India vs West Indies 2023: দক্ষিণ আফ্রিকায় রাহানে ভরসা! এখন থেকেই পরিকল্পনা শুরু

IND vs WI 2023 Test: পোর্ট অব স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট। এরপর ভারত সাদা বলের ক্রিকেটেই খেলবে। এশিয়া কাপ, এশিয়ান গেমস, আয়ার্ল্যান্ড সফর, বিশ্বকাপ। টেস্টে ভারতের পরবর্তী সিরিজ দক্ষিণ আফ্রিকায়।

India vs West Indies 2023: দক্ষিণ আফ্রিকায় রাহানে ভরসা! এখন থেকেই পরিকল্পনা শুরু
Image Credit source: twitter
Follow Us:
| Edited By: | Updated on: Jul 17, 2023 | 5:24 PM

ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে টিম ইন্ডিয়া। দু-ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে বিশাল ব্যবধানে জিতেছে ভারত। দ্বিতীয় টেস্ট শুরু হবে ২০ জুলাই। এরপর তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ এবং পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও রয়েছে। ভারতীয় শিবিরের প্রাথমিক ভাবনায় দ্বিতীয় টেস্ট। দলের কিছু প্লেয়ারের কাছে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে এই ম্যাচ। পাশাপাশি দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজও ভাবনায় রয়েছে ভারতীয় শিবিরের। ব্যাটিং কোচ বিক্রম রাঠোর মনে করছেন, প্রোটিয়াদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন অজিঙ্ক রাহানে। বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপ। এরপর দক্ষিণ আফ্রিকা সফরে যাবে ভারত। গত দক্ষিণ আফ্রিকা সফরে তিন ম্যাচের টেস্ট সিরিজে এগিয়ে থেকেও হার। সেই সিরিজের পরই টেস্ট নেতৃত্বও ছাড়েন বিরাট কোহলি। বিশ্বকাপ অবধি অন্তত নেতৃত্বে থাকবেন রোহিত শর্মাই। এরপর কোনও পরিবর্তন হয় কী না, দেখার। দক্ষিণ আফ্রিকা সফরে ভারতীয় ব্যাটিংয়ে নজর থাকবে রাহানের দিকে।

দীর্ঘ প্রায় দেড় বছর পর টেস্ট স্কোয়াডে প্রত্যাবর্তন করেছিলেন রাহানে। সরাসরি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলেন। দু-ইনিংসেই ব্যাট হাতে ভরসা দেন জিঙ্কস। ওয়েস্ট ইন্ডিজে ভাইস ক্যাপ্টেন্সি ফিরে পান রাহানে। তবে ডমিনিকা টেস্টে নজর কাড়তে পারেননি। ব্যাটিং কোচ বিক্রম রাঠোর বলেন, ‘বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অনবদ্য পারফর্ম করেছে রাহানে। তার আগে ফর্মের কারণেই বাদ পড়েছিল। টেকনিকের দিক থেকে রাহানে বরাবরই দুর্দান্ত। তবে প্রত্যাবর্তনের পর সবচেয়ে ভালো লাগছে ওর ঠান্ডা মানসিকতা। শরীরের কাছাকাছি বল খেলার চেষ্টা করছে। দক্ষিণ আফ্রিকার পরিবেশে ওর মতো একজন ব্যাটারের সাফল্য পাওয়া খুবই জরুরি।’

পোর্ট অব স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট। এরপর ভারত সাদা বলের ক্রিকেটেই খেলবে। এশিয়া কাপ, এশিয়ান গেমস, আয়ার্ল্যান্ড সফর, বিশ্বকাপ। টেস্টে ভারতের পরবর্তী সিরিজ দক্ষিণ আফ্রিকায়।