Virat Kohli: দেশের প্রাক্তন ক্রিকেটার বলছেন, রেকর্ড নিয়ে মাথা ঘামায় না বিরাট

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Aug 14, 2023 | 7:55 PM

Robin Uthappa on Virat Kohli: ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্টে সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি। ওয়ান ডে সিরিজে প্রথম ম্যাচটিই শুধু খেলেন। যদিও ব্যাটিংয়ে নামেননি। বাকি দু-ম্যাচে বিরাট, রোহিতরা বিশ্রামে ছিলেন।

Virat Kohli: দেশের প্রাক্তন ক্রিকেটার বলছেন, রেকর্ড নিয়ে মাথা ঘামায় না বিরাট
Image Credit source: twitter

Follow Us

রেকর্ড তৈরি হয় ভাঙার জন্যই। আন্তর্জাতিক ক্রিকেটে নানা রেকর্ড হয়েছে। কেউ না কেউ সেই রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েছে। অনেক ক্ষেত্রেই মনে হয়, এই রেকর্ড বুঝি ভাঙা যাবে না। হাতে গোনা কিছু ক্ষেত্রেই এই মনে হওয়াটা সত্যি হয়। এর মধ্যে প্রশ্ন রয়েছে, সচিন তেন্ডুলকরের একশো সেঞ্চুরির রেকর্ড কি অক্ষত থাকবে? এই নিয়ে নানা জনের নানা মত। কেউ মনে করেন, বর্তমান প্রজন্মের সেরা ব্যাটার বিরাট কোহলি এই রেকর্ড ভেঙে দিতে পারেন। আবার অনেকের মতে এই রেকর্ড কোনও ভাবেই ভাঙা সম্ভব নয়। আন্তর্জাতিক ক্রিকেটে একশো না হোক অন্তত ওয়ান ডে ফরম্যাটে সচিনের সেঞ্চুরির রেকর্ড ভাঙার খুবই কাছে বিরাট কোহলি। সামনে এশিয়া কাপ এবং বিশ্বকাপ রয়েছে। বিরাট এই রেকর্ড কত তাড়াতাড়ি ভাঙতে পারবেন, তার অপেক্ষা হতেই পারে। তবে দেশের প্রাক্তন ক্রিকেটার বলছেন, বিরাট কোহলি রেকর্ড নিয়ে চিন্তিত নয়। বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

সব ফরম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে মোট একশোটি সেঞ্চুরি রয়েছে কিংবদন্তি সচিন তেন্ডুলকরের। এর মধ্যে ওয়ান ডে ফরম্যাটে শতরানের সংখ্যা ৪৯। এই ফরম্য়াটে বিরাট কোহলি ইতিমধ্যেই ৪৬টি সেঞ্চুরি করেছেন। এশিয়া কাপ, ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ এবং বিশ্বকাপ। সচিন তেন্ডুলকরের ওয়ান ডে সেঞ্চুরির সংখ্যা দ্রুতই ছাপিয়ে যাবেন বিরাট কোহলি, এমনটাই মনে করছে ক্রিকেট মহল। দেশের প্রাক্তন ক্রিকেটার রবিন উথাপ্পা একটি সাক্ষাৎকারে বলেন, ‘বিরাট কোহলি কখনও রেকর্ড নিয়ে ভাবেই না। আমরা যাঁরা সমর্থক, তাঁরাই এসব নিয়ে অনেক বেশি ভাবি। ওর কাছে শতরানের চেয়ে দলকে জেতানো অগ্রাধিকার পায়। এশিয়া কাপে কিংবা বিশ্বকাপেও ওর লক্ষ্য এটাই থাকবে। রেকর্ডের বিষয় ওর মাথাতেই থাকবে না।’

ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্টে সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি। ওয়ান ডে সিরিজে প্রথম ম্যাচটিই শুধু খেলেন। যদিও ব্যাটিংয়ে নামেননি। বাকি দু-ম্যাচে বিরাট, রোহিতরা বিশ্রামে ছিলেন। এশিয়া কাপে ফিরবেন বিরাট। সচিনের রেকর্ড ভাঙা প্রসঙ্গে রবিন উথাপ্পা বলছেন, ‘বিরাট এশিয়া কাপ হোক বা বিশ্বকাপ, কিংবা অন্য কোনও সময়, কেরিয়ারে যখনই সেই মাইলফলকে পৌঁছক এটা ওর কাছে কোনও গুরুত্ব নেই। কারণ, ওর একমাত্র ফোকাস দেশকে জেতানো, সেঞ্চুরি করা নয়।’

Next Article