AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

India Vs England 2021: স্বচ্ছ ইংল্যান্ড অভিযানে বিরাট বন্দনা

ওভালে শেষ দিনের খেলা ভেঙে যাওয়ার পর একটা জলের বোতল পড়ে থাকতে দেখেও তা এড়িয়ে চলে যান ইংল্যান্ডের অধিনায়ক জো রুট

India Vs England 2021:  স্বচ্ছ ইংল্যান্ড অভিযানে বিরাট বন্দনা
অন্য বিরাটকে দেখল ওভাল
| Edited By: | Updated on: Sep 09, 2021 | 8:42 AM
Share

ওভাল: ইংল্যান্ডকে ১৫৭ রানে হারানোর পর একটা ভিডিও ভাইরাল নেটদুনিয়ায়। মোদীর স্বচ্ছ ভারত অভিযান সফল সারা দেশ জুড়ে। এ বার ইংল্যান্ডের মাটিতেও তা করে দেখালেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। যে ভিডিও ভাইরাল হয়েছে, তাতে বিরাটকে কুর্ণিশ জানাচ্ছে ক্রিকেটদুনিয়া। ওভালে শেষ দিনের খেলা ভেঙে যাওয়ার পর একটা জলের বোতল পড়ে থাকতে দেখেও তা এড়িয়ে চলে যান ইংল্যান্ডের অধিনায়ক জো রুট। কিন্তু বিরাট কোহলির তা চোখ এড়ায়নি। বাউন্ডারি লাইনের সামনে পরিত্যক্ত জলের বোতল তুলে তা ড্রেসিংরুমে নিয়ে যান ভারত অধিনায়ক। মুহূর্তে ভাইরাল তা সোশ্যাল মিডিয়ায়। ক্রিকেট অনুরাগী সেটা দেখার পর বলছেন, স্বচ্ছ ইংল্যান্ড অভিযান।

মোদীর স্বচ্ছ ভারত অভিযান প্রকল্প উন্মোচনের পর ভারতে তার সাড়া মিলেছে ব্যাপক ভাবে। বিভিন্ন ফুটবল ক্লাবকে দেখা যায় ম্যাচ শেষে ফুটবলাররা পরিত্যক্ত জিনিসগুলোকে সরিয়ে রাখছেন। এমনকি আইলিগ বা আইএসএলের ম্যাচেও দর্শকরা এমন কাণ্ড করেছেন অনেকবার। কিন্তু বিদেশের মাটিতে কোনও ভারতীয় ক্রিকেটারের এমন কীর্তি এই প্রথম বার।