মুম্বই: বিরাট… বিরাট… ওয়াংখেড়ে স্টেডিয়ামে শব্দব্রহ্ম। সাগরপারে চলছে ভারত-নিউজিল্যান্ড (India vs New Zealand) মহারণ। ঐতিহাসিক ওয়াংখেড়েতে মাস্টার ব্লাস্টারের সামনে তাঁকে ছাপিয়ে গেলেন বিরাট কোহলি (Virat Kohli)। ম্যাঞ্চেস্টারে বছর চারেক আগে কিউয়িদের কাছে সেমিফাইনালে হেরেছিল ভারত। আজ মুম্বইয়ে কিউয়িদের বিরুদ্ধে বদলা নেওয়ার পালা। তাতে সফল হলে মিলবে বিশ্বকাপের (ICC World Cup 2023) ফাইনালের টিকিট। ভারতের ইনিংস শেষ। বিরাট ও শ্রেয়স আইয়ারের জোড়া সেঞ্চুরিতে ভর করে নিউজিল্যান্ডকে ৩৯৮ রানের টার্গেট দিল ভারত। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
সেমিফাইনালের মঞ্চে হাফসেঞ্চুরি হাতছাড়া করেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। শুরু থেকেই বিধ্বংসী মেজাজে খেলছিলেন রোহিত। নবম ওভারে সাউদি তুলে নেন রোহিতের (৪৭) উইকেট। এরপর বিরাট কোহলির সঙ্গে জুটি বাঁধেন শুভমন গিল। এই জুটি ভালোই এগোচ্ছিল। কিন্তু পায়ের পেশিতে টান ধরার ফলে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়তে বাধ্য হন শুভমন। এরপর বিরাট কোহলি এবং শ্রেয়স আইয়ার দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। দেখতে দেখতে ক্রিকেট ঈশ্বরের সামনে ওডিআই কেরিয়ারের ৫০তম শতরান পূর্ণ করে ফেলেন বিরাট কোহলি। ২০১৩ সালের ১৫ নভেম্বর সচিন তেন্ডুলকর ওয়াংখেড়েতে শেষ বার আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছিলেন। আর আজও ১৫ নভেম্বর। মাঝে পেরিয়েছে ১০বছর। আজ সচিনের সামনেই তাঁর সবচেয়ে বেশি একদিনের ক্রিকেটে সেঞ্চুরির রেকর্ড ভেঙে দিলেন বিরাট।
শ্রেয়স আইয়ারের সঙ্গে তৃতীয় উইকেটে ১৬৩ রানের পার্টনারশিপ গড়েন বিরাট। অবশ্য শেষ অবধি ক্রিজে থাকতে পারেননি বিরাট। ১১৩ বলে ১১৭ রান করে মাঠ ছাড়েন বিরাট। টিম সাউদি ফেরান কোহলিকে। এরপর লোকেশ রাহুল ও শ্রেয়স আইয়ার জুটিতে ওঠে ৫৪ রান। দেখতে দেখতে শতরান পূর্ণ করে ফেলেন শ্রেয়স আইয়ার। ৪৯তম ওভারে শ্রেয়সের উইকেট তুলে নেন ট্রেন্ট বোল্ট। ৭০ বলে ১০৫ রানের ইনিংস উপহার দিয়ে ফেরেন শ্রেয়স। ৫০তম ওভারের প্রথম বলে সূর্যকুমারকে ফেরান সাউদি। এরপর ম্যাচ শেষ করতে মাঠে ফের নামেন শুভমন গিল। শেষ অবধি ৮০ রানে গিল অপরাজিত থেকে মাঠ ছাড়েন। এবং ৩৯ রানে অপরাজিত থাকেন লোকেশ রাহুল। ৪ উইকেট হারিয়ে ৩৯৭ রান তোলে ভারত। কিউয়িদের জিততে হলে তুলতে হবে ৩৯৮ রান।