AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Venkatesh Prasad KL Rahul : রাহুলের জন্য আমেরিকার মন্দিরে প্রার্থনা প্রসাদের, সঙ্গী ক্রিকেটারের শ্বশুর

চোট সারিয়ে এশিয়া কাপের দলে জায়গা করে নিয়েছেন কেএল রাহুল। তাঁর সুস্থতা কামনা এবং ওডিআই বিশ্বকাপে ভারতের ভালো ফলের জন্য প্রার্থনা করলেন প্রাক্তন ক্রিকেটার ভেঙ্কটেশ প্রসাদ।

Venkatesh Prasad KL Rahul : রাহুলের জন্য আমেরিকার মন্দিরে প্রার্থনা প্রসাদের, সঙ্গী ক্রিকেটারের শ্বশুর
| Edited By: | Updated on: Aug 23, 2023 | 1:42 PM
Share

কলকাতা : চূড়ান্ত খারাপ ফর্মে থাকা লোকেশ রাহুলের (KL Rahul) ব্যাপক সমালোচনা করেছিলেন প্রাক্তন ক্রিকেটার ভেঙ্কটেশ প্রসাদ। রাহুলকে নিয়ে প্রসাদের বাণী শিরোনামে ছিল বেশ কিছুদিন। সেই ভেঙ্কটেশ প্রসাদই কর্নাটকী কিপার ব্যাটারের সুস্থতা ও বিশ্বকাপে ভালো পারফরম্যান্সের জন্য ছুটলেন মন্দিরে। নিউ জার্সির স্বামী নায়ারণ মন্দিরে গিয়েছিলেন প্রসাদ (Venkatesh Prasad)। সেখানে রাহুল ও বিশ্বকাপে ভারতীয় দলের জন্য প্রার্থনা করেন তিনি। এই যাত্রায় ভেঙ্কটেশ প্রসাদের সঙ্গী হয়েছিলেন লোকেশ রাহুলের শ্বশুর তথা অভিনেতা সুনীল শেট্টি। অভিনেতার সঙ্গে বিমানে বসে তোলা সেলফি এক্সে পোস্ট করেন প্রাক্তন ক্রিকেটার। ক্যাপশনে লেখেন, “কেএল রাহুলের জন্য চুপিচুপি প্রার্থনা করলাম। যাতে বিশ্বকাপে ও আমার মতো সমালোচকদের মুখ একেবারে বন্ধ করে দিতে পারে।” বিস্তারিত রইল TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

এ বছরের আইপিএল চলাকালীন চোট পেয়ে চার মাসের জন্য মাঠের বাইরে চলে যান লোকেশ রাহুল। অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে সম্প্রতি এশিয়া কাপের দলে ডাক পেয়েছেন। সরাসরি এশিয়া কাপে কামব্যাকের তোড়জোড় করছেন। এখানেও বাধা। পুরনো চোট থেকে সেরে উঠলেও নতুন করে হালকা চোট পেয়েছেন তিনি। নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকর জানিয়েছেন, এশিয়া কাপের প্রথমদিকের কয়েকটি ম্যাচ মিস করতে পারেন রাহুল। তার মধ্যে ভারত-পাকিস্তান ২ অক্টোবরের ম্যাচটি রয়েছে। চোট নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডকে চিন্তায় রেখেছেন তিনি। সম্পূর্ণ সুস্থ হয়ে এশিয়া কাপ দিয়ে জাতীয় দলে কামব্যাক এবং বিশ্বকাপে তাঁর থেকে ভালো পারফর্ম্যান্সের আশা করছেন অনুরাগীরা। ভেঙ্কটেশ প্রসাদ এক কদম এগিয়ে বিদেশে গিয়ে মন্দিরে প্রার্থনা করে এলেন।

তিনি এক্সের ওই পোস্টে লিখেছেন, “নিউ জার্সির স্বামী নায়ারণ মন্দির দর্শন করে এলাম আন্নার সঙ্গে। দেশবাসীর সুস্থতা এবং ভারতীয় দল যাতে বিশ্বকাপে ভালো পারফর্ম করে তার জন্য প্রার্থনা করে এলাম। একইসঙ্গে কেএল রাহুলের জন্যও প্রার্থনা করেছি যাতে বিশ্বকাপে ভালো পারফর্ম করে আমার মতো সমালোচকদের চুপ করিয়ে দিতে পারে। সবাই সুখে থাকুক।”