নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি। বিশ্ব ক্রিকেটের আইকন। দেশের প্রথম বিশ্বজয়ী ক্রিকেট টিমের অধিনায়ক। তাঁকে কি কিডন্যাপ করা হয়েছে? একটি ভাইরাল ভিডিয়ো ঘিরে সোশ্যাল মিডিয়া উত্তাল। দেশের আর এক প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীরও এই ভিডিয়ো শেয়ার করে উদ্বেগ প্রকাশ করেছেন। ভিডিয়োতে দেখা যাচ্ছে, দুই ব্যক্তি কপিল দেবের মতোই দেখতে একজনকে মুখ বাঁধা অবস্থায় কিডন্যাপ করছেন। কী লিখলেন গম্ভীর? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
সোশ্যাল মিডিয়ায় ভিডিয়োটি ভাইরাল হতেই নানা মত উঠে আসছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে, কপিল দেবের হাত ও মুখ বাঁধা! ভিডিয়োর সত্যতা এখনও প্রকাশ্যে আসেনি। দেশের প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর ভিডিয়োটি শেয়ার করে লিখেছেন, ‘কেউ কি আমার মতোই এই ভিডিয়োটি পেয়েছেন? আশা করি এটি সত্যিই কপিল দেব নন। কপিল পাজি সুস্থ আছেন, এমনটাই প্রার্থনা করব। এই দেখুন পোস্টটি।’
এই ভিডিয়ো সম্পর্কে অনেকে লিখেছেন, এটি একটি বিজ্ঞাপনের শুটিংয়ের অংশ। যদিও পুরোপুরি নিশ্চিত নয়। বিজ্ঞাপনের অংশ বলাতেও অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন। দেশের বিশ্বজয়ী অধিনায়ককে নিয়ে এ কেমন ভিডিয়ো! চূড়ান্ত অসভ্যতামি বলেও মন্তব্য করেছেন অনেকে।
Anyone else received this clip, too? Hope it’s not actually @therealkapildev 🤞and that Kapil Paaji is fine! pic.twitter.com/KsIV33Dbmp
— Gautam Gambhir (@GautamGambhir) September 25, 2023
সদ্য বারাণসীতে ক্রিকেট স্টেডিয়ামের শিলান্যাস অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা গিয়েছিল বিশ্বজয়ী অধিনায়ক কপিল দেবকে। তাঁর সঙ্গে ছিলেন রবি শাস্ত্রী, সুনীল গাভাসকর, সচিন তেন্ডুলকরের মতো সতীর্থরাও।