Mukesh Kumar : ‘তিন ফরম্যাটেই খেলার ক্ষমতা রয়েছে’, মুকেশকে দরাজ সার্টিফিকেট বোলিং কোচের

বাংলার পেসার মুকেশ কুমারের প্রশংসায় পঞ্চমুখ হলেন ভারতীয় দলের বোলিং কোচ পারস মামব্রে। মুকেশের মধ্যে তিন ফরম্যাটেই খেলা চালিয়ে যাওয়ার ক্ষমতা দেখছেন তিনি।

Mukesh Kumar : 'তিন ফরম্যাটেই খেলার ক্ষমতা রয়েছে', মুকেশকে দরাজ সার্টিফিকেট বোলিং কোচের
Follow Us:
| Edited By: | Updated on: Aug 12, 2023 | 4:21 PM

কলকাতা : ভারতীয় দলের জার্সিতে সাকুল্যে একটি টেস্ট, তিনটি ওডিআই এবং ১টি টি ২০ ম্যাচ খেলেছেন মুকেশ কুমার (Mukesh Kumar)। চলতি ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারতীয় দলের হয়ে তিন ফরম্যাটেই অভিষেক হয়েছে মুকেশের। এই স্বল্প দিনের মধ্যেই জাতীয় দলের ড্রেসিংরুমে সকলের পছন্দের মানুষ হয়ে উঠেছেন বাংলার পেসার। ঘরোয়া ক্রিকেটের পরিচিত মুখ মুকেশ কম সময়ের মধ্যে আন্তর্জাতিক ম্যাচের চাপ সামলাতেও দক্ষ হয়ে উঠেছেন। এমনকী ক্রিকেট খেলাটির প্রতি তাঁর যে ভাবনাচিন্তা তাতেই বেজায় খুশি টিম ম্যানেজমেন্ট। ২৯ বছরের ডান হাতি পেসার সম্পর্কে দরাজ সার্টিফিকেট দিলেন ভারতীয় দলের বোলিং কোচ পারশ মামব্রে। অল্প সময়ের মধ্যে পেসারের উন্নতি দেখে খুশি বোলিং কোচ। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

আজ ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ চতুর্থ টি ২০ ম্যাচ। তার আগে মুকেশ সম্পর্কে মেন ইন ব্লুর বোলিং কোচ বলেছেন, “ও যেভাবে উন্নতি করেছে তাতে আমরা খুশি। ওর ভাবনাচিন্তা নিয়েও আমরা সন্তুষ্ট। ওর সঙ্গে আলোচনা করে যেটা বুঝেছি তাতে ক্রিকেট খেলাটির প্রতি ওর ভাবনাচিন্তা তারিফযোগ্য। আমরা জানি ওর তিনটি ফরম্যাটেই খেলার মতো ক্ষমতা রয়েছে। ওর ওয়ার্কলোডের দিকটা ভালোভাবে ম্যানেজ করতে হবে। ও প্রচুর ডোমেস্টিক ক্রিকেট খেলেছে। এই গুণগুলো সেখান থেকেই পেয়েছে।”

টি নটরাজনের পর দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে একটি সফরে তিন ফরম্যাটে অভিষেক হয়েছে মুকেশ কুমারের। মামব্রে বলছেন, কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে অভিষেক সফরে বিভিন্ন উইকেটে পারফর্ম করা সহজ কাজ নয়। কিন্তু ও যেভাবে পারফর্ম করেছে তাতে আমরা ভীষণ খুশি। টেস্টে ২টি উইকেট, ৩টি ওডিআই ম্যাচে ৪টি এবং ১টি টি ২০ ম্যাচ খেলে এখনও পর্যন্ত ১টি উইকেট পেয়েছেন মুকেশ।