
মিতালি রাজ, হরমন কৌর কিংবা স্মৃতি মান্ধানাদের মতো ট্যালেন্টেড নন। তবে ভারতীয় মহিলা ক্রিকেট দলে একটা সময় ছিলেন ইমপ্যাক্টফুল ক্রিকেটার। যিনি মিডল অর্ডারে ব্যাট করতেন, অফস্পিনার। আর সবচেয়ে বড় দিক, দুর্দান্ত ফিল্ডার। ক্রিকেটকে পুরোপুরি বিদায় জানালেন সেই বেদা কৃষ্ণমূর্তি। দেশের জার্সিতে অনেক অনেক স্মরণীয় ম্যাচ খেলেছেন। শেষ ম্যাচটাও স্মরণীয় বলা যায়। ২০২০ সালে প্রথম বার টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে ওঠে ভারত। মেলবোর্নে ফাইনাল। আন্তর্জাতিক নারী দিবসে সেই ম্যাচ। মেলবোর্নের গ্যালারিতে প্রায় ৯০ হাজার দর্শকের ইতিহাস। ভারত ফাইনালে হারে। সেটাই দেশের জার্সিতে শেষ ম্যাচ হয়ে দাঁড়ায় বেদা কৃষ্ণমূর্তির।
মেয়েদের ক্রিকেটে ভারতের সিনিয়র দল এখনও কোনও আইসিসি ট্রফি জেতেনি। তবে বেশ কয়েক বার ট্রফির খুব কাছ থেকে ফিরেছে। এর মধ্যে উল্লেখযোগ্য দুটি মুহূর্ত ২০১৭ সালে ওয়ান ডে বিশ্বকাপ ফাইনাল। লর্ডসে অল্পের জন্য ট্রফি হাতছাড়া হয়েছিল ভারতের। সেই ফাইনালেও ছিলেন বেদা কৃষ্ণমূর্তি। এ দিন বেদা কৃষ্ণমূর্তি ঘোষণা করেন, পেশাদার ক্রিকেটকে পুরোপুরি বিদায় জানালেন।
দেশের জার্সিতে ৪৮টি ওয়ান ডে ম্যাচ, ৭৬টি টি-টোয়েন্টি খেলেছিলেন। ২০২৪ সালে উইমেন্স প্রিমিয়ার লিগে গুজরাট জায়ান্টস জার্সিতে শেষ বার ম্যাচে নেমেছিলেন। বেদা কৃষ্ণমূর্তি অবসর প্রসঙ্গে লিখেছেন, ‘ক্রিকেট আমার কাছে শুধুই কেরিয়ার ছিল না। আমাকে অনেক কিছু দিয়েছে। আমি কে, সবকিছুর সঙ্গে কীভাবে লড়াই করতে হয়, ক্রিকেট আমাকে শিখিয়েছে। এ বার সময় এসেছে, ক্রিকেটকে কিছু ফিরিয়ে দেওয়ার। সেটা যেভাবেই হোক। আশা করি, ক্রিকেটে আমার দ্বিতীয় ইনিংসটাও আরও ভালো হবে।’
From a small-town girl with big dreams to wearing the India jersey with pride.
Grateful for everything cricket gave me the lessons, the people, the memories.
It’s time to say goodbye to playing, but not to the game.
Always for India. Always for the team. 🇮🇳 pic.twitter.com/okRdjYuW2R— Veda Krishnamurthy (@vedakmurthy08) July 25, 2025