Vinod Kambli: কাম্বলিকে আর্থিক সাহায্যের প্রস্তাব কপিল-সানির, রয়েছে একটাই শর্ত…

ভারতের কিংবদন্তি কপিলের প্রস্তাব মেনে নিলেন কাম্বলি। আর্থিক এবং শারীরিকভাবে তিনি বিপর্যস্ত। কাম্বলিকে রিহ্যাবে পাঠানোর জন্য কপিল দেব, সুনীল গাভাসকর সহ একাধিক প্রাক্তন তারকা এগিয়ে এসেছেন।

Vinod Kambli: কাম্বলিকে আর্থিক সাহায্যের প্রস্তাব কপিল-সানির, রয়েছে একটাই শর্ত...
কাম্বলিকে আর্থিক সাহায্যের প্রস্তাব কপিল-সানির, রয়েছে একটাই শর্ত...
Follow Us:
| Updated on: Dec 14, 2024 | 5:48 PM

কলকাতা: দিন দিন শরীর ভেঙেই চলেছে। আর্থিক ক্ষমতা নেই শরীরকে সারিয়ে তোলার। বছর দু’য়েক আগে বিনোদ কাম্বলি জানিয়েছিলেন, তাঁর একমাত্র আয়ের উৎস বিসিসিআইয়ের প্রতি মাসে দেওয়া ৩০ হাজার টাকা। এই টাকায় আজকালকার দিনে নুন আনতে পান্তা ফুরনোর ব্যবস্থা হয়। এই পরিস্থিতিতে ভারতকে ৮৩-র বিশ্বকাপ জেতানো ক্যাপ্টেন কপিল দেব জানিয়েছেন, তিনি কাম্বলিকে আর্থিক সাহায্য করতে চান।

ভারতের কিংবদন্তি কপিলের প্রস্তাব মেনে নিলেন কাম্বলি। আর্থিক এবং শারীরিকভাবে তিনি বিপর্যস্ত। কাম্বলিকে রিহ্যাবে পাঠানোর জন্য কপিল দেব, সুনীল গাভাসকর সহ একাধিক প্রাক্তন তারকা এগিয়ে এসেছেন। শর্ত একটাই, খরচ কপিল-গাভাসকররা করবেন ঠিকই, কিন্তু সুস্থ হতে হবে কাম্বলিকে। সচিনের ছেলেবেলার বন্ধু এই শর্তে রাজি। তিনি জানিয়েছেন, নতুন করে সুস্থ জীবনে ফেরার স্বপ্ন দেখছেন।

ভিকি লালওয়ানির ইউটিউব শো-তে বিনোদ কাম্বলি বলেছেন, ‘শরীর খারাপ। সারানোর আর্থিক ক্ষমতা নেই আমার। কিন্তু আমার স্ত্রী তারপরও সব দিক যেভাবে সামলায় ওকে স্যালুট জানাতে হয়। কপিল দেব আমাকে আর্থিক সাহায্যের যে প্রস্তাব দিয়েছে, তাতে গাভাসকরও সায় দিয়েছে। আমার রিহ্যাবে যেতে কোনও সমস্যা নেই। কারণ আমি জানি আমার পরিবার সব সময় আমার সঙ্গে রয়েছে। কোনও কিছুতে আমি ভয় পাই না। আমি রিহ্যাবে যাব। আবার সেখান থেকে ফিরেও আসব, এই আশা রাখি।’

এই খবরটিও পড়ুন

কয়েকদিন আগে গুরু রমাকান্ত আচরেকরের স্মৃতিতে তাঁর এক মূর্তি উন্মোচনের অনুষ্ঠাকে বিনোদ কাম্বলি ও সচিন তেন্ডুলকরের সাক্ষাৎ হয়েছিল। সেখানে তাঁদের একসঙ্গে কথাও বলতে দেখা যায়। এরপর থেকেই কাম্বলি ফের লাইমলাইটে।