Virat Kohli-Anushka Sharma: আলিবাগে আলিশান ফার্মহাউসের কাজ শুরু, কাদের খামারবাড়ি জানেন?

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Aug 14, 2023 | 6:12 PM

আলিবাগে ভারতের কিংবদন্তি রবি শাস্ত্রী এবং ভারতের অধিনায়ক রোহিত শর্মারও বাড় রয়েছে। এ ছাড়া সেলেব দম্পতি দীপিকা পাড়ুকোন ও রনবীর সিংয়ের আলিবাগে ফার্মহাউস রয়েছে।

Virat Kohli-Anushka Sharma: আলিবাগে আলিশান ফার্মহাউসের কাজ শুরু, কাদের খামারবাড়ি জানেন?
আলিবাগে আলিশান ফার্মহাউসের কাজ শুরু, কাদের খামারবাড়ি জানেন?
Image Credit source: Virat Kohli Twitter

Follow Us

নয়াদিল্লি: এশিয়া কাপের আগে আলিবাগে পৌঁছে গেলেন বিরাট কোহলি (Virat Kohli)। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী, বলিউড সুপারস্টার অনুষ্কা শর্মা (Anushka Sharma)। বিরুষ্কা ২০২২ সালের সেপ্টেম্বরে আলিবাগে ৮ একর জমি কিনেছিলেন। এ বার এই সেলিব্রিটি দম্পতির আলিবাগের আলিশান বাড়ির কাজ শুরু হয়েছে। আরও ভালো করে বললে আলিবাগে এক আলিশান ফার্মহাউস বানাচ্ছেন বিরাট ও অনুষ্কা। তার জন্য স্ত্রীকে নিয়ে বিরাট পৌঁছে গিয়েছেন নতুন বাড়ির কাজ দেখতে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

জানা গিয়েছে, মাস দু’য়েক আগে আলিবাগে বিরাট-অনুষ্কার ফার্মহাউসের কাজ শুরু হয়েছে। প্রায় ২০ হাজার স্কোয়ার ফুট এলাকা জুড়ে তৈরি হচ্ছে বিরুষ্কার স্বপ্নের ফার্মহাউস। এই ফার্মহাউস তৈরি করার দায়িত্ব নিয়েছেন আর্কিটেক্ট মজুমদার ব্র্যাভো। জানা গিয়েছে, আগামী ১৮-২৫ মাসের মধ্যে এই ফার্মহাউসের প্রাঙ্গনটি তৈরি হয়ে যাবে। খামারবাড়ির কাজ ঠিক ঠাক হচ্ছে কিনা তা দেখতেই আলিবাগে গিয়েছিলেন বিরাট ও অনুষ্কা। সেখানেস তাঁদের দেখে স্থানীয় বাসিন্দারা ভিড় করেন। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

স্ত্রী অনুষ্কা শর্মাকে নিয়ে বিরাট কোহলি পৌঁছে গিয়েছেন আলিবাগে নতুন বাড়ির কাজ দেখতে (ছবি-টুইটার)।

বিরাট-অনুষ্কা তাঁদের স্বপ্নের ফার্মহাউস বানাতে কোনও কসুর রাখছেন না। গত বছর প্রায় ১৯.২৪ কোটি টাকা খরচ করে আলিবাগে এই জমিটি কেনেন বিরুষ্কা। সূত্রের খবর অনুযায়ী, বিরাট-অনুষ্কা আলিবাগে খামারবাড়ি বানানোর জন্য স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে যাবতীয় ক্লিয়ারেন্স পেয়ে গিয়েছেন। জানা গিয়েছে, সরকারের কোষাগারে এই খামারবাড়ি তৈরি করার জন্য বিরাট-অনুষ্কা ১ কোটি ১৫ লক্ষ টাকা জমা দিয়েছেন। বিরাট কোহলির দাদা বিকাশ কোহলি এই লেনদেনটি পূর্ণ করেছিলেন। একইসঙ্গে তাঁদের ৩ কোটি ৩৫ লক্ষ টাকার স্ট্যাম্প ডিউটি জমা দিতে হয়েছে। আলিবাগে ভারতের কিংবদন্তি রবি শাস্ত্রী এবং ভারতের অধিনায়ক রোহিত শর্মারও বাড় রয়েছে। এ ছাড়া সেলেব দম্পতি দীপিকা পাড়ুকোন ও রনবীর সিংয়ের আলিবাগে ফার্মহাউস রয়েছে।

 

Next Article