কলকাতা: কিং কোহলির স্বপ্নের রাজপ্রাসাদ এ বার বাস্তবে… ২০২৩ সালের এশিয়া কাপের আগে হইচই পড়ে গিয়েছিল, যখন আলিবাগে গিয়েছিলেন বিরাট কোহলি (Virat Kohli) ও অনুষ্কা শর্মা (Anushka Sharma)। তাঁকে সেখানে দেখতে ভিড় উপচে পড়েছিল। তখনই জানা গিয়েছিল, আলিবাগে এক আলিশান ফার্মহাউস বানাচ্ছেন বিরাট এবং অনুষ্কা। এ বার বিরুষ্কার সেই আলিশান বাংলো তৈরি। যা ঘুরে দেখিয়েছেন খোদ কোহলি। সোশ্যাল মিডিয়ায় বিরাট কোহলি আলিবাগের রাজপ্রাসাদের ভিডিয়ো শেয়ার করেছেন। এবং তাঁর ও তাঁর পরিবারের ছুটি কাটানোর নতুন ঠিকানার ব্যাপারে খুঁটিনাটি তুলে ধরেছেন।
এক ঝলকে দেখে নিন বিরাটের আলিবাগের আলিশান হলিডে হোমে যা রয়েছে —-
বিরাট কোহলি জানিয়েছেন, এ বার থেকে তাঁর ছুটি কাটানোর ঠিকানা হতে চলেছে আলিবাগের এই বাংলো। তিনি লিভিং রুমে কোনও টিভি না রাখার কারণ হিসেবে জানিয়েছেন, পরিবারের সঙ্গে সেখানে বসে কথা বলতে চান তিনি। তাঁর স্বপ্নের বাড়ির ওই জায়গায় সকলে একসঙ্গে সময় কাটাবেন বলে মনে করেন তিনি। বিরাট ছেলেবেলা থেকে ক্রিকেটের সঙ্গে এতটাই নিবিড় ভাবে যুক্ত ছিলেন যে পরিবারকে সেই অর্থে সময় দিতে পারেননি। তাই তিনি জানিয়েছেন, এখন তাঁর কাছে পরিবারই আগে। বিরাটের মতে, এখন তাঁর কাছে পরিবারই সব আর কাজ তাঁর জীবনের একটা অংশ মাত্র।
দীর্ঘদিন পর দেশের হয়ে টি-২০ ক্রিকেটে ফিরছেন বিরাট কোহলি। আগামিকাল থেকে শুরু হচ্ছে ভারত-আফগানিস্তান টি-২০ সিরিজ। এই সিরিজেই বিরাটের ফেরার কথা। ইতিমধ্যেই জানা গিয়েছে, ব্যক্তিগত কারণে আফগানদের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০তে খেলবেন না বিরাট কোহলি।