ত ব্যাটার ও ফিল্ডার মহম্মদ কাইফের মতো বিখ্যাত খেলোয়াড়রা উত্তরপ্রদেশের। শুধু তাই নয়, উত্তরপ্রদেশের ক্রিকেটাররা আইপিএল এবং অন্যান্য লিগেও ভালো পারফর্ম করছে।” একইসঙ্গে তিনি জানান, ওই স্টেডিয়ামটি উত্তরপ্রদেশকে ক্রীড়ার পাওয়ার হাউস বানানোর একটি নিদর্শন হতে চলেছে।