হায়দরাবাদ : ‘এক হি দিল হ্যায়, কিতনি বার জিতোগে?’ বাংলায় তর্জমা করলে যা দাঁড়ায়, একটাই হৃদয়, আর কতবার জিতবে? সেঞ্চুরির পর এটাই এখন আওড়াচ্ছেন বিরাট কোহলির (Virat Kohli)ভক্তরা। লক্ষ্মীবারে উপ্পলের হাউসফুল গ্যালারি সাক্ষী ছিল বিরাটের বিধ্বংসী ইনিংসের। হায়দরাবাদের ঘরের মাঠে ম্যাচ হলেও গ্যালারিতে ছিল ‘কোহলি-কোহলি’ গর্জন। কে বলবে অ্যাওয়ে ম্যাচে খেলছিলেন! একঝাঁক ভক্ত বিরাটের ১৮ নম্বর জার্সি পরে ম্যাচ দেখতে গিয়েছিলেন। প্রিয় তারকাকে সেঞ্চুরি করতে দেখে স্বাভাবিক ভাবেই ভক্তদের দ্বিগুণ হয়ে গিয়েছিল উচ্ছ্বাসের মাত্রা। প্রতিপক্ষও মুগ্ধ হয়ে দেখেছে কোহলির দুরন্ত ইনিংস। ২২ গজে তো বটেই, ম্যাচের শেষেও বিরাট ফের জয় করে নিয়েছেন মন। যে কর্মীরা অক্লান্ত পরিশ্রম করে মাঠের দেখভাল করেন, তাঁদের সঙ্গে পোজ় দিয়ে ছবি তুলেছেন কোহলি। যা ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। যে ছবি দেখে নেটিজ়েনরা মাঠকর্মী হওয়ার ‘আবেদনপত্র’ দেওয়া শুরু করে দিয়েছেন। ঘটনা আসলে কী? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
King Kohli’s appreciation to the fine groundstaff of the Rajiv Gandhi International Stadium ?️
Show them some love, 12th Man Army ?
#PlayBold #ನಮ್ಮRCB #IPL2023 #SRHvRCB pic.twitter.com/dEeT3IWwOZ— Royal Challengers Bangalore (@RCBTweets) May 19, 2023
আরসিবির টুইটারে মাঠকর্মীদের সঙ্গে বিরাট কোহলির ছবি শেয়ার করা হয়েছে। ওই পোস্টে লাইক, কমেন্টের বন্যা বয়ে চলেছে। টুইটার একজনের কমেন্ট, ‘কী ভাবে চিন্নাস্বামী স্টেডিয়ামের গ্রাউন্ড স্টাফ হওয়া যায়? পার্ট টাইম জবের জন্য অ্যাপ্লাই করতে চাই। মাইনেও লাগবে না।’ অপর একজনের কমেন্ট, ‘আমি গ্রাউন্ড স্টাফের চাকরি পেতে চাই। যাতে এমন ছবি তুলতে পারি।’ আর এক টুইটার ব্যবহারকারী লিখেছেন, ‘এ বার গ্রাউন্ড স্টাফের কাজের জন্য প্রার্থীর সংখ্যা বেড়ে যাবে।’ একজন তো বলেই বসেছেন, ‘এটা দেখার পর একটাই কথা বলতে ইচ্ছে করছে, আমি গ্রাউন্ড স্টাফ হতে চাই।’
Some memorable souvenirs and infinite inspiration in there ???
Spirit of Cricket ????
#TATAIPL | #SRHvRCB | @imVkohli pic.twitter.com/wLUPhCxmED
— IndianPremierLeague (@IPL) May 18, 2023
বিরাটকে নিয়ে তাঁর ভক্তদের উচ্ছ্বাস সবসময় তুঙ্গে। সে তিনি ফর্মে থাকুন আর নাই থাকুন। চলতি আইপিএলে তাঁকে নিয়ে তীব্র উন্মাদনা দেখা গিয়েছে প্রতিপক্ষ দলের তরুণ ক্রিকেটারদের মধ্যেও। সুযোগ পেলেই বিরাটের থেকে ক্রিকেটের সহজপাঠ শেখার চেষ্টা করেন তরুণ ক্রিকেটাররা। হায়দরাবাদ বনাম আরসিবি ম্যাচের শেষে দেখা গিয়েছে তেমনই এক ছবি। ম্যাচ শেষে বিরাটের কাছে ছুটে গিয়েছিলেন হায়দরাবাদের একঝাঁক তরুণ ক্রিকেটার। আইপিএলের পক্ষ থেকে এক ভিডিয়োতে সেই দৃশ্য তুলে ধরা হয়েছে। যেখানে দেখা গিয়েছে, বিরাটের থেকে জার্সি, ব্যাট ও টুপিতে অটোগ্রাফ নিয়েছেন হায়দরাবাদের মায়াঙ্ক ডাগর, নীতীশ রেড্ডি, সনভীর সিংরা।