Indian Cricket: ব্যাটিং কোচের পদে ফের আবেদন বিক্রম রাঠোরের

রাঠোর বলেন, 'এই দলের সঙ্গে কাজ করে অনেক কিছু শিখতে পেরেছি। এই দলে অনেক স্কিলফুল ক্রিকেটাররা আছেন। সামনের লক্ষ্যে আমি এগিয়ে যেতে সচেষ্ট। ইতিমধ্যেই ব্যাটিং কোচের জন্য ফের আবেদন করেছি। যদি আবারও দায়িত্ব পাই, তাহলে অনেক কাজ করতে হবে। প্রচুর কাজ এখনও বাকি।'

Indian Cricket: ব্যাটিং কোচের পদে ফের আবেদন বিক্রম রাঠোরের
বিক্রম রাঠোর। ছবি: টুইটার

| Edited By: কৌস্তভ গঙ্গোপাধ্যায়

Nov 02, 2021 | 4:44 PM

আবু ধাবি: ব্যাটিং কোচের জন্য ফের আবেদন বিক্রম রাঠোরের (Vikram Rathour)। মঙ্গলবার ভারতীয় দলের সাংবাদিক সম্মেলনে এসে জানালেন তিনি। গত ১৭ অক্টোবর কোচিং স্টাফ (Coaching Staff) নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছিল বোর্ড। আগামিকালই আবেদনের শেষ তারিখ। তবে বিশ্বকাপে (T20 World Cup) কোহলিদের (Virat Kohli) সঙ্গে ব্যস্ত থাকলেও ব্যাটিং কোচের জন্য পুণরায় আবেদন করেছেন রাঠোর।

আগামিকাল আফগানিস্তানের (Afghanistan) বিরুদ্ধে ম্যাচ খেলতে নামবেন বিরাটরা। তার আগে সাংবাদিক সম্মেলনে এসে রাঠোর বলেন, ‘এই দলের সঙ্গে কাজ করে অনেক কিছু শিখতে পেরেছি। এই দলে অনেক স্কিলফুল ক্রিকেটাররা আছেন। সামনের লক্ষ্যে আমি এগিয়ে যেতে সচেষ্ট। ইতিমধ্যেই ব্যাটিং কোচের জন্য ফের আবেদন করেছি। যদি আবারও দায়িত্ব পাই, তাহলে অনেক কাজ করতে হবে। প্রচুর কাজ এখনও বাকি।’

বিশ্বকাপের পরই মেয়াদ ফুরোচ্ছে কোচ রবি শাস্ত্রীর (Ravi Shastri)। নিজেও আর টিম ইন্ডিয়ার দায়িত্বে থাকতে চান না। শুধু শাস্ত্রীই নন, বোলিং কোচ ভরত অরুণ, ফিল্ডিং কোচ আর শ্রীধর, স্ট্রেন্থ ও কন্ডিশনিং কোচ নিক ওয়েবের মেয়াদ ফুরোচ্ছে বিশ্বকাপের পর। শাস্ত্রীর জায়গায় ভারতীয় দলের কোচ হওয়ার দৌড়ে এগিয়ে রাহুল দ্রাবিড়। বিরাটদের কোচিং করানোর জন্য ইতিমধ্যেই আবেদন করেছেন দ্রাবিড়। বোলিং কোচ হতে পারেন পরশ মাম্বরে। দ্রাবিড়ের জায়গায় এনসিএ প্রধান হওয়ার সম্ভাবনা ভিভিএস লক্ষ্মণের।

 

আরও পড়ুন: Yuvraj Singh: অবসর ভেঙে ফের ২২ গজে ফিরছেন যুবি!