Virat Kohli: তিন সেঞ্চুরি, এক উদযাপন; বিরাটের আছে এক জাদু আংটি

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Mar 13, 2023 | 7:30 AM

সেঞ্চুরি হতেই গলার চেনের সঙ্গে ঝোলানো রিংয়ে চুমু খেয়ে টেস্ট শতরান উদযাপন করলেন বিরাট। এর আগে একই দৃশ্য দেখা গিয়েছিল আরও দু'বার (Century)।

Virat Kohli: তিন সেঞ্চুরি, এক উদযাপন; বিরাটের আছে এক জাদু আংটি
Image Credit source: Twitter

Follow Us

কলকাতা: চেহারায় সেই আগের মতো আগ্রাসন নেই। বরং অনেকটাই ধীর, স্থির। শতরানের পর উদযাপনের কায়দা বদলে ফেলেছেন।  ধৈর্যশীল ইনিংসে শতরান পূর্ণ করেন। কোনও তাড়াহুড়ো নেই। নাথান লিয়ঁর বল ফ্লিক করে ১ রান নিয়ে তিন বছরের টেস্ট শতরানের খরার অবসান ঘটান বিরাট কোহলি (Virat Kohli)। এই ম্যাচের আগে খেলা ১৫টি ইনিংসে অর্ধশতরানও করতে পারেননি (Border-Gavaskar Trophy)। তাই আনন্দ ছিল দ্বিগুণ। সেঞ্চুরি হতেই গলার চেনের সঙ্গে ঝোলানো রিংয়ে চুমু খেয়ে টেস্ট শতরান উদযাপন করলেন বিরাট। এর আগে একই দৃশ্য দেখা গিয়েছিল আরও দু’বার (Century)। শতরানের পর কেন উদযাপনের ধরন বদলে ফেললেন কোহলি? হাতের আংটি গলায় ঝোলানোর কারণটাই বা কী? বিস্তারিত রইল TV9 Banglaর এই প্রতিবেদনে।

গতবছর এশিয়া কাপে দীর্ঘদিনের রানের খরা মিটিয়ে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন বিরাট। রানে ফেরার পাশাপাশি টি-২০তে সেটাই ছিল বিরাটের প্রথম শতরান। এশিয়া কাপ থেকে ছিটকে গেলেও আফগানিস্তানের বিরুদ্ধে টুর্নামেন্টের শেষ তথা নিয়মরক্ষার ম্যাচটিই বিরাটের কাছে স্মরণীয় হয়ে রয়েছে। শতরানের পর বিরাটকে দেখা যায় গলার চেইনের সঙ্গে ঝোলানো আংটিতে চুমু খেতে। বিরাটের বিয়ের আংটি। ব্যাটিংয়ের সময় আঙুল থেকে খুলে গলায় চেইনের সঙ্গে ঝুলিয়ে নেন। আংটিকে কখনও কাছছাড়া করেন না। চলতি বছরের জানুয়ারি মাসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই শতরানের পরও একইভাবে স্ত্রী অনুষ্কাকে সেঞ্চুরি উৎসর্গ করেন। কেরিয়ারে এ যাবৎ প্রচুর চড়াই উতরাই দেখেছেন বিরাট। সমর্থকরা তাঁর সমালোচকে পরিণত হয়েছে। খারাপ সময় স্ত্রী অনুষ্কা ও মহেন্দ্র সিং ধোনি ছাড়া আর কাউকে পাশে পাননি বিরাট। নিজমুখেই সে কথা বলেছেন।

২২ গজে স্ত্রীর প্রতি ভালোবাসা ব্যক্ত করতে এতটুকু সুযোগও ছাড়েন না বিরাট। কিছুদিন আগে আরসিবি পডকাস্টে বিরাট অকপটে বলে দিয়েছিলেন, মা হিসেবে অনুষ্কার স্বার্থত্যাগের কথা। নিজের সাফল্যের নেপথ্যে অনুষ্কার অবদানের কথা বলতে কখনও ভোলেননি। স্ত্রীকে ধন্যবাদ জানাতে কুণ্ঠাবোধ করেননি। একটা সময় অনুষ্কা গ্যালারিতে থাকলে চুমু ছুড়ে দিতেন। সময়ের সঙ্গে পরিণত বিরাট স্ত্রীর প্রতি ভালোবাসা ব্যক্ত করার অন্য পদ্ধতি খুঁজে নিয়েছেন।

Next Article