কলকাতা: একদিনের ক্রিকেটে বিরাট কোহলির (Virat Kohli) নেতৃত্ব কেড়ে নেওয়ার পরই সোচ্চার বিরাটভক্তরা। বিগত ৩ দিন ধরেই সোশ্যাল নেটওয়ার্কে কোহলির হয়ে সওয়াল করছেন অধিকাংশ ক্রিকেটপ্রেমীরা। কোন যুক্তিতে বিরাট কোহলির ওয়ানডে ক্যাপ্টেন্সি কাড়া হল, তা নিয়ে সরব নেটিজেনরা।
বোর্ড (BCCI) প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) জানিয়েছেন, সাদা বলের ক্রিকেটে একজন অধিনায়ককে বাছতেই রোহিতকে (Rohit Sharma) টি-টোয়েন্টির পাশাপাশি ওয়ানডে-তে ক্যাপ্টেন্সি করার দায়িত্ব দেওয়া হয়। দুটো ফরম্যাটের জন্য দুই অধিনায়ক। বোর্ডের এই যুক্তি অনেকেই মেনে নিতে পারছেন না। অনেকে আবার বলছেন, যুক্তিসংগত। একদিনের ক্রিকেটে বিরাট কোহলির ক্যাপ্টেন্সি কেড়ে নেওয়ার পর ভারতীয় ক্রিকেট এখন দ্বিধাবিভক্ত। একটা অংশ বিরাট কোহলির পাশে। আরেকটা অংশ মনে করছে, বোর্ড যা করেছে তা একদমই ঠিক করেছে।
তর্ক-বিতর্ক চলছেই। এ সবের মধ্যেই টুইটার ট্রেন্ডিংয়ে #KickOutShahGanguly। বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় ও বোর্ড সচিব জয় শাহর (Jay Shah) বিরুদ্ধে সোচ্চার হয়েই এই টুইট। কয়েক ঘণ্টার মধ্যেই ৫৫ হাজারের বেশি টুইট বিরাট-ভক্তদের। ভারতীয় ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্ত মেনে নিতে না পেরেই ক্যাপ্টেন কোহলির হয়ে সওয়াল সেই নেটিজেনদের। বোর্ডের সভাপতি পদ থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় ও সচিব পদ থেকে জয় শাহকে সরানোর দাবি তুললেন সেই ক্রিকেটপ্রেমীরা।
বিরাটের নেতৃত্বে আইসিসির কোনও টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়নি ভারত। তবে ভারতীয় অধিনায়কদের মধ্যে তাঁর রেকর্ডই সবচেয়ে ঈর্ষণীয়। ৯৫ ম্যাচে ৬৫টায় জিতেছে ভারত। জয়ের হার ৭০.৪৩ শতাংশ।
আরও পড়ুন: ISL 2021-22: মশাল জ্বলার অপেক্ষায় লাল-হলুদ সমর্থকরা