Suryakumar Yadav: উচ্ছ্বসিত বিরাট, বিপক্ষ ক্যাপ্টেনের প্রশংসাও আদায় করে নিলেন SKY

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

May 13, 2023 | 2:10 AM

MI vs GT, IPL 2023 : গুজরাটের বিরুদ্ধে ২০২৩ আইপিএলে এতদিনের অধরা শতরান পূর্ণ করে নিলেন। ৪৯ বলে অপরাজিত ১০৩ রানের অনবদ্য ইনিংস।

Suryakumar Yadav: উচ্ছ্বসিত বিরাট, বিপক্ষ ক্যাপ্টেনের প্রশংসাও আদায় করে নিলেন SKY
Image Credit source: Twitter

Follow Us

মুম্বই: চলতি আইপিএলের শুরুটা একেবারেই ভালো হয়নি মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians)। রোহিত শর্মার অফ ফর্ম। বোলিং বিভাগের ব্যর্থতা। পাঁচবারের চ্যাম্পিয়নদের নিয়ে আশার আলো দেখছিলেন না ক্রিকেট সমর্থকরা। পয়েন্ট টেবলের নিচের থাকা মুম্বই পরপর কয়েকটি ম্যাচ জিতে প্লে অফের দৌড়ে ঢুকে পড়েছিল গত ম্যাচে (IPL 2023)। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ম্যাচ জিতে টেবলের ৩ নম্বরে উঠে আসে মুম্বই ইন্ডিয়ান্স। যার পিছনে ছিল দলের ব্যাটারদের অনবদ্য পারফরম্যান্স। ১৪ পয়েন্ট প্লে অফের জোর দাবিদার মুম্বই। শুক্রবার গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ব্যাটিং বিক্রম দেখাল মুম্বই। বলা ভাল, সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) দাপট। টি-২০ ফরম্যাটের জন্য পরিচিত হলেও আইপিএলে শতরান অধরা ছিল সূর্যকুমার যাদবের। গুজরাটের বিরুদ্ধে ২০২৩ আইপিএলে এতদিনের অধরা শতরান পূর্ণ করে নিলেন। ৪৯ বলে অপরাজিত ১০৩ রানের অনবদ্য ইনিংস। সারা ওয়াংখেড়ে স্টেডিয়াম, নিজের টিমের পাশাপাশি এদিনের বিপক্ষের ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়ার মন জয় করে নিয়েছেন সূর্য। স্কাইয়ের অনবদ্য ইনিংসে উচ্ছ্বসিত আরসিবি তারকা বিরাট কোহলিও। বিস্তারিত রইল TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

শুক্রবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে আইপিএল কেরিয়ারের প্রথম শতরান হাঁকান সূর্য। চলতি আইপিএলের চতুর্থ শতরান এটি। আইপিএলে সূর্যের ব্যাটে তিন অঙ্কের ঘর পার হতেই নেটমাধ্যম সূর্যের প্রশংসায় ভেসেছে। বাদ গেলেন না বিরাট কোহলিও। আইপিএলে প্রায় প্রতিটি ম্যাচেই চোখ রাখছেন বিরাট। ভালো পারফরম্যান্সের প্রশংসা করছেন নিয়মিত। প্রতিপক্ষ দলের সদস্য হলেও জাতীয় দলের সতীর্থের আইপিএল শতরানে উচ্ছ্বসিত কোহলি। সূর্যের ছবি ইনস্টা স্টোরিতে দিয়ে মরাঠি ভাষায় বিরাট লিখলেন, ‘তুলা মানলা ভাও।’ যার অর্থ হল তোমায় কুর্নিশ। সঙ্গে স্যালুটের ইমোজি।

ম্যাচ শেষে পরাজিত সৈনিক হার্দিক পান্ডিয়ার মুখেও শোনা গেল স্কাই-বন্দনা। একটা সময় মুম্বইয়ের হয়ে দু’জনে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছেন। এখন পথ আলাদা। সূর্য মুম্বইয়ে থেকে গেলেও গুজরাট টাইটান্সের ক্যাপ্টেন হার্দিক। তাতে কী? শেষ বলে ছয় হাঁকিয়ে সূর্যের শতরান পূর্ণ হতেই স্কাইকে জড়িয়ে ধরে অভিনন্দন জানান হার্দিক। ম্যাচের পর বলেন, “SKY-এর বিষয়ে লোকে অনেক কথা বলেছে। টি-২০ ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার ও। ওর বিরুদ্ধে ফিল্ডিং সাজানো সত্যিই কঠিন কাজ। আমাদের বোলারদের উপর ক্রমাগত চাপ সৃষ্টি করছিল ও।”

Next Article