Virat Kohli : বড় হচ্ছে কোহলির পরিবার, লন্ডনে গিয়ে পেলেন সুখবর

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

May 26, 2023 | 1:56 PM

WTC ফাইনালেরর জন্য এই মুহূর্তে বিরাট কোহলি রয়েছেন লন্ডনে। টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC Final 2023) প্রস্তুতির মাঝেই পেলেন সুখবর।

Virat Kohli : বড় হচ্ছে কোহলির পরিবার, লন্ডনে গিয়ে পেলেন সুখবর
Image Credit source: Twitter

Follow Us

কলকাতা: দুরন্ত ফর্মে রয়েছেন, তা সত্ত্বেও আইপিএলের (IPL 2023) প্লে অফে নেই বিরাট কোহলি (Virat Kohli)। গ্রুপ পর্ব থেকে আরসিবির বিদায় হয়েছে। আরও একবার স্বপ্নভঙ্গের যন্ত্রণা নিয়ে মাঠ ছেড়েছেন বিরাট। এ বার মাথা থেকে আইপিএলকে বের করার সময়। কারণ সামনেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। WTC ফাইনালেরর জন্য এই মুহূর্তে বিরাট কোহলি রয়েছেন লন্ডনে। টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC Final 2023) প্রস্তুতির মাঝেই পেলেন সুখবর। কোহলির ইনস্টাগ্রাম পরিবার আরও বড় হয়েছে। এই মুহূর্তে ইনস্টায় তাঁর ফলোয়ার্স সংখ্যা ২৫০ মিলিয়ন। ক্রিকেটারদের মধ্যে তো বটেই, এশিয়ার মধ্যে কোনও সেলিব্রিটির এত বিপুল পরিমাণ ফলোয়ার্স নেই। বিরাটের আগে রয়েছেন মাত্র দু’জন। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং লিওনেল মেসি। রোনাল্ডোর ফলোয়ার্স সংখ্যা ৫৮৫ মিলিয়ন। মেসির ইনস্টা পরিবারের সংখ্যা ৪৬৪ মিলিয়ন ফলোয়ার্স। বিস্তারিত TV9 Bangla Sports-র এই প্রতিবেদনে।

২৫০ মিলিয়ন অর্থাৎ ২৫ কোটি মানুষ বিরাট কোহলিকে ফলো করেন। কোহলির থেকে মেসি ও রোনাল্ডো এগিয়ে থাকলেও ইনস্টা ফলোতে এগিয়ে রয়েছেন নেইমার জুনিয়র ও লেব্রোন জেমস। নেইমারের ফলোয়ার্স সংখ্যা ২০৮ মিলিয়ন। বিরাট কোহলির পর ফলোয়ার্স সংখ্যায় ভারতীয় সেলিব্রিটিদের মধ্যে এগিয়ে রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। ৮৭.৬ মিলিয়ন ফলোয়ার্স দেশি গার্লের। বিরাটের এই ফলোয়ার্স সংখ্যা শুধুমাত্র ইনস্টাগ্রামে। এছাড়া ফেসবুক, টুইটারেও তাঁর লক্ষ লক্ষ অনুরাগী। বিশ্বজুড়ে বড় বড় সেলিব্রিটিরা ইনস্টায় বিরাটকে ফলো করেন। ক্রিকেটাররা তো রয়েছেনই। জনপ্রিয় ক্রিকেটারদের মধ্যে বিরাটের ফলোয়ার্স লিস্টে রয়েছেন, সচিন তেন্ডুলকর, হার্দিক পান্ডিয়া, লোকেশ রাহুল, স্মৃতি মান্ধানাদের মতো আরও অনেকে। ইনস্টায় বিরাটের অনেক পরে রয়েছেন এমএস ধোনি, সচিন তেন্ডুলকর, রোহিত শর্মারা।

প্লে অফে সুযোগ না পেলেও আইপিএলে দারুণ পারফরম্যান্স তাঁর। ১৪টি ম্যাচ খেলে ৬৩৯ রান করেছেন। গড় ৫৩.২৫ এবং স্ট্রাইক রেট ১৩৯.৮২। রয়েছে দুটি শতরান। বিশ্ব টেস্ট চ্যাম্পিনয়নশিপে ফাইনালেও বিরাটের কাছে একই পারফরম্যান্স আশা করা হচ্ছে। ২০২১ সালে প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলেছিল ভারত। ক্যাপ্টেন হিসেবে না পারলেও ব্যাটার বিরাটের উপর ভারতকে WTC ফাইনালে জেতানোর দায়িত্ব।

Next Article