Virat Kohli : সর্বৈব মিথ্যে! ইনস্টা আয়ের খবরকে ভুয়ো বললেন বিরাট

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Aug 12, 2023 | 11:55 AM

ইনস্টাগ্রামে প্রতি পোস্টে কোটি কোটি টাকা আয়ের খবরকে ভুয়ো বলে টুইট করতে বাধ্য হলেন বিরাট কোহলি।

Virat Kohli : সর্বৈব মিথ্যে! ইনস্টা আয়ের খবরকে ভুয়ো বললেন বিরাট

Follow Us

কলকাতা : এ জীবনে যা পেয়েছেন তার জন্য কৃতজ্ঞ এবং ঋণী। সাফল্য, খ্যাতি, সম্মান, অর্থ- কোনও কিছুরই অভাব নেই ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির। তা বলে ইনস্টাগ্রামের একটি পোস্টের জন্য ১১.৪৫ কোটি টাকা উপার্জন করার খবর একেবারেই সত্য নয়। টুইট করে খোদ একথা জানালেন বিরাট কোহলি (Virat Kohli)। গতকাল ইনস্টাগ্রাম শিডিউলিং টুল হুপার এইচকিউ এই ফটো এবং ভিডিয়ো শেয়ারিং অ্যাপ থেকে সর্বাধিক উপার্জনকারী সেলিব্রিটিদের নাম এবং আয় প্রকাশ করেছিল। তাদের দাবি অনুযায়ী, ইনস্টাগ্রাম থেকে বিরাট কোহলি পোস্ট প্রতি আয় করেন ১১.৪৫ কোটি টাকা! তালিকা অনুযায়ী, ইনস্টা রোজগারে ক্রীড়াবিদদের মধ্যে তৃতীয়স্থানে বিরাট। পাশাপাশি প্রথম ২০ জনের মধ্যে বিশ্বের একমাত্র ক্রিকেটার ও ভারতীয় তিনি। যদিও এই দাবিকে সর্বৈব মিথ্যে বলেছেন খোদ ক্রিকেটার। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

বিরাটের ইনস্টাগ্রাম থেকে আয়ের খবর দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। বিরাট কোহলি একটা বড় অঙ্কের রোজগার করেন বিজ্ঞাপন থেকে। ইনস্টাগ্রাম স্টোরিতে বা পোস্টে সেইসব বিজ্ঞাপন শেয়ার করেন তিনি। তাতে আয়ও হয়। তবে হুপার এইচকিউ-এর দাবি অনুয়ায়ী ১১.৪৫ কোটি টাকার যে অঙ্ক বলা হয়েছে সেটিকে ভুল বলেছেন বিরাট। টুইটারে তিনি লেথেন, “যা পেয়েছি তা নিয়ে কৃতজ্ঞ এবং ঋণী থাকব। তবে সোশ্যাল মিডিয়া থেকে আমার আয় নিয়ে যে খবর ঘুরে বেড়াচ্ছে তা সত্যি নয়।” বিরাটের এই টুইট হু হু ছড়িয়েছে।

চুপ না থেকে ভুয়ো খবরের বিরুদ্ধে যেভাবে রুখে দাঁড়িয়েছেন কোহলি তাতে নেটিজেনদের বাহবা পেয়েছেন তিনি। আবার অনেকের মতে, এভাবে সাফাই দেওয়ার প্রয়োজন ছিল না। সব মিলিয়ে দিন দুয়েক ধরে বিরাটের ‘সোশ্যাল মিডিয়া’ আয় নিয়ে সরগরম সামাজিক মাধ্যম।

Next Article