
একটা সময় ছিলেন শুধুমাত্র ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্লেয়ার। দুর্দান্ত পারফর্ম করায় জাতীয় দলেও সুযোগ পেয়েছিলেন। কিন্তু দীর্ঘস্থায়ী হয়নি কেরিয়ার। গৌতম গম্ভীর ভারতের কোচ হওয়ার পর ফের একবার জাতীয় দলে সুযোগ মেলে। দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত পারফর্ম করে চলেছেন বরুণ চক্রবর্তী। টি-টোয়েন্টিতে গৌতম গম্ভীরের বড় ভরসা হয়ে উঠেছেন। শুধু তাই নয়, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওয়ান ফর্ম্যাটেও দুর্দান্ত খেলেছিলেন। ছন্দ ধরে রেখেছেন এশিয়া কাপেও। আইসিসি ক্রমতালিকায় ভারতের তৃতীয় বোলার হিসেবে শীর্ষস্থানে জায়গা করে নেওয়ার নজিরও গড়লেন বরুণ চক্রবর্তী।
সদ্য় প্রকাশিত আইসিসি টি-টোয়েন্টি বোলারদের ক্রমতালিকায় শীর্ষে মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী। এ বছর সাদা বলের ক্রিকেটে ভারতের অন্যতম ধারাবাহিক বোলার বরুণ। নিউজিল্যান্ডের বোলার জ্যাকব ডাফিকে সরিয়ে শীর্ষস্থান দখল করলেন ভারতের স্পিনার। বছরের শুরুতে ইংল্যান্ডের বিরুদ্ধে ফাইফার নিয়েছিলেন বরুণ চক্রবর্তী। এশিয়া কাপে তাঁর নামের পাশে দু-ম্যাচে মাত্র ২ উইকেট হলেও ইকোনমি দুর্দান্ত। আরব আমির শাহির বিরুদ্ধে মাত্র ৪ রান দিয়ে একটি উইকেট নিয়েছিলেন। পাকিস্তানের বিরুদ্ধে ৪ ওভারে ২৪ রান দিয়ে ১ উইকেট।
ভারতীয় বোলারদের মধ্যে আইসিসি টি-টোয়েন্টি ক্রমতালিকায় এর আগে শীর্ষস্থান দখল করার নজির ছিল জসপ্রীত বুমরা ও রবি বিষ্ণোইয়ের। বরুণ শীর্ষস্থান দখল করায় দ্বিতীয় স্থানে নেমে গিয়েছেন কিউয়ি বোলার জ্যাকব ডাফি। ওয়েস্ট ইন্ডিজের বাঁ হাতি স্পিনার আকিল হোসেন বোলারদের ক্রমতালিকায় তৃতীয় স্থানে রয়েছেন। অস্ট্রেলিয়ার লেগ স্পিনার অ্যাডাম জাম্পা রয়েছেন পঞ্চম স্থানে। সেরা দশে ভারতের আর এক বোলার রয়েছেন। দু-ধাপ নেমে আটে ভারতীয় লেগস্পিনার রবি বিষ্ণোই।