Asia Cup 2023 : প্রবল বৃষ্টিতে আশঙ্কায় এশিয়া কাপ, সরছে অন্যত্র

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Sep 03, 2023 | 7:06 PM

শ্রীলঙ্কা-বাংলাদেশ ম্যাচ বৃষ্টিতে বিঘ্নিত হয়েছিল। তবে ভেস্তে যায়নি। কিন্তু ভারত-পাকিস্তান ম্যাচ বৃষ্টিতে ধুয়ে গিয়েছে। সোমবার ভারত-নেপাল ম্যাচ। ওই ম্যাচ ঘিরেও রয়েছে বৃষ্টির আশঙ্কা।

Asia Cup 2023 : প্রবল বৃষ্টিতে আশঙ্কায় এশিয়া কাপ, সরছে অন্যত্র

Follow Us

কলম্বো : ভারত-পাকিস্তান ম্যাচ ভেস্তে গিয়েছে বৃষ্টিতে। এশিয়া কাপের (Asia Cup 2023) আরও ম্যাচ ধুয়ে যেতে পারে, এমনই আশঙ্কা করছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। যে কারণে বাধ্য হয়ে পাল্লেকেলে ও কলম্বো থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এশিয়া কাপ। বাকি ম্যাচ কোথায় হবে, তাও ঠিক করে ফেলা হয়েছে। এশিয়া কাপের আয়োজক পাকিস্তান। কিন্তু হাইব্রিড মডেলে এ বার হচ্ছে টুর্নামেন্ট। পাকিস্তানে কিছু ম্যাচ। ভারত-সহ বাকি ম্যাচ শ্রীলঙ্কায়। কলম্বো আর পাল্লেকেলেকে দুটো মাঠ হিসেবে রাখা হয়েছে। কিন্তু আগামী এক সপ্তাহের যা ওয়েদার ফোরকাস্ট, তাতে ঝেঁপে বৃষ্টি হওয়ার কথা। সেই আশঙ্কার কথা মাথায় রেখেই অন্যত্র সরানো হচ্ছে এশিয়া কাপ। বিস্তারিত রইল TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

পাকিস্তানের সঙ্গে রাজনৈতিক সম্পর্কের জেরে ওই দেশে খেলতে যেতে রাজি হয়নি ভারতীয় টিম। তাই ভারতের সব ম্যাচই রাখা হয়েছে শ্রীলঙ্কায়। পরিবর্তিত পরিস্থিতিতে পাল্লেকেলে ও কলম্বোতেও ম্যাচ আয়োজন করা নিয়ে দেখা দিয়েছে আশঙ্কা। বলা হচ্ছে, আগামী একটা সপ্তাহ প্রবল বৃষ্টি হতে পারে। শ্রীলঙ্কা-বাংলাদেশ ম্যাচ বৃষ্টিতে বিঘ্নিত হয়েছিল। তবে ভেস্তে যায়নি। কিন্তু ভারত-পাকিস্তান ম্যাচ বৃষ্টিতে ধুয়ে গিয়েছে। সোমবার ভারত-নেপাল ম্যাচ। ওই ম্যাচ ঘিরেও রয়েছে বৃষ্টির আশঙ্কা। সেই কারণেই এশিয়া কাপ সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে শ্রীলঙ্কা থেকে নয়। ওই দেশেই হবে টুর্নামেন্ট। কলম্বো ও পাল্লেকেলের বদলে ডাম্বুলায় টুর্নামেন্টের বাকি ম্যাচ আয়োজন করা হবে।

ডাম্বুলাকে পরবর্তী ভেনু হিসেবে বাছার কারণ, শ্রীলঙ্কার ওই অঞ্চলে বৃষ্টির প্রভাব এই সময় কম থাকে। হলেও তা যথেষ্ট কম। তাই ডাম্বুলাকেই এশিয়া কাপের বাকি ম্যাচের ভেনু হিসেবে বাছা হয়েছে। অবশ্য ভারত-নেপাল ম্যাচ পাল্লেকেলেতেই। যদি সেখানেও বৃষ্টির কারণে ম্যাচ না হয়, তা হলে অবশ্য ভারতের মাথাব্যথার তেমন কারণ নেই। কারণ ২ পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সুপার ফোরে পা রাখবে ভারত। তবে সুপার ফোরের ম্যাচগুলি বৃষ্টির কারণে ভেস্তে যেতে পারে। এই আশঙ্কা মাথায় রেখেই হয়তো বাকি ম্যাচ সরানোর কথা ভাবা হয়েছে।

Next Article