Virat Kohli: ঈশ্বরের সামনেই তাঁকে ছাপিয়ে ইতিহাসের পাতায় বিরাট কোহলি

Virat Kohli ODI Century: ওয়াংখেড়েতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। শুরুতে ওপেনিং জুটির কাঁধে ভর দিয়ে ভালোই এগোচ্ছিল ভারত, কিন্তু ৪৭ রান করে প্যাভিলিয়নে ফিরতে হয় অধিনায়ক রোহিত শর্মাকে। এরপর হাল ধরতে নামেন কোহলি। আজ যেন শতরানের লক্ষ্য নিয়েই নেমেছিলেন তিনি। ঠান্ডা মাথায় টার্গেটের দিকে এগিয়ে চলেন। জন্মদিনে ইডেনের বুকে ওডিআইতে ৪৯ তম শতরান করে মাস্টার ব্লাস্টারকে ছুঁয়েছিলেন। এ বার খোদ ঈশ্বরকে সাক্ষী রেখে, তাঁকে ছাপিয়ে গেলেন বিরাট।

Virat Kohli: ঈশ্বরের সামনেই তাঁকে ছাপিয়ে ইতিহাসের পাতায় বিরাট কোহলি
বিরাট কোহলি
Follow Us:
| Updated on: Nov 15, 2023 | 5:31 PM

অনন্যা গুহ

মুম্বই: লক্ষ্যে অবিচল! ঠান্ডা মাথায় আবারও নিজেকে দেওয়া কথাই যেন রাখলেন বিরাট কোহলি (Virat Kohli)।  ওডিআই বিশ্বকাপের সেমিফাইনালের মঞ্চে ৫০ তম শতরান করে সচিন তেন্ডুলকরকে ছাপিয়ে গেলেন তিনি। ঈশ্বরের খাসতালুকে, তাঁকে সাক্ষী রেখেই এই রেকর্ড গড়লেন চেজ মাস্টার। বিরাটের মুকুটে জুড়ল নয়া পালক। ওডিআই বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক শতরানের রেকর্ড এখন কোহলির। ‘বিরাটময়’ গ্যালারিতে শুধুই উচ্ছ্বাস। মাঠেই রয়েছেন স্ত্রী অনুষ্কা শর্মা। বিরাট সেঞ্চুরি করতেই আনন্দ যেন বাঁধ মানছে না অনুষ্কার। কত বলে লক্ষ্য পূরণ করলেন কোহলি? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

 

virat century copy

 

ওয়াংখেড়েতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। শুরুতে ওপেনিং জুটির কাঁধে ভর দিয়ে ভালোই এগোচ্ছিল ভারত, কিন্তু ৪৭ রান করে প্যাভিলিয়নে ফিরতে হয় অধিনায়ক রোহিত শর্মাকে। এরপর হাল ধরতে নামেন কোহলি। আজ যেন শতরানের লক্ষ্য নিয়েই নেমেছিলেন তিনি। ঠান্ডা মাথায় টার্গেটের দিকে এগিয়ে চলেন। জন্মদিনে ইডেনের বুকে ওডিআইতে ৪৯ তম শতরান করে মাস্টার ব্লাস্টারকে ছুঁয়েছিলেন। এ বার খোদ ঈশ্বরকে সাক্ষী রেখে, তাঁকে ছাপিয়ে গেলেন বিরাট। গ্যালারিতে দাঁড়িয়ে হাততালি দিয়ে  বিরাটের সাফল্য উদযাপন করলেন সচিন। বিরাটও নতজানু হয়ে শ্রদ্ধা জানালেন তাঁকে। ১০৬  বলে শতরান এল কোহলির ব্যাটে। গ্যালারির দিকে ব্যাট তুলে যেন ভক্তদের আশ্বস্ত করলেন ‘আমি আছি।’


গ্যালারি জুড়ে আনন্দ উচ্ছ্বাসে মাতলেন ভক্তরা। বিরাট শতরান করতেই আবেগে ভাসছেন  স্ত্রী অনুষ্কা। গ্যালারি থেকে বিরাটের উদ্দেশে ছুঁড়ে দিলেন ভালোবাসার চুম্বন।সেমিফাইনালের দুপুরটা যেন আরও একটু বিশেষ করে দিয়ে গেলেন সকলের প্রিয় কোহলি। সেই সঙ্গে দলকে অনেকটা এগিয়েও দিলেন। ২০ বছরের খরা কেটেছে। চলতি বিশ্বকাপের গ্রুপ পর্বে কিউয়িদের হারিয়েছে ভারত। ২০১৯ সেমিফাইনালে নিউজিল্য়ান্ডের কাছে সেই হারের ক্ষত এখনও দগদগে ভারতের। আজ যেন সেই হারের বদলা নিতেই মাঠে নেমেছেন বিরাটরা।